ETV Bharat / bharat

প্রয়াত তেলাঙ্গানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিমহা রেড্ডি - প্রয়াত তেলাঙ্গানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিমহা রেড্ডি

28 সেপ্টেম্বর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে তাঁর ৷ এরপর হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানে কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থও হয়ে ওঠেন ৷

Former Telangana Minister Naini Narshimha Reddy passes away
প্রয়াত তেলাঙ্গানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিমহা রেড্ডি
author img

By

Published : Oct 22, 2020, 11:14 AM IST

হায়দরাবাদ, 22 অক্টোবর : প্রয়াত তেলাঙ্গানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বর্ষীয়ান নেতা নয়নি নরসিমহা রেড্ডি ৷ বয়স হয়েছিল 86 বছর ৷ গতরাতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ আজ নয়নি নরসিমহা রেড্ডির মরদেহ বানজারা হিলসের মন্ত্রীদের কোয়ার্টারে নিয়ে যাওয়া হবে ৷

28 সেপ্টেম্বর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে তাঁর ৷ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানে কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন ৷ এরপর তিনদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তাঁকে জুবিলি হিলসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ ভেন্টিলেটরে রাখা হয় ৷ এরপর গতরাতে তিনি মারা যান ৷

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ তেলাঙ্গানাকে পৃথক রাজ্য গড়ার আন্দোলনের সময় তাঁর অবদানের কথা স্মরণ করেন তিনি । পাশাপাশি প্রয়াত মন্ত্রীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ৷

হায়দরাবাদ, 22 অক্টোবর : প্রয়াত তেলাঙ্গানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বর্ষীয়ান নেতা নয়নি নরসিমহা রেড্ডি ৷ বয়স হয়েছিল 86 বছর ৷ গতরাতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ আজ নয়নি নরসিমহা রেড্ডির মরদেহ বানজারা হিলসের মন্ত্রীদের কোয়ার্টারে নিয়ে যাওয়া হবে ৷

28 সেপ্টেম্বর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে তাঁর ৷ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানে কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন ৷ এরপর তিনদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তাঁকে জুবিলি হিলসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ ভেন্টিলেটরে রাখা হয় ৷ এরপর গতরাতে তিনি মারা যান ৷

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ তেলাঙ্গানাকে পৃথক রাজ্য গড়ার আন্দোলনের সময় তাঁর অবদানের কথা স্মরণ করেন তিনি । পাশাপাশি প্রয়াত মন্ত্রীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.