ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত চার, আহত এক - তিরুপতি

আজ সকালে চিত্তুর জেলার বাঙারুপল্যমে একটি ট্রাক একটি বাইককে ধাক্কা মারায় হঠাৎ ব্রেক কষে ৷ আর তাতেই প্রাণ হারায় একই পরিবারের তিনজন ও বাইকারোহী ৷ গুরুতর আহত হয় ওই পরিবারের পুত্রবধূ ৷

Four die in road accident
অন্ধ্রপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত চার
author img

By

Published : Aug 30, 2020, 9:36 PM IST

তিরুপতি, 30 অগাস্ট : চিত্তুর জেলার বাঙারুপল্যমে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের ৷ গুরুতর আহত হয় একজন ৷ মৃত তিনজন একই পরিবারের ৷ ওই পরিবার বেঙ্গালুরু থেকে নেল্লোর যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কুন্দানাহল্লির বাসিন্দা 55 বছর বয়সী শ্রীনিবাসুলা রেড্ডি সপরিবারে তাঁর গাড়িতে করে নেল্লোর যাচ্ছিলেন ৷ সেই রাস্তায় একই দিকে আগে যাচ্ছিল একটি ট্রাক ৷ একটি বাইককে ধাক্কা মারায় ট্রাকটি হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয় ৷ আর তাতেই শ্রীনিবাসুলা রেড্ডির গাড়িটি ট্রাকের তলায় গিয়ে পিছনের চাকায় সজোরে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মারা যান পরিবারের তিনজন ও বাইকারোহী ৷

মৃতদের নাম- শ্রীনিবাসুলা রেড্ডি, তাঁর স্ত্রী রাতনাম্মা(49), ছেলে ভেঙ্কটেশ্বর রেড্ডি(29) ও বাইকারোহী বাবু(45) ৷ শ্রীনিবাসুলার পুত্রবধূ গুরুতর জখম হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

তিরুপতি, 30 অগাস্ট : চিত্তুর জেলার বাঙারুপল্যমে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের ৷ গুরুতর আহত হয় একজন ৷ মৃত তিনজন একই পরিবারের ৷ ওই পরিবার বেঙ্গালুরু থেকে নেল্লোর যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কুন্দানাহল্লির বাসিন্দা 55 বছর বয়সী শ্রীনিবাসুলা রেড্ডি সপরিবারে তাঁর গাড়িতে করে নেল্লোর যাচ্ছিলেন ৷ সেই রাস্তায় একই দিকে আগে যাচ্ছিল একটি ট্রাক ৷ একটি বাইককে ধাক্কা মারায় ট্রাকটি হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয় ৷ আর তাতেই শ্রীনিবাসুলা রেড্ডির গাড়িটি ট্রাকের তলায় গিয়ে পিছনের চাকায় সজোরে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মারা যান পরিবারের তিনজন ও বাইকারোহী ৷

মৃতদের নাম- শ্রীনিবাসুলা রেড্ডি, তাঁর স্ত্রী রাতনাম্মা(49), ছেলে ভেঙ্কটেশ্বর রেড্ডি(29) ও বাইকারোহী বাবু(45) ৷ শ্রীনিবাসুলার পুত্রবধূ গুরুতর জখম হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.