ETV Bharat / bharat

রাজস্থানে যুবতির গায়ে আগুন, গ্রেপ্তার 4 - রাজস্থানে মহিলার গায়ে আগুন

দীপাবলির রাতে যুবতি প্রদীপ জ্বালানোয় ব্যস্ত ছিলেন । সেই সময় অভিযুক্ত ওই যুবতির বাড়িতে ঢোকে ।

Four arrested for setting woman on fire in Rajasthan
Four arrested for setting woman on fire in Rajasthan
author img

By

Published : Nov 17, 2020, 10:57 PM IST

জয়পুর(রাজস্থান), 17 নভেম্বর : বছর 35-এর এক যুবতিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়ায় তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হল রাজস্থানের জয়পুরে । ওই যুবতির শরীরের প্রায় 70 শতাংশ পুড়ে গেছে । খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন যুবতি । ঘটনায় রাজস্থান পুলিশ 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি শনিবার রাতে ঘটেছে । দীপাবলির রাতে যুবতি প্রদীপ জ্বালানোয় ব্যস্ত ছিলেন । সেই সময় অভিযুক্ত ওই যুবতির বাড়িতে ঢোকে । যুবতির পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযু্ক্তকে ধরার ক্ষেত্রে পুলিশ গাফিলতি করছে । আক্রান্ত যুবতির দাবি, মূল অভিযুক্তের বাবা ও তার দুই ভাই দুষ্কর্মের জন্য সহায়তা করেছে ।

সোমবার জয়পুরের সংশ্লিষ্ট থানার SHO মামলা দায়ের করে বলেন, "চলতি বছরের এপ্রিল মাসে ওই যুবতি অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন । অভিযুক্ত ওই যুবতির দূর সম্পর্কের আত্মীয় । বছর দুই আগে ওই অভিযুক্ত মহিলাকে ধর্ষণ করেছিলেন । বয়স 30 বছর । অভিযু্ক্ত পলাতক ছিল ।"

জয়পুর(রাজস্থান), 17 নভেম্বর : বছর 35-এর এক যুবতিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়ায় তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হল রাজস্থানের জয়পুরে । ওই যুবতির শরীরের প্রায় 70 শতাংশ পুড়ে গেছে । খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন যুবতি । ঘটনায় রাজস্থান পুলিশ 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি শনিবার রাতে ঘটেছে । দীপাবলির রাতে যুবতি প্রদীপ জ্বালানোয় ব্যস্ত ছিলেন । সেই সময় অভিযুক্ত ওই যুবতির বাড়িতে ঢোকে । যুবতির পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযু্ক্তকে ধরার ক্ষেত্রে পুলিশ গাফিলতি করছে । আক্রান্ত যুবতির দাবি, মূল অভিযুক্তের বাবা ও তার দুই ভাই দুষ্কর্মের জন্য সহায়তা করেছে ।

সোমবার জয়পুরের সংশ্লিষ্ট থানার SHO মামলা দায়ের করে বলেন, "চলতি বছরের এপ্রিল মাসে ওই যুবতি অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন । অভিযুক্ত ওই যুবতির দূর সম্পর্কের আত্মীয় । বছর দুই আগে ওই অভিযুক্ত মহিলাকে ধর্ষণ করেছিলেন । বয়স 30 বছর । অভিযু্ক্ত পলাতক ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.