সাহিবগঞ্জ, 28 সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলায় জুরাসিক যুগের পাতার জীবাশ্ম খুঁজে পেলেন ভূতত্ত্ববিদরা । জেলার তালঝারি এলাকার দুধকোল পাহাড়ে গতকাল জীবাশ্মে পরিণত হওয়া 20 সেমি দীর্ঘ ও 5 সেমি প্রস্থ বিশিষ্ট দু'টি জেনাস টিলোফিলাম খুঁজে পান তাঁরা । তাঁদের অনুমান, এর বয়স হতে পারে আনুমানিক 15 থেকে 20 কোটি বছর ।
সাহিবগঞ্জ পিজি কলেজের শীর্ষ ভূতাত্ত্বিক ও সহকারি অধ্যাপক রঞ্জিতকুমার সিং জানান, এবিষয়ে আরও গবেষণা চলছে । কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের একটি প্রকল্পের আওতায় লখনউয়ের ন্যাশনাল বোটানিকাল রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে খনন করা হচ্ছে ।
ভূতত্ত্ববিদ রঞ্জিতকুমার সিং বলেন, "তৃণভোজী ডাইনোসররা মূলত এই ধরনের পাতা খেত । আপার জুরাসিক থেকে ক্রিট্যাসিয়াস সময়ের ছোটো ছোটো জীবাশ্মগুলি আগে এই অঞ্চলে পাওয়া গিয়েছিল ।" আরও খনন করে জীবাশ্মের আকারে ডাইনোসরের ডিমও খুঁজে পেতে পারেন বলে দাবি করেছেন তিনি । তাঁর কথায়, "আমি এবং আমার টিম গত 12 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছি । তবে এর আগে আমরা এই ধরনের জীবাশ্ম খুঁজে পাইনি ।"
এর আগে পার্শ্ববর্তী পাকুর জেলার সোনাঝাড়ি ও সাহিবগঞ্জের মহারাজপুর, তারপাহাড়, গরমি পাহাড় ও বারহারওয়া এলাকায় বেশ কয়েকটি জীবাশ্ম পাওয়া যায় । এই অঞ্চলে পুরোনো আরও জীবাশ্মের খোঁজ পাওয়া যেতে পারে বলেই ভূতত্ত্ববিদদের অনুমান ।