ETV Bharat / bharat

ভারতের সনাতন শিক্ষা ব্যবস্থা নিয়ে গান্ধির দিকনির্দেশ স্মরণে নতুন ওনাম চালু করা উচিত - gandhi plays a great role

ভারতের সনাতন শিক্ষা ব্যবস্থায় গান্ধির ভূমিকা উল্লেখযোগ্য ৷ দেশের সনাতন শিক্ষা ব্যবস্থা নিয়ে গান্ধি যা বলে গেছেন, সেজন্য তাঁকে স্মরণ করা উচিত ৷ গান্ধির দর্শনেই দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক দিশা দেওয়ার দরকার ৷ প্রতিবেদনটি লিখেছেন IPS আধিকারিক এম নাগেশ্বর রাও ।

ছবি
author img

By

Published : Nov 7, 2019, 3:15 PM IST

Updated : Nov 7, 2019, 7:17 PM IST

দিল্লি,7 নভেম্বর : ভারতের CRPF বিশ্বের সবচেয়ে বড় পুলিশ বাহিনী । সন্দেহ নেই এই সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী দেশের গৌরব বাড়িয়েছে । আমি এই বাহিনীতে যোগ দিয়েছিলাম ২০০৫ সালে । এই বাহিনীর যে বিষয়টি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল সেটা হল এর স্লোগান । বাহিনীর স্লোগান ছিল ‘CRPF সদা অজয়, ভারত মাতা কী জয়’। বাহিনীর সমস্ত সাইনবোর্ডে এই স্লোগান লেখা রয়েছে ৷

ভারতীয় সংবিধানের ৩৫১ নম্বর ধারায় হিন্দির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । হিন্দি ভাষার উৎপত্তি সংস্কৃত থেকে । শুধু হিন্দি নয়, ভারতের প্রায় সমস্ত ভাষার উৎপত্তি হয়েছে হিন্দি থেকে । ঠিক যেভাবে ল্যাটিন থেকে ইউরোপের অধিকাংশ ভাষার সৃষ্টি হয়েছে । কিন্তু যদি সংস্কৃত সঠিকভাবে শেখানো না হয়, তবে সংবিধানের ৩৫১ নম্বর ধারার উদ্দেশ্য পূরণ কার্যত অসম্ভব । আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে যে জ্ঞান চর্চা করেছে, সেই লব্ধ জ্ঞান তারা বৈদেশিক আক্রমণ, যুদ্ধ এবং অন্যান্য বিপর্যয়ের মধ্যেও বিভিন্নভাবে সংরক্ষণ করে গেছে পরবর্তী প্রজন্মের জন্য । কিন্তু পরবর্তীতে ঔপনিবেশিক যুগে ভারতীয় কৃ্ষ্টির সঙ্গে সম্পর্কিত সেই জ্ঞান চর্চা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে । ঔপনিবেশিক যুগে ভারতীয় কৃষ্টির সঙ্গে সম্পর্কিত সেই জ্ঞান-বিজ্ঞানের চর্চা কার্যত বন্ধ হয়ে যায় । আর তার ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের সমাজে ।

আদিকাল থেকেই ভারতীয় সভ্যতার ভিত্তি ছিল জ্ঞানচর্চা । ঋকবেদ বিশ্বের সবচেয়ে পুরাতন পুঁথি । মহাভারত এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ কাব্য । সবমিলিয়ে ভারতীয় সভ্যতার আদি কাল থেকে পুঁথিতে যে জ্ঞানভাণ্ডার রয়েছে সেই তুলনা বিশ্বের আর কোথাও নেই । আর এই সমস্তই লেখা হয়েছে সংস্কৃতে । কিন্তু আশ্চর্যের বিষয় হল আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, অর্থশাস্ত্র, পঞ্চতন্ত্র ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয় না । আমরা সেগুলিকে আমাদের শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম থেকে দূরে সরিয়ে রেখেছি । অন্য দেশে যদি এমনটা ঘটত তবে তা হত জাতীয় লজ্জা । কিন্তু বলতে খারাপ লাগছে যে আমাদের দেশে এটাকে একধরনের গর্বের সঙ্গেই দেখা হয় ।

১৯৩১ সালের ২০ অক্টোবর মহাত্মা গান্ধি বলেছিলেন, "আমার ভাবমূর্তির তীব্র সমালোচনা হয়তো হবে, তবু বলতে বাধ্য হচ্ছি যে, আজ ভারত যতটা অশিক্ষিত, তা ৫০ বা ১০০ বছর আগেও ছিল না । ব্রিটিশরা এদেশে আসার পর তারা আমাদের সনাতন শিক্ষা ব্যবস্থাকে নির্মূল করে দিয়েছে ।" গান্ধির এই কথার পর ধর্মপাল ভারতে ব্রিটিশ যুগের পূর্বে শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করেন । তাঁর গবেষণাপত্রের নাম ‘বিউটিফুল ট্রি’ । ওনাম একটি জনপ্রিয় উৎসব । রাজা মহাবলী তাঁর প্রজাদের কল্যাণের জন্য প্রতিবছর তাঁদের দর্শন দিতেন । সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই এই উৎসবের আয়োজন । একইভাবে গান্ধির ১৫০ তম জন্মজয়ন্তীতে আমাদের উচিত এক নতুন ধরনের ওনাম উৎসব চালু করা । যার মাধ্যমে গান্ধি আমাদের দেশের সনাতন শিক্ষা ব্যবস্থা নিয়ে যা বলে গেছেন এবং দিকনির্দেশ করেছেন, তাঁকে যেন আমরা স্মরণ করতে পারি ।

