ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত হয়ে প্রয়াত তিরুমালা মন্দিরের প্রাক্তন প্রধান পুরোহিত - কোরোনায় মৃত্যু প্রধান পুরোহিতের

কোরোনায় আক্রান্ত হয়ে প্রয়াত তিরুমালা তিরুপতি দেবাস্থানামস (TTD)-এর প্রাক্তন প্রধান পুরোহিত শ্রীনিবাসামূর্তি দীক্ষিতুলু । তিন দশকেরও বেশি সময় ধরে TTD-র সঙ্গে যুক্ত ছিলেন তিনি ।

Tirumala temple
Tirumala temple
author img

By

Published : Jul 20, 2020, 8:59 PM IST

Updated : Jul 20, 2020, 10:03 PM IST

তিরুপতি, 20 জুলাই : প্রয়াত তিরুমালা তিরুপতি দেবাস্থানামস (TTD)-এর প্রাক্তন প্রধান পুরোহিত শ্রীনিবাসামূর্তি দীক্ষিতুলু । আজ শ্রী ভেঙ্কটেশ্বরা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (SVIMS) COVID কেয়ার ফেসিলিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পর শনিবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । তাঁর ডায়াবেটিস ও কিডনির সমস্যা ছিল বলেও জানিয়েছেন SVIMS-এর ডিরেক্টর ডা. বি ভেঙ্গাম্মা ।

শতাব্দীর পর শতাব্দী বংশপরম্পরায় বিখ্যাত তিরুমালা মন্দিরে পুরোহিত হিসেবে সেবা করে আসা চারটি প্রধান বংশের মধ্যে অর্চাকম পেদ্দিন্তি পরিবারের সদস্য ছিলেন শ্রীনিবাসামূর্তি । দু'দশক ধরে তিরুমালা মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তিনি । 2018 সালে তেলুগু দেশম পার্টি (TDP) ক্ষমতায় থাকাকালীন আরও তিন পুরোহিতের সঙ্গে তাঁকে পদত্যাগে বাধ্য করে । কোরোনা সংক্রমণে মৃত্যু হওয়ায় নিয়ম মেনে শেষকৃত্যের কোনও আচার অনুষ্ঠান পালন করা হবে না বলেই জানানো হয়েছে । COVID-19 প্রোটোকল মেনেই হাতির পিঠে করে মৃতের বাড়িতে আগুন, চন্দন কাঠ ও অন্যান্য পবিত্র জিনিসপত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে TTD কর্তৃপক্ষ ।

8 জুন মন্দির খুলে দেওয়ার পর থেকে 140 জন TTD কর্মীর কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । তিরুমালার 50 জন পুরোহিতের মধ্যে 15 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । ইতিমধ্যেই, মন্দির পুনরায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত এ ভি রামানা দীক্ষিতুলু ।

তিরুপতি, 20 জুলাই : প্রয়াত তিরুমালা তিরুপতি দেবাস্থানামস (TTD)-এর প্রাক্তন প্রধান পুরোহিত শ্রীনিবাসামূর্তি দীক্ষিতুলু । আজ শ্রী ভেঙ্কটেশ্বরা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (SVIMS) COVID কেয়ার ফেসিলিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পর শনিবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । তাঁর ডায়াবেটিস ও কিডনির সমস্যা ছিল বলেও জানিয়েছেন SVIMS-এর ডিরেক্টর ডা. বি ভেঙ্গাম্মা ।

শতাব্দীর পর শতাব্দী বংশপরম্পরায় বিখ্যাত তিরুমালা মন্দিরে পুরোহিত হিসেবে সেবা করে আসা চারটি প্রধান বংশের মধ্যে অর্চাকম পেদ্দিন্তি পরিবারের সদস্য ছিলেন শ্রীনিবাসামূর্তি । দু'দশক ধরে তিরুমালা মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তিনি । 2018 সালে তেলুগু দেশম পার্টি (TDP) ক্ষমতায় থাকাকালীন আরও তিন পুরোহিতের সঙ্গে তাঁকে পদত্যাগে বাধ্য করে । কোরোনা সংক্রমণে মৃত্যু হওয়ায় নিয়ম মেনে শেষকৃত্যের কোনও আচার অনুষ্ঠান পালন করা হবে না বলেই জানানো হয়েছে । COVID-19 প্রোটোকল মেনেই হাতির পিঠে করে মৃতের বাড়িতে আগুন, চন্দন কাঠ ও অন্যান্য পবিত্র জিনিসপত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে TTD কর্তৃপক্ষ ।

8 জুন মন্দির খুলে দেওয়ার পর থেকে 140 জন TTD কর্মীর কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । তিরুমালার 50 জন পুরোহিতের মধ্যে 15 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । ইতিমধ্যেই, মন্দির পুনরায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত এ ভি রামানা দীক্ষিতুলু ।

Last Updated : Jul 20, 2020, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.