ETV Bharat / bharat

'65 ও '71-এর যুদ্ধে যোগদানকারী জওয়ানদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে পেনশন

পঁয়ষট্টির পাকিস্তানের যুদ্ধ ও একাত্তরের মুক্তিযুদ্ধের জওয়ানদের দেওয়া হবে স্বাধীনতা সংগ্রামীদের পেনশন ৷ ঘোষণা করলেন সেনাপ্রধান এম এম নারওয়ানে ৷

Freedom fighters pension
ছবির সূত্র : ANI
author img

By

Published : Jan 14, 2020, 3:31 PM IST

জয়পুর, 14 জানুয়ারি : 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ও 1971-এর মুক্তিযুদ্ধের জওয়ানদের স্বাধীনতা সংগ্রাম হিসেবে ভাতা দেওয়া হবে ৷ আজ জয়পুরে সশস্ত্র বাহিনীর প্রাক্তন কর্মীদের এক অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ৷

সশস্ত্র বাহিনীর প্রাক্তন কর্মীদের অষ্টম বার্ষিক অনুষ্ঠানে যোগদান করতে আজ জয়পুরে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান এম এম নারওয়ানে, নৌ-প্রধান করমবীর সিং সহ অন্যান্য সেনা আধিকারিকরা ৷ প্রতিরক্ষামন্ত্রী বলেন, "দেশ যে আজ নিরাপদ, তার গোটা কৃতিত্বটাই জওয়ানদের ৷ শুধুমাত্র সীমান্তেই নয়, দেশের ভিতরেও আমরা যে শান্তিতে রয়েছে তা আমাদের জওয়ানদের জন্যই ৷" পাশাপাশি সদ্য চালু হওয়া CDS পদের প্রসঙ্গও উঠে আসে রাজনাথ সিংয়ের বক্তৃতায় ৷

  • Army Chief General Manoj Mukund Narawane: Army has proposed that the veterans of 1965 and 1971 war be given the freedom fighters' pension. https://t.co/9NZTTZL4M1

    — ANI (@ANI) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেনাপ্রধান এম এম নারাভানে আজ সেনা পুলিশের জন্য নতুন 1700 জনকে নিয়োগ করার কথাও ঘোষণা করেন ৷ 101 জন মহিলাকর্মীর 6 জানুয়ারি থেকে প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

জয়পুর, 14 জানুয়ারি : 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ও 1971-এর মুক্তিযুদ্ধের জওয়ানদের স্বাধীনতা সংগ্রাম হিসেবে ভাতা দেওয়া হবে ৷ আজ জয়পুরে সশস্ত্র বাহিনীর প্রাক্তন কর্মীদের এক অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ৷

সশস্ত্র বাহিনীর প্রাক্তন কর্মীদের অষ্টম বার্ষিক অনুষ্ঠানে যোগদান করতে আজ জয়পুরে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান এম এম নারওয়ানে, নৌ-প্রধান করমবীর সিং সহ অন্যান্য সেনা আধিকারিকরা ৷ প্রতিরক্ষামন্ত্রী বলেন, "দেশ যে আজ নিরাপদ, তার গোটা কৃতিত্বটাই জওয়ানদের ৷ শুধুমাত্র সীমান্তেই নয়, দেশের ভিতরেও আমরা যে শান্তিতে রয়েছে তা আমাদের জওয়ানদের জন্যই ৷" পাশাপাশি সদ্য চালু হওয়া CDS পদের প্রসঙ্গও উঠে আসে রাজনাথ সিংয়ের বক্তৃতায় ৷

  • Army Chief General Manoj Mukund Narawane: Army has proposed that the veterans of 1965 and 1971 war be given the freedom fighters' pension. https://t.co/9NZTTZL4M1

    — ANI (@ANI) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেনাপ্রধান এম এম নারাভানে আজ সেনা পুলিশের জন্য নতুন 1700 জনকে নিয়োগ করার কথাও ঘোষণা করেন ৷ 101 জন মহিলাকর্মীর 6 জানুয়ারি থেকে প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

Lucknow (UP), Jan 14 (ANI): While speaking to ANI in Lucknow on January 14, the Power Minister of UP, Shrikant Sharma spoke on the Citizenship Amendment Act (CAA). He said, "The gazette notification for Citizenship Amendment Act has been issued. Chief Minister Yogi Adityanath has directed all District Magistrates (DMs) to prepare a list soon." "We are distributing pamphlets in Hindi and Urdu languages urging people to register. So far, names of 32, 000 people have appeared based on a recent survey," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.