ETV Bharat / bharat

হাসপাতালে শিবু সোরেন

author img

By

Published : Aug 24, 2020, 8:43 PM IST

22 অগাস্ট শিবু সোরেনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছিল । আজ তাঁকে রাঁচির মেদান্ত হাসপাতালে ভরতি করা হয় ।

Shibu Soren in hospital
শিবু সোরেন

রাঁচি, 24 অগাস্ট : রাঁচির মেদান্ত হাসপাতালে ভরতি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো শিবু সোরেন । 22 অগাস্ট তাঁর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । কোরোনায় আক্রান্ত তাঁর স্ত্রী রূপি সোরেনও । সেদিন থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন শিবু সোরেন । এরপর আজ JMM প্রধানকে হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক তথা মুখপাত্র বিনোদ পাণ্ডে জানিয়েছেন, "সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । সবকিছু স্বাভাবিকই রয়েছে ।"

রাজনৈতিক মহলে গুরুজি নামে পরিচিত শিবু সোরেন । দলের তরফে জানানো হয়েছে, "প্রতি তিন-চার মাস অন্তর স্বাস্থ্যপরীক্ষার জন্য দিল্লির মেদান্ত হাসপাতালে যান JMM সুপ্রিমো । এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয় । যেহেতু, তাঁর কোরোনা হয়েছে, তাই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন । সেইমতো তাঁকে রাঁচির মেদান্ত হাসপাতালে ভরতি করা হয় ।"

আরও পড়ুন : কোরোনায় আক্রান্ত সস্ত্রীক শিবু সোরেন

অন্যদিকে, ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্তও কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ কিছুদিন আগে তিনি মন্ত্রিসভার বৈঠকে গেছিলেন ৷ সেখান থেকে ফেরার পর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ স্বাস্থ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হওয়ায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ মন্ত্রিসভার বাকি সদস্যরা নিজেদের হোম আইসোলেশনে রেখেছেন ৷ বছর পঞ্চাশের বন্যা গুপ্ত, হেমন্ত সোরেনের মন্ত্রিসভার দ্বিতীয় ক্যাবিনেট মন্ত্রী যিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তিনি জামশেদপুর (পশ্চিম) এর বিধায়ক ৷

রাঁচি, 24 অগাস্ট : রাঁচির মেদান্ত হাসপাতালে ভরতি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো শিবু সোরেন । 22 অগাস্ট তাঁর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । কোরোনায় আক্রান্ত তাঁর স্ত্রী রূপি সোরেনও । সেদিন থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন শিবু সোরেন । এরপর আজ JMM প্রধানকে হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক তথা মুখপাত্র বিনোদ পাণ্ডে জানিয়েছেন, "সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । সবকিছু স্বাভাবিকই রয়েছে ।"

রাজনৈতিক মহলে গুরুজি নামে পরিচিত শিবু সোরেন । দলের তরফে জানানো হয়েছে, "প্রতি তিন-চার মাস অন্তর স্বাস্থ্যপরীক্ষার জন্য দিল্লির মেদান্ত হাসপাতালে যান JMM সুপ্রিমো । এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয় । যেহেতু, তাঁর কোরোনা হয়েছে, তাই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন । সেইমতো তাঁকে রাঁচির মেদান্ত হাসপাতালে ভরতি করা হয় ।"

আরও পড়ুন : কোরোনায় আক্রান্ত সস্ত্রীক শিবু সোরেন

অন্যদিকে, ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্তও কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ কিছুদিন আগে তিনি মন্ত্রিসভার বৈঠকে গেছিলেন ৷ সেখান থেকে ফেরার পর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ স্বাস্থ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হওয়ায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ মন্ত্রিসভার বাকি সদস্যরা নিজেদের হোম আইসোলেশনে রেখেছেন ৷ বছর পঞ্চাশের বন্যা গুপ্ত, হেমন্ত সোরেনের মন্ত্রিসভার দ্বিতীয় ক্যাবিনেট মন্ত্রী যিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তিনি জামশেদপুর (পশ্চিম) এর বিধায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.