ETV Bharat / bharat

AIIMS-এ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং

author img

By

Published : Sep 13, 2020, 1:28 PM IST

Updated : Sep 13, 2020, 2:27 PM IST

প্রয়াত প্রাক্তন RJD নেতা রঘুবংশ প্রসাদ সিং । আজ AIIMS-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

raghu
raghu

দিল্লি, 13 সেপ্টেম্বর : প্রয়াত বিহারের রাজনীতিবিদ এবং প্রাক্তন RJD নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং । বয়স হয়েছিল 74 বছর ।

আজ সকালে দিল্লির AIIMS-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । কোভিডের পরবর্তী শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন । ভেন্টিলশনে ছিলেন তিনি ।

জুন মাসে কোরোনায় আক্রান্ত হন রঘুবংশ সিং । সেইসময়েই তাঁকে AIIMS-এ ভরতি করা হয় । দীর্ঘ সময়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি ।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সঙ্গে দলের ভার সামলেছেন রঘুবংশ । সম্প্রতি দল হাতে লেখা ইস্তফাপত্র দেন । লালুপ্রসাদের উদ্দেশে লেখেন, “কারপুরি ঠাকুরের মৃত্যুর পর থেকে আমি আপনার পাশে 32 বছর দাঁড়িয়েছি । কিন্তু আর না ।” হাতের লেখা তাঁর কেপে গিয়েছিল । ইস্তফাপত্রে দলের ভালোবাসা এবং সহযোগিতার কথা উল্লেখ করতে ভোলেননি তিনি ।

যদিও তাঁর এই ইস্তফা মেনে নেননি লালুপ্রসাদ । উত্তরে তিনিও হাতে লেখা একটি চিঠি পাঠান । লেখেন, “আমি বিশ্বাস করতে পারছি না । আগে আপনি সুস্থ হন । তারপর আমরা কথা বলব । আপনি কোথাও যাচ্ছেন না । একথা জেনে রাখুন ।”

আজ সকালে মৃত্যুর খবর আসে রঘুবংশ প্রসাদের । কিছুক্ষণ পরেই টুইট করেন লালুপ্রসাদ । লেখেন, “প্রিয় রঘুবংশবাবু ! আপনি কোথায় গেলেন ? আমি গত পরষুই আপনাকে বললাম, আপনি কোথাও যাচ্ছেন না । কিন্তু আপনি অনেক দূরে চলে গেলেন । আমি বাকরুদ্ধ । আমি শোকস্তব্ধ । আপনার কথা খুব মনে পড়বে ।”

রঘুবংশ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । শোকপ্রকাশ করেছেন CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ।

দিল্লি, 13 সেপ্টেম্বর : প্রয়াত বিহারের রাজনীতিবিদ এবং প্রাক্তন RJD নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং । বয়স হয়েছিল 74 বছর ।

আজ সকালে দিল্লির AIIMS-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । কোভিডের পরবর্তী শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন । ভেন্টিলশনে ছিলেন তিনি ।

জুন মাসে কোরোনায় আক্রান্ত হন রঘুবংশ সিং । সেইসময়েই তাঁকে AIIMS-এ ভরতি করা হয় । দীর্ঘ সময়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি ।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সঙ্গে দলের ভার সামলেছেন রঘুবংশ । সম্প্রতি দল হাতে লেখা ইস্তফাপত্র দেন । লালুপ্রসাদের উদ্দেশে লেখেন, “কারপুরি ঠাকুরের মৃত্যুর পর থেকে আমি আপনার পাশে 32 বছর দাঁড়িয়েছি । কিন্তু আর না ।” হাতের লেখা তাঁর কেপে গিয়েছিল । ইস্তফাপত্রে দলের ভালোবাসা এবং সহযোগিতার কথা উল্লেখ করতে ভোলেননি তিনি ।

যদিও তাঁর এই ইস্তফা মেনে নেননি লালুপ্রসাদ । উত্তরে তিনিও হাতে লেখা একটি চিঠি পাঠান । লেখেন, “আমি বিশ্বাস করতে পারছি না । আগে আপনি সুস্থ হন । তারপর আমরা কথা বলব । আপনি কোথাও যাচ্ছেন না । একথা জেনে রাখুন ।”

আজ সকালে মৃত্যুর খবর আসে রঘুবংশ প্রসাদের । কিছুক্ষণ পরেই টুইট করেন লালুপ্রসাদ । লেখেন, “প্রিয় রঘুবংশবাবু ! আপনি কোথায় গেলেন ? আমি গত পরষুই আপনাকে বললাম, আপনি কোথাও যাচ্ছেন না । কিন্তু আপনি অনেক দূরে চলে গেলেন । আমি বাকরুদ্ধ । আমি শোকস্তব্ধ । আপনার কথা খুব মনে পড়বে ।”

রঘুবংশ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । শোকপ্রকাশ করেছেন CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ।

Last Updated : Sep 13, 2020, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.