ETV Bharat / bharat

প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন - TN Seshan passed away

আজ সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন ।

টি এন সেশন
author img

By

Published : Nov 10, 2019, 11:35 PM IST

Updated : Nov 11, 2019, 6:57 AM IST

চেন্নাই, 10 নভেম্বর : আজ সন্ধ্যায় চেন্নাইয়ে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন । তাঁর বয়স হয়েছিল 87 বছর ।

তিনি 1990 থেকে 1996 সাল পর্যন্ত দেশের 10তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন । তাঁর আমলেই দেশে চালু হয়েছিল সচিত্র ভোটার পরিচয়পত্র । এছাড়া, নির্বাচনী ব্যবস্থায় একাধিক উল্লেখযোগ্য সংস্কার করেছিলেন তিনি ।

1989 সালে তিনি 18তম ভারতের ক্যাবিনেট সচিব হিসেবে নিযুক্ত হন ৷ নির্বাচন কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য টি এন সেশন 1996 সালে রামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছিলেন । দেশের নির্বাচনে জালিয়াতি বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেশন ৷

টুইটারে সেশনের মৃত্যুর খবর জানান প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ডঃ এস ওয়াই কুরেশি ৷ তিনি লেখেন, 'টি এন সেশন কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ তিনি ছিলেন একজন সত্যিকারের কিংবদন্তি ও তাঁর উত্তরসূরিদের জন্য একটি নির্দেশিকা শক্তি ৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করি ৷'

  • Sad to announce that Shri TN Seshan passed away a short while ago. He was a true legend and a guiding force for all his successors. I pray for peace to his soul.

    — Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি টুইট করেন, 'একজন অনবদ্য সরকারি কর্মচারী ছিলেন ৷ নির্বাচনী সংস্কারে তাঁর অবদান আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলেছে ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত ৷'

  • Shri TN Seshan was an outstanding civil servant. He served India with utmost diligence and integrity. His efforts towards electoral reforms have made our democracy stronger and more participative. Pained by his demise. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি টুইট করেন, 'টি এন সেশনের মৃত্যুর খবরে শোকাহত ৷ নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছিলেন ৷ ভারতের গণতন্ত্রে তাঁর অবদান সবাই মনে রাখবে ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ৷'

  • Saddened to know about the demise of T.N. Seshan, a stalwart for free and fair elections. His legendary contribution to democracy will be always remembered. My condolences to his family and many admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চেন্নাই, 10 নভেম্বর : আজ সন্ধ্যায় চেন্নাইয়ে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন । তাঁর বয়স হয়েছিল 87 বছর ।

তিনি 1990 থেকে 1996 সাল পর্যন্ত দেশের 10তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন । তাঁর আমলেই দেশে চালু হয়েছিল সচিত্র ভোটার পরিচয়পত্র । এছাড়া, নির্বাচনী ব্যবস্থায় একাধিক উল্লেখযোগ্য সংস্কার করেছিলেন তিনি ।

1989 সালে তিনি 18তম ভারতের ক্যাবিনেট সচিব হিসেবে নিযুক্ত হন ৷ নির্বাচন কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য টি এন সেশন 1996 সালে রামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছিলেন । দেশের নির্বাচনে জালিয়াতি বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেশন ৷

টুইটারে সেশনের মৃত্যুর খবর জানান প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ডঃ এস ওয়াই কুরেশি ৷ তিনি লেখেন, 'টি এন সেশন কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ তিনি ছিলেন একজন সত্যিকারের কিংবদন্তি ও তাঁর উত্তরসূরিদের জন্য একটি নির্দেশিকা শক্তি ৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করি ৷'

  • Sad to announce that Shri TN Seshan passed away a short while ago. He was a true legend and a guiding force for all his successors. I pray for peace to his soul.

    — Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি টুইট করেন, 'একজন অনবদ্য সরকারি কর্মচারী ছিলেন ৷ নির্বাচনