ETV Bharat / bharat

প্রয়াত নৌ সেনা অ্যাডমিরাল সুশীল কুমার

author img

By

Published : Nov 27, 2019, 3:56 PM IST

Updated : Nov 27, 2019, 5:49 PM IST

কার্গিল যুদ্ধের সময় নৌ সেনা প্রধান হিসেবে নৌবাহিনীকে নেতৃত্ব দেন তিনি । যুদ্ধ ক্ষেত্রে জল ও স্থলে সমান পারদর্শী ছিলেন । প্রয়াত প্রাক্তন নৌ সেনা অ্যাডমিরাল সুশীল কুমার ।

Admiral Sushil Kumar
সুশীল কুমার


দিল্লি, 27 নভেম্বর : প্রয়াত প্রাক্তন নৌ সেনা অ্যাডমিরাল সুশীল কুমার । বয়স হয়েছিল 79 । বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি । ভরতি ছিলেন দিল্লির সেনা হাসপাতালে ।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে নৌ সেনার অ্যাডমিরাল পদে ছিলেন সুশীল কুমার । কার্গিল যুদ্ধের সময় নৌ সেনা প্রধান হিসেবে নৌবাহিনীকে নেতৃত্ব দেন তিনি । যুদ্ধ ক্ষেত্রে জল ও স্থলে সমান পারদর্শী ছিলেন । কাজের জন্য তিনি 17 টি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন ।

শেষের দিকে তিনি অটল বিহারী বাজপেয়ী ও তাঁর জমানায় নৌ সেনা প্রধান হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে লেখেন "আ প্রাইম মিনিস্টার টু রিমেমবার : মেমোরি অফ আ মিলিটারি চিফ" ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন । লেখেন, কাজের জন্য দেশবাসী তাঁকে মনে রাখবে ।

  • Admiral Sushil Kumar will be remembered for his great service to the nation. He contributed to the strengthening of our maritime security. Anguished by his demise. May his soul rest in peace: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


দিল্লি, 27 নভেম্বর : প্রয়াত প্রাক্তন নৌ সেনা অ্যাডমিরাল সুশীল কুমার । বয়স হয়েছিল 79 । বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি । ভরতি ছিলেন দিল্লির সেনা হাসপাতালে ।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে নৌ সেনার অ্যাডমিরাল পদে ছিলেন সুশীল কুমার । কার্গিল যুদ্ধের সময় নৌ সেনা প্রধান হিসেবে নৌবাহিনীকে নেতৃত্ব দেন তিনি । যুদ্ধ ক্ষেত্রে জল ও স্থলে সমান পারদর্শী ছিলেন । কাজের জন্য তিনি 17 টি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন ।

শেষের দিকে তিনি অটল বিহারী বাজপেয়ী ও তাঁর জমানায় নৌ সেনা প্রধান হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে লেখেন "আ প্রাইম মিনিস্টার টু রিমেমবার : মেমোরি অফ আ মিলিটারি চিফ" ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন । লেখেন, কাজের জন্য দেশবাসী তাঁকে মনে রাখবে ।

  • Admiral Sushil Kumar will be remembered for his great service to the nation. He contributed to the strengthening of our maritime security. Anguished by his demise. May his soul rest in peace: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Mumbai, Nov 27 (ANI): Shiv Sena Chief and 'Maha Vikas Aghadi' (NCP-Congress-Shiv Sena alliance) Chief Minister candidate, Uddhav Thackeray reached Raj Bhawan in Mumbai on Nov 27. His wife Rashmi also accompanied him. They met Maharashtra Governor Bhagat Singh Koshyari.
Last Updated : Nov 27, 2019, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.