ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে DDC নির্বাচনের প্রচারে নামবেন গম্ভীর - ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর

সূত্রের খবর জম্মু ও কাশ্মীরের DDC নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ৷ প্রচারে আসতে পারেন পশ্চিমবঙ্গেও ৷

গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর
author img

By

Published : Dec 2, 2020, 8:33 AM IST

দিল্লি, 2 ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের প্রচারে দেখা যাবে BJP সাংসদ ও ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে ৷ আগামী সপ্তাহ থেকে গম্ভীরকে ভোটের প্রচারে দেখা যাবে বলে BJP সূত্রে খবর ৷ এমনকী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও দলের হয়ে প্রচারে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন ওপেনারকে ৷

BJP-র একটি সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের DDC নির্বাচনে দলের প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা যাবে এই তারকা সাংসদকে ৷ ডিসেম্বরের 7-9 তারিখের মধ্যে এই প্রচার অভিযানে দেখা যাবে তাঁকে ৷

আট ধাপের এই নির্বাচন শুরু হয়েছে 28 নভেম্বর থেকে ৷ চলবে 19 ডিসেম্বর পর্যন্ত ৷ ভোট গণনা হবে ডিসেম্বরের 22 তারিখ ৷

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের BJP নেতৃত্বও আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গৌতম গম্ভীরকে চাইছেন ৷ কারণ, গৌতম গম্ভীরের কলকাতাসহ গোটা রাজ্যে প্রচুর সমর্থক ৷ তাই ভোটের ময়দানে গম্ভীরকে দিয়ে প্রচার করাতে চাইছেন বঙ্গ নেতৃত্ব ৷ তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও ছিলেন গম্ভীর ৷

গতবছর হরিয়ানা বিধানসভা নির্বাচনেও দলীয় প্রার্থীর হয়ে প্রচারে দেখা গিয়েছিল গৌতমকে ৷ হকি তারকা সন্দীপ সিংয়ের হয়েও প্রচার করেছিলেন তিনি ৷ গতবছর লোকসভা নির্বাচনের আগে BJP-তে যোগদান করেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ৷ তারপর লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে দিল্লির প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট অরভিন্দর সিং লাভলিকে পরাজিত করেন তিনি ৷

দিল্লি, 2 ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের প্রচারে দেখা যাবে BJP সাংসদ ও ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে ৷ আগামী সপ্তাহ থেকে গম্ভীরকে ভোটের প্রচারে দেখা যাবে বলে BJP সূত্রে খবর ৷ এমনকী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও দলের হয়ে প্রচারে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন ওপেনারকে ৷

BJP-র একটি সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের DDC নির্বাচনে দলের প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা যাবে এই তারকা সাংসদকে ৷ ডিসেম্বরের 7-9 তারিখের মধ্যে এই প্রচার অভিযানে দেখা যাবে তাঁকে ৷

আট ধাপের এই নির্বাচন শুরু হয়েছে 28 নভেম্বর থেকে ৷ চলবে 19 ডিসেম্বর পর্যন্ত ৷ ভোট গণনা হবে ডিসেম্বরের 22 তারিখ ৷

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের BJP নেতৃত্বও আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গৌতম গম্ভীরকে চাইছেন ৷ কারণ, গৌতম গম্ভীরের কলকাতাসহ গোটা রাজ্যে প্রচুর সমর্থক ৷ তাই ভোটের ময়দানে গম্ভীরকে দিয়ে প্রচার করাতে চাইছেন বঙ্গ নেতৃত্ব ৷ তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও ছিলেন গম্ভীর ৷

গতবছর হরিয়ানা বিধানসভা নির্বাচনেও দলীয় প্রার্থীর হয়ে প্রচারে দেখা গিয়েছিল গৌতমকে ৷ হকি তারকা সন্দীপ সিংয়ের হয়েও প্রচার করেছিলেন তিনি ৷ গতবছর লোকসভা নির্বাচনের আগে BJP-তে যোগদান করেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ৷ তারপর লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে দিল্লির প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট অরভিন্দর সিং লাভলিকে পরাজিত করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.