দিল্লি,7 নভেম্বর : ভারতের CRPF বিশ্বের সবচেয়ে বড় পুলিশ বাহিনী । সন্দেহ নেই এই সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী দেশের গৌরব বাড়িয়েছে । আমি এই বাহিনীতে যোগ দিয়েছিলাম ২০০৫ সালে । এই বাহিনীর যে বিষয়টি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল সেটা হল এর স্লোগান । বাহিনীর স্লোগান ছিল ‘CRPF সদা অজয়, ভারত মাতা কী জয়’। বাহিনীর সমস্ত সাইনবোর্ডে এই স্লোগান লেখা রয়েছে ৷

ভারতীয় সংবিধানের ৩৫১ নম্বর ধারায় হিন্দির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । হিন্দি ভাষার উৎপত্তি সংস্কৃত থেকে । শুধু হিন্দি নয়, ভারতের প্রায় সমস্ত ভাষার উৎপত্তি হয়েছে হিন্দি থেকে । ঠিক যেভাবে ল্যাটিন থেকে ইউরোপের অধিকাংশ ভাষার সৃষ্টি হয়েছে । কিন্তু যদি সংস্কৃত সঠিকভাবে শেখানো না হয়, তবে সংবিধানের ৩৫১ নম্বর ধারার উদ্দেশ্য পূরণ কার্যত অসম্ভব । আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে যে জ্ঞান চর্চা করেছে, সেই লব্ধ জ্ঞান তারা বৈদেশিক আক্রমণ, যুদ্ধ এবং অন্যান্য বিপর্যয়ের মধ্যেও বিভিন্নভাবে সংরক্ষণ করে গেছে পরবর্তী প্রজন্মের জন্য । কিন্তু পরবর্তীতে ঔপনিবেশিক যুগে ভারতীয় কৃ্ষ্টির সঙ্গে সম্পর্কিত সেই জ্ঞান চর্চা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে । ঔপনিবেশিক যুগে ভারতীয় কৃষ্টির সঙ্গে সম্পর্কিত সেই জ্ঞান-বিজ্ঞানের চর্চা কার্যত বন্ধ হয়ে যায় । আর তার ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের সমাজে ।

আদিকাল থেকেই ভারতীয় সভ্যতার ভিত্তি ছিল জ্ঞানচর্চা । ঋকবেদ বিশ্বের সবচেয়ে পুরাতন পুঁথি । মহাভারত এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ কাব্য । সবমিলিয়ে ভারতীয় সভ্যতার আদি কাল থেকে পুঁথিতে যে জ্ঞানভাণ্ডার রয়েছে সেই তুলনা বিশ্বের আর কোথাও নেই । আর এই সমস্তই লেখা হয়েছে সংস্কৃতে । কিন্তু আশ্চর্যের বিষয় হল আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, অর্থশাস্ত্র, পঞ্চতন্ত্র ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয় না । আমরা সেগুলিকে আমাদের শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম থেকে দূরে সরিয়ে রেখেছি । অন্য দেশে যদি এমনটা ঘটত তবে তা হত জাতীয় লজ্জা । কিন্তু বলতে খারাপ লাগছে যে আমাদের দেশে এটাকে একধরনের গর্বের সঙ্গেই দেখা হয় ।

১৯৩১ সালের ২০ অক্টোবর মহাত্মা গান্ধি বলেছিলেন, "আমার ভাবমূর্তির তীব্র সমালোচনা হয়তো হবে, তবু বলতে বাধ্য হচ্ছি যে, আজ ভারত যতটা অশিক্ষিত, তা ৫০ বা ১০০ বছর আগেও ছিল না । ব্রিটিশরা এদেশে আসার পর তারা আমাদের সনাতন শিক্ষা ব্যবস্থাকে নির্মূল করে দিয়েছে ।" গান্ধির এই কথার পর ধর্মপাল ভারতে ব্রিটিশ যুগের পূর্বে শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করেন । তাঁর গবেষণাপত্রের নাম ‘বিউটিফুল ট্রি’ । ওনাম একটি জনপ্রিয় উৎসব । রাজা মহাবলী তাঁর প্রজাদের কল্যাণের জন্য প্রতিবছর তাঁদের দর্শন দিতেন । সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই এই উৎসবের আয়োজন । একইভাবে গান্ধির ১৫০ তম জন্মজয়ন্তীতে আমাদের উচিত এক নতুন ধরনের ওনাম উৎসব চালু করা । যার মাধ্যমে গান্ধি আমাদের দেশের সনাতন শিক্ষা ব্যবস্থা নিয়ে যা বলে গেছেন এবং দিকনির্দেশ করেছেন, তাঁকে যেন আমরা স্মরণ করতে পারি ।

Mumbai, Nov 07 (ANI): Bhumi Pednekar will soon be seen in a different avatar in her upcoming flick 'Bala'. This is the third film, Pednekar is doing with 'National Award Winner' Ayushmann Khurrana. Speaking on it, Bhumi said, "For both of us, 'Dum Laga Ke Haisha' was a life changing film. It was my debut film. Hence, Ayushmann will always be special for me because we were part of a special journey. We did 'Shubh Mangal Saavdhan' and now 'Bala' and there cannot be more better film for us than this to re-collaborate. It is a simple and honest film. It is a kind of film that can exhibit different kinds of emotions in you." She further said, "We are sharing a different kind of chemistry in this film (Bala). I chose this movie because I love working with him." 'Bala' will hit the theaters on November 08.
Last Updated : Nov 7, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.