শ্রীনগর, 10 মার্চ : বাড়ির উপর ভেঙে পড়ল আস্ত একটা বোল্ডার ৷ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের উধমপুরের ঘোড়ডি এলাকায় ৷ বোল্ডার ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ আহত হয়েছে আরও একজন ৷ আজ সকালে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷
উধমপুরের ওই বাড়িটির উপর হঠাৎ করেই ভেঙে পড়ে বিশালাকায় ওই বোল্ডারটি ৷ বোল্ডারের আঘাতে ভেঙে পড়ে বাড়িটি ৷ খবর জানাজানি হতেই প্রথমে স্থানীয়রা এসে উদ্ধারকাজে হাত লাগায় ৷ ধ্বংসস্তুপের ভিতর থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় ৷ তাঁকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে ৷
-
Jammu and Kashmir: Four dead, one injured after a boulder fell on a house in Ghordi, Udhampur. pic.twitter.com/5E2OHcCRfz
— ANI (@ANI) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jammu and Kashmir: Four dead, one injured after a boulder fell on a house in Ghordi, Udhampur. pic.twitter.com/5E2OHcCRfz
— ANI (@ANI) March 10, 2020Jammu and Kashmir: Four dead, one injured after a boulder fell on a house in Ghordi, Udhampur. pic.twitter.com/5E2OHcCRfz
— ANI (@ANI) March 10, 2020
দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে ৷