ETV Bharat / bharat

বেলা 12 টা 15 মিনিট 15 সেকেন্ড, অভিজিৎ ক্ষণেই ভিত্তিপ্রস্তরের প্রস্তুতি মোদির - ayodhya ram mandir

ভোরে কৈলাসপতি পুজো । সকাল আটটায় মহানির্বাণ যজ্ঞ । বেলা বেলা 12 টা 15মিনিট 15 সেকেন্ডে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 4, 2020, 10:25 PM IST

490 বছরের বিতর্ক । বহু ইতিহাস, ঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান । গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পর, এবার অযোধ্যার জমিতেই গড়ে উঠছে রামলালার মন্দির । ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা নগরী । নানা পবিত্র স্থানের মাটি, নানা নদীর জল সংগ্রহ দেশের নানা প্রান্তের সাধু-সন্ন্যাসীদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে মহাসমারোহে আয়োজন করা হয়েছে ভূমিপুজোর । বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অযোধ্যা ।

প্রধানমন্ত্রী অযোধ্যায় পৌঁছানোর পূর্বের সূচি

  • ভোর 4টা বেজে 30 মিনিট নাগাদ কৈলাসপতি পুজো হবে ।
  • এরপর সকাল 6 টা বেজে 30 মিনিটে রামানন্দ যজ্ঞ হবে ।
  • সকাল আটটার সময় মহানির্বাণ যজ্ঞ হবে ।
  • এরপর ধীরে ধীরে আগত অতিথিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।

অযোধ্যায় প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল 9 টা 35 মিনিটে দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী । বেলা 12 টা 15মিনিট 15 সেকেন্ডে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি । তারপর দুপুর 2টো বেজে 5 মিনিট নাগাদ হেলিপ্যাডের উদ্দেশে রওনা । সেখান থেকে দুপুর 2টো 20 মিনিট নাগাদ দিল্লি পাড়ি দেবেন ।

কারা থাকবেন অনুষ্ঠান মঞ্চে

image
অযোধ্যার ভূমিপুজোর আমন্ত্রণপত্র

মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্য়াটেল, যোগী আদিত্যনাথ । এছাড়াও থাকছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রেসিডেন্ট মহন্ত নৃত্যগোপাল দাস । উপস্থিত থাকার কথা রয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনেরাল সেক্রেটারি চম্পত রাই ।

আমন্ত্রিত 175 জন অতিথির মধ্যে 135 জন সাধু-সন্ন্যাসী । থাকতে পারেন ইকবাল আনসারি । রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার অন্যতম মামলাকারী । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রবীণ BJP নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলিমনোহর জোশির ।

মূল অনুষ্ঠানের দায়িত্বে কারা

কাশী বিদ্যা পরিষদ থেকে তিন পণ্ডিত রয়েছেন ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে । তাঁদের নাম রামনারায়ণ দ্বিবেদী, পণ্ডিত বিনয়কুমার পাণ্ডে, রামচন্দ্র পাণ্ডে । তাঁরা জানিয়েছেন, 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে অর্থাৎ অভিজিৎ ক্ষণে হবে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান । এই অভিজিৎ ক্ষণে জন্মেছিলেন ভগবান রামচন্দ্র । এই পণ্ডিতদের সঙ্গে থাকবেন প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস ।

image
কখন কোথায় প্রধানমন্ত্রী

আমন্ত্রণপত্রে থাকবে সিকিওরিটি কোড

আমন্ত্রিত অতিথির সংখ্যা 175 । প্রত্যেকের বাড়ি বাড়ি এই কার্ড পৌঁছে দেওয়া হয়েছে । রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনেরাল সেক্রেটারি চম্পত রাই জানাচ্ছেন, যাঁরা অযোধ্যায় রয়েছেন, তাঁদের সোমবার আমন্ত্রণ জানানো হয়েছে । বাকিদের বেশ কয়েকদিন আগে থেকেই আমন্ত্রণ জানানোর কাজ চলে । এই আমন্ত্রণ পত্রে থাকবে সিকিওরিটি কোর্ড । সেখানে দেওয়া থাকবে একটি সিরিয়াল নম্বর । যা মূল গেটে চেক করবে নিরাপত্তারক্ষীরা । এই আমন্ত্রণ পত্র একবারই ব্যবহার করা যাবে ।

প্রবেশে নিষেধাজ্ঞা

প্রবেশের সময় কোনও বৈদ্যুতিন সরঞ্জাম, মোবাইল, ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না । মূল এলাকায় কোনও অতিথিকেই গাড়ি রাখার অনুমতি দেওয়া হবে না ।

কোথায় পার্কিং

সামনের অম্বা মন্দির চত্বরে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা । পার্কিং চত্বর থেকে মূল মঞ্চের দূরত্ব 250 পা ।

