ETV Bharat / bharat

প্রয়াত অরুণ জেটলি - undefined

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ বয়স হয়েছিল 66 ৷

পা
author img

By

Published : Aug 24, 2019, 12:40 PM IST

Updated : Aug 24, 2019, 10:54 PM IST

দিল্লি, 24 অগাস্ট : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ আজ বেলা 12টা 07 মিনিটে দিল্লির এই মাসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 66 ৷

  • Delhi: President Ram Nath Kovind pays tribute to former Union Finance Minister Arun Jaitley, who passed away at All India Institute of Medical Sciences, earlier today. pic.twitter.com/AZaxUZh0zO

    — ANI (@ANI) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

9 অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন মন্ত্রীকে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷ হাসপাতালে ভরতি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷

  • Deeply saddened at the untimely passing away of Shri #ArunJaitley. Visited him just daybefore & prayed for his speedy recovery. He was a leader with deep intellect & knowledge, and a voice of reason. He will be dearly missed. My prayers with his family, friends & admirers.

    — Pranab Mukherjee (@CitiznMukherjee) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেশ কিছুদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি ৷ অসুস্থতার কারণেই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথম মোদি মন্ত্রিসভার 'সেকেন্ড ইন কমান্ড' ৷ দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তিনি । ইতিমধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাঁর । সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে । অসুস্থতার কারণে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গয়াল ।

  • Shri Arun Jaitley possessed a unique ability of discharging the most onerous responsibility with poise, passion and studied understanding.

    His passing leaves a huge void in our public life and our intellectual ecosystem. Condolences to his family and associates #PresidentKovind

    — President of India (@rashtrapatibhvn) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুস্থ হলেও তখনই নতুন মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা মৌখিকভাবে মোদিকে জানিয়েছিলেন জেটলি ৷ পরে আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্র মোদিকে লিখিত ভাবে জানিয়ে দেন, নতুন সরকারে আর কোনও দায়িত্বই নিতে পারবেন না তিনি ।

  • With the demise of Arun Jaitley Ji, I have lost a valued friend, whom I have had the honour of knowing for decades. His insight on issues and nuanced understanding of matters had very few parallels. He lived well, leaving us all with innumerable happy memories. We will miss him!

    — Narendra Modi (@narendramodi) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় 15 দিন হাসপাতালে ভরতি থাকার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । অমিত শাহ হায়দরাবাদে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সেই সফর কাটছাঁট করে দ্রুত দিল্লি ফিরছেন । এদিকে, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও চেন্নাই থেকে সফর কাটছাঁট করে দিল্লি ফিরছেন ।

দিল্লি, 24 অগাস্ট : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ আজ বেলা 12টা 07 মিনিটে দিল্লির এই মাসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 66 ৷

  • Delhi: President Ram Nath Kovind pays tribute to former Union Finance Minister Arun Jaitley, who passed away at All India Institute of Medical Sciences, earlier today. pic.twitter.com/AZaxUZh0zO

    — ANI (@ANI) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

9 অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন মন্ত্রীকে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷ হাসপাতালে ভরতি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷

  • Deeply saddened at the untimely passing away of Shri #ArunJaitley. Visited him just daybefore & prayed for his speedy recovery. He was a leader with deep intellect & knowledge, and a voice of reason. He will be dearly missed. My prayers with his family, friends & admirers.

    — Pranab Mukherjee (@CitiznMukherjee) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেশ কিছুদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি ৷ অসুস্থতার কারণেই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথম মোদি মন্ত্রিসভার 'সেকেন্ড ইন কমান্ড' ৷ দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তিনি । ইতিমধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাঁর । সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে । অসুস্থতার কারণে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গয়াল ।

  • Shri Arun Jaitley possessed a unique ability of discharging the most onerous responsibility with poise, passion and studied understanding.

    His passing leaves a huge void in our public life and our intellectual ecosystem. Condolences to his family and associates #PresidentKovind

    — President of India (@rashtrapatibhvn) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুস্থ হলেও তখনই নতুন মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা মৌখিকভাবে মোদিকে জানিয়েছিলেন জেটলি ৷ পরে আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্র মোদিকে লিখিত ভাবে জানিয়ে দেন, নতুন সরকারে আর কোনও দায়িত্বই নিতে পারবেন না তিনি ।

  • With the demise of Arun Jaitley Ji, I have lost a valued friend, whom I have had the honour of knowing for decades. His insight on issues and nuanced understanding of matters had very few parallels. He lived well, leaving us all with innumerable happy memories. We will miss him!

    — Narendra Modi (@narendramodi) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় 15 দিন হাসপাতালে ভরতি থাকার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । অমিত শাহ হায়দরাবাদে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সেই সফর কাটছাঁট করে দ্রুত দিল্লি ফিরছেন । এদিকে, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও চেন্নাই থেকে সফর কাটছাঁট করে দিল্লি ফিরছেন ।

Hyderabad, Aug 24 (ANI): Union Home Minister Amit Shah attended passing out parade of IPS probationers in Hyderabad on August 24. The event held at Sardar Vallabhbhai Patel National Police Academy. The 'Dikshant Parade' of 70 Regular Recruits (RR) has 92 IPS Probationers including 12 women and 11 foreign officers. The 'Dikshant Parade' is the culmination of basic training of 42 weeks followed by practical training.
Last Updated : Aug 24, 2019, 10:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.