ETV Bharat / bharat

এখনও গভীর কোমায়, বিশেষ পর্যবেক্ষণে প্রণব মুখোপাধ্যায়

author img

By

Published : Aug 22, 2020, 12:28 PM IST

শারীরিক অবস্থার উন্নতি হয়নি প্রণব মুখোপাধ্যায়ের । তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল । তিনি এখনও ভেন্টিলেটরে রয়েছেন ।

pranab
pranab - ANI

দিল্লি, 22 অগাস্ট : আজ সকালেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি প্রণব মুখোপাধ্যায়ের । গভীর কোমায় আচ্ছন্ন । ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে । ভেন্টিলেশনেই রয়েছেন তিনি ।

আজ সকালে দিল্লির সেনা হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করা হয় । তারা জানায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আজও কোনও উন্নতি হয়নি । তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল । তিনি এখনও ভেন্টিলেটরে রয়েছেন ।

প্রায় 12 দিন দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন প্রণববাবু । মাথায় আঘাত লাগার কারণে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । তাঁর কোরোনা সংক্রমণও ধরা পড়ে । জরুরিকালীন ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা । জমাট বাঁধা রক্ত বের করা হয় । কিন্তু সংকট কাটেনি ও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি । ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে ।

  • The condition of former president Pranab Mukherjee remains unchanged this morning. He is deeply comatose and is being treated for respiratory infection. His vital parameters are stable and he continues to be on ventilatory support: Army Hospital (R&R), Delhi Cantt (File Photo) pic.twitter.com/InDdaO90oh

    — ANI (@ANI) August 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি তাঁর ফুসফুসে সংক্রমণ লক্ষ্য করেন চিকিৎসকরা । তার চিকিৎসা শুরু হয় । বৃহস্পতিবার শ্বাসক্রিয়ায় উন্নতি লক্ষ্য করা যায় । এখনও সেই চিকিৎসা চলছে । বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল প্রণব মুখোপাধ্যায়কে প্রতিনিয়ত পর্যবেক্ষণে রেখেছেন ।

দিল্লি, 22 অগাস্ট : আজ সকালেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি প্রণব মুখোপাধ্যায়ের । গভীর কোমায় আচ্ছন্ন । ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে । ভেন্টিলেশনেই রয়েছেন তিনি ।

আজ সকালে দিল্লির সেনা হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করা হয় । তারা জানায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আজও কোনও উন্নতি হয়নি । তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল । তিনি এখনও ভেন্টিলেটরে রয়েছেন ।

প্রায় 12 দিন দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন প্রণববাবু । মাথায় আঘাত লাগার কারণে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । তাঁর কোরোনা সংক্রমণও ধরা পড়ে । জরুরিকালীন ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা । জমাট বাঁধা রক্ত বের করা হয় । কিন্তু সংকট কাটেনি ও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি । ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে ।

  • The condition of former president Pranab Mukherjee remains unchanged this morning. He is deeply comatose and is being treated for respiratory infection. His vital parameters are stable and he continues to be on ventilatory support: Army Hospital (R&R), Delhi Cantt (File Photo) pic.twitter.com/InDdaO90oh

    — ANI (@ANI) August 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি তাঁর ফুসফুসে সংক্রমণ লক্ষ্য করেন চিকিৎসকরা । তার চিকিৎসা শুরু হয় । বৃহস্পতিবার শ্বাসক্রিয়ায় উন্নতি লক্ষ্য করা যায় । এখনও সেই চিকিৎসা চলছে । বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল প্রণব মুখোপাধ্যায়কে প্রতিনিয়ত পর্যবেক্ষণে রেখেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.