নিরাপত্তা

আঁটোসাঁটো নিরাপত্তা । উত্তরপ্রদেশ পুলিশ ও সশস্ত্র সীমা বল সদা তৎপর । জেলাগুলির সীমান্তে নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। গোরখপুরের ADG দাওয়া শেরপা জানিয়েছেন, মহারাজাগঞ্জ,সিদ্ধার্থনগর, শ্রাবস্তী সহ একাধিক এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ।

490 বছরের বিতর্ক । বহু ইতিহাস, ঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান । গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পর, এবার অযোধ্যার জমিতেই গড়ে উঠছে রামলালার মন্দির । ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা নগরী । নানা পবিত্র স্থানের মাটি, নানা নদীর জল সংগ্রহ দেশের নানা প্রান্তের সাধু-সন্ন্যাসীদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে মহাসমারোহে আয়োজন করা হয়েছে ভূমিপুজোর । বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অযোধ্যা ।

প্রধানমন্ত্রী অযোধ্যায় পৌঁছানোর পূর্বের সূচি

  • ভোর 4টা বেজে 30 মিনিট নাগাদ কৈলাসপতি পুজো হবে ।
  • এরপর সকাল 6 টা বেজে 30 মিনিটে রামানন্দ যজ্ঞ হবে ।
  • সকাল আটটার সময় মহানির্বাণ যজ্ঞ হবে ।
  • এরপর ধীরে ধীরে আগত অতিথিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।

অযোধ্যায় প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল 9 টা 35 মিনিটে দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী । বেলা 12 টা 15মিনিট 15 সেকেন্ডে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি । তারপর দুপুর 2টো বেজে 5 মিনিট নাগাদ হেলিপ্যাডের উদ্দেশে রওনা । সেখান থেকে দুপুর 2টো 20 মিনিট নাগাদ দিল্লি পাড়ি দেবেন ।

কারা থাকবেন অনুষ্ঠান মঞ্চে

image
অযোধ্যার ভূমিপুজোর আমন্ত্রণপত্র

মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্য়াটেল, যোগী আদিত্যনাথ । এছাড়াও থাকছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রেসিডেন্ট মহন্ত নৃত্যগোপাল দাস । উপস্থিত থাকার কথা রয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনেরাল সেক্রেটারি চম্পত রাই ।

আমন্ত্রিত 175 জন অতিথির মধ্যে 135 জন সাধু-সন্ন্যাসী । থাকতে পারেন ইকবাল আনসারি । রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার অন্যতম মামলাকারী । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রবীণ BJP নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলিমনোহর জোশির ।

মূল অনুষ্ঠানের দায়িত্বে কারা

কাশী বিদ্যা পরিষদ থেকে তিন পণ্ডিত রয়েছেন ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে । তাঁদের নাম রামনারায়ণ দ্বিবেদী, পণ্ডিত বিনয়কুমার পাণ্ডে, রামচন্দ্র পাণ্ডে । তাঁরা জানিয়েছেন, 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে অর্থাৎ অভিজিৎ ক্ষণে হবে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান । এই অভিজিৎ ক্ষণে জন্মেছিলেন ভগবান রামচন্দ্র । এই পণ্ডিতদের সঙ্গে থাকবেন প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস ।

image
কখন কোথায় প্রধানমন্ত্রী

আমন্ত্রণপত্রে থাকবে সিকিওরিটি কোড

আমন্ত্রিত অতিথির সংখ্যা 175 । প্রত্যেকের বাড়ি বাড়ি এই কার্ড পৌঁছে দেওয়া হয়েছে । রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনেরাল সেক্রেটারি চম্পত রাই জানাচ্ছেন, যাঁরা অযোধ্যায় রয়েছেন, তাঁদের সোমবার আমন্ত্রণ জানানো হয়েছে । বাকিদের বেশ কয়েকদিন আগে থেকেই আমন্ত্রণ জানানোর কাজ চলে । এই আমন্ত্রণ পত্রে থাকবে সিকিওরিটি কোর্ড । সেখানে দেওয়া থাকবে একটি সিরিয়াল নম্বর । যা মূল গেটে চেক করবে নিরাপত্তারক্ষীরা । এই আমন্ত্রণ পত্র একবারই ব্যবহার করা যাবে ।

প্রবেশে নিষেধাজ্ঞা

প্রবেশের সময় কোনও বৈদ্যুতিন সরঞ্জাম, মোবাইল, ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না । মূল এলাকায় কোনও অতিথিকেই গাড়ি রাখার অনুমতি দেওয়া হবে না ।

কোথায় পার্কিং

সামনের অম্বা মন্দির চত্বরে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা । পার্কিং চত্বর থেকে মূল মঞ্চের দূরত্ব 250 পা ।

নিরাপত্তা

আঁটোসাঁটো নিরাপত্তা । উত্তরপ্রদেশ পুলিশ ও সশস্ত্র সীমা বল সদা তৎপর । জেলাগুলির সীমান্তে নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। গোরখপুরের ADG দাওয়া শেরপা জানিয়েছেন, মহারাজাগঞ্জ,সিদ্ধার্থনগর, শ্রাবস্তী সহ একাধিক এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.