ETV Bharat / bharat

এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় - এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । অস্ত্রোপচারের পরেও সংকটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

pranab
ফাইল ছবি
author img

By

Published : Aug 11, 2020, 2:13 PM IST

Updated : Aug 11, 2020, 6:00 PM IST

দিল্লি, 11 অগাস্ট : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । অস্ত্রোপচারের পরেও সংকটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । মাথায় আঘাত লাগার কারণে রক্ত জমাট বেঁধে যায় প্রাক্তন রাষ্ট্রপতির । তাঁর অস্ত্রোপচার করা হয় । অস্ত্রোপচারের পরেও বিপদ কাটেনি । ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতির মাথার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে । জমাট বাঁধা রক্ত বের করা গেছে । পর্যবেক্ষণে রয়েছেন তিনি । এরপর হাসপাতালের তরফে জানানো হয়, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় ।

গত সকালে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইটবার্তার মাধ্যমে জানান প্রণববাবু । ওই হাসপাতালে ভরতিও হন । টুইটবার্তায় তিনি লেখেন, অন্য কারণে হাসপাতাল এসেছিলেন । সেখানে কোরোনা পরীক্ষা করান । তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

প্রণব মুখোপাধ্য়ায়ের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতিসহ দেশের একাধিক বিশিষ্টজন, নেতা ও মন্ত্রী । প্রণববাবুর স্বাস্থ্য নিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি । অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়রা আরোগ্য কামনা করে টুইট করেছেন ।

দিল্লি, 11 অগাস্ট : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । অস্ত্রোপচারের পরেও সংকটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । মাথায় আঘাত লাগার কারণে রক্ত জমাট বেঁধে যায় প্রাক্তন রাষ্ট্রপতির । তাঁর অস্ত্রোপচার করা হয় । অস্ত্রোপচারের পরেও বিপদ কাটেনি । ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতির মাথার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে । জমাট বাঁধা রক্ত বের করা গেছে । পর্যবেক্ষণে রয়েছেন তিনি । এরপর হাসপাতালের তরফে জানানো হয়, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় ।

গত সকালে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইটবার্তার মাধ্যমে জানান প্রণববাবু । ওই হাসপাতালে ভরতিও হন । টুইটবার্তায় তিনি লেখেন, অন্য কারণে হাসপাতাল এসেছিলেন । সেখানে কোরোনা পরীক্ষা করান । তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

প্রণব মুখোপাধ্য়ায়ের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতিসহ দেশের একাধিক বিশিষ্টজন, নেতা ও মন্ত্রী । প্রণববাবুর স্বাস্থ্য নিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি । অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়রা আরোগ্য কামনা করে টুইট করেছেন ।

Last Updated : Aug 11, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.