ETV Bharat / bharat

দুবাইয়ের পানশালায় নাচতে বাধ্য করা হত, হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়ে উদ্ধার করল পুলিশ

দুবাইয়ের পানশালা থেকে চার ভারতীয় মহিলাকে উদ্ধার করল দুবাই পুলিশ । দালালের মাধ্যমে ওই চার মহিলা কাজের খোঁজে দুবাই গেছিলেন । সেখানে তাদের পানশালায় নাচতে বাধ্য করা হত ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 30, 2019, 10:22 AM IST

দুবাই, 30 জুন : দুবাইয়ের পানশালা থেকে চার ভারতীয় মহিলাকে উদ্ধার করল দুবাই পুলিশ । পরে তাদের ভারতীয় দুতাবাসের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । ওই মহিলাদের একটি পানশালায় তালাবন্ধ করে রাখা হয়েছিল বলে জানা গেছে । পানশালাটিতে তাদের নাচতেও বাধ্য করা হচ্ছিল । ওই মহিলাদের একজন কোনওরকমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতে নিজের বাড়িতে মেসেজ পাঠায় । সেই সূত্র ধরে দুবাই পুলিশের তাদের উদ্ধার করে ।

দালালের মাধ্যমে ওই চার মহিলা কাজের খোঁজে দুবাই গেছিলেন । সেখানে তাদের পানশালায় নাচতে বাধ্য করা হত । এর আগেও বহুবার এভাবে দালালদের ফাঁদে পড়ে ভারতের অনেক মহিলা দুবাইতে সমস্যায় পড়েছেন । তাদের দেহব্যবসা সহ নানা অসামাজিক কাজ করতে বাধ্য করা হয়েছে ।

দুবাই পুলিশ, সে দেশের ভারতীয় দূতাবাস ও বিদেশ প্রতিমন্ত্রীর সহায়তায় মহিলাদের উদ্ধার করা সম্ভব হয়েছে । এবিষয়ে, বিদেশ প্রতিমন্ত্রী ভালমভেলি মুরলীধরন জানান, দুবাই পুলিশের তৎপরতার জন্য তাদের ধন্যবাদ । ওই মহিলাদের উদ্ধার করে বিদেশমন্ত্রকের হেপাজতে রাখা হয় । সেখান থেকে গতকাল তাদের তামিলনাড়ুতে নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে । তামিলনাড়ু সরকারকে বলা হয়েছে এই ঘটনায় জড়িত দালালকে খুঁজে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ।

দুবাই, 30 জুন : দুবাইয়ের পানশালা থেকে চার ভারতীয় মহিলাকে উদ্ধার করল দুবাই পুলিশ । পরে তাদের ভারতীয় দুতাবাসের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । ওই মহিলাদের একটি পানশালায় তালাবন্ধ করে রাখা হয়েছিল বলে জানা গেছে । পানশালাটিতে তাদের নাচতেও বাধ্য করা হচ্ছিল । ওই মহিলাদের একজন কোনওরকমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতে নিজের বাড়িতে মেসেজ পাঠায় । সেই সূত্র ধরে দুবাই পুলিশের তাদের উদ্ধার করে ।

দালালের মাধ্যমে ওই চার মহিলা কাজের খোঁজে দুবাই গেছিলেন । সেখানে তাদের পানশালায় নাচতে বাধ্য করা হত । এর আগেও বহুবার এভাবে দালালদের ফাঁদে পড়ে ভারতের অনেক মহিলা দুবাইতে সমস্যায় পড়েছেন । তাদের দেহব্যবসা সহ নানা অসামাজিক কাজ করতে বাধ্য করা হয়েছে ।

দুবাই পুলিশ, সে দেশের ভারতীয় দূতাবাস ও বিদেশ প্রতিমন্ত্রীর সহায়তায় মহিলাদের উদ্ধার করা সম্ভব হয়েছে । এবিষয়ে, বিদেশ প্রতিমন্ত্রী ভালমভেলি মুরলীধরন জানান, দুবাই পুলিশের তৎপরতার জন্য তাদের ধন্যবাদ । ওই মহিলাদের উদ্ধার করে বিদেশমন্ত্রকের হেপাজতে রাখা হয় । সেখান থেকে গতকাল তাদের তামিলনাড়ুতে নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে । তামিলনাড়ু সরকারকে বলা হয়েছে এই ঘটনায় জড়িত দালালকে খুঁজে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ।

New Delhi, June 30 (ANI): Taking time out from their busy schedule, Bollywood's power couple Ajay Devgn and Kajol along with children Nysa and Yug has headed for a family vacation. Kajol recently shared a picture from their exotic vacay where the family is seen having a great time relaxing and rejuvenating on the hills. In the picture, Ajay and his son Yug can be seen lying in the swimming pool with a magnificent picturesque landscape in the background. "Thinking about all this glory surrounding us ..... somewhere in the mountains," the actor captioned the picture on Instagram. Meanwhile on the work front, Ajay who was last seen in 'De De Pyaar De' will next feature in 'Bhuj: The Pride of India' where he will essay the character of Squadron Leader Vijay Karnik who was in-charge of Bhuj airbase during the 1971 war, which remained operational despite facing heavy bombing from Pakistan.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.