ETV Bharat / bharat

ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে, এখনও কোমায় প্রণব মুখোপাধ্যায় - former president pranab mukherjee continues to be in deep coma

এখনও গভীর কোমায় ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রণব মুখোপাধ্যায় ৷

ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে, গভীর কোমাতেই প্রণব মুখোপাধ্যায়
ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে, গভীর কোমাতেই প্রণব মুখোপাধ্যায়
author img

By

Published : Aug 30, 2020, 1:54 PM IST

দিল্লি, 30 অগাস্ট: প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে ৷ তিনি এখনও কোমায় রয়েছেন ৷ আজ মেডিকেল বুলেটিনে জানাল দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতাল ৷

দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছে ৷ আজ তাঁর রেনাল প্যারামিটারগুলির কিছুটা উন্নতি হয়েছে । তিনি কোমায় রয়েছেন ৷ তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা রয়েছে ৷ তাঁর অবস্থা হেমোডায়নামিকালি স্টেবল ৷"

চলতি মাসের 10 তারিখ পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখোপাধ্যায় ৷ হাসপাতালে ভরতি হন তিনি ৷ মাথায় অস্ত্রোপচার হয় ৷ সফলভাবে মাথা থেকে বের করা হয় জমাট বাঁধা রক্ত ৷ কিন্তু তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে । প্রসঙ্গত, সেদিন হাসপাতালে গিয়ে কোরোনা পরীক্ষাও করান প্রণববাবু ৷ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

দিল্লি, 30 অগাস্ট: প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে ৷ তিনি এখনও কোমায় রয়েছেন ৷ আজ মেডিকেল বুলেটিনে জানাল দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতাল ৷

দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছে ৷ আজ তাঁর রেনাল প্যারামিটারগুলির কিছুটা উন্নতি হয়েছে । তিনি কোমায় রয়েছেন ৷ তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা রয়েছে ৷ তাঁর অবস্থা হেমোডায়নামিকালি স্টেবল ৷"

চলতি মাসের 10 তারিখ পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখোপাধ্যায় ৷ হাসপাতালে ভরতি হন তিনি ৷ মাথায় অস্ত্রোপচার হয় ৷ সফলভাবে মাথা থেকে বের করা হয় জমাট বাঁধা রক্ত ৷ কিন্তু তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে । প্রসঙ্গত, সেদিন হাসপাতালে গিয়ে কোরোনা পরীক্ষাও করান প্রণববাবু ৷ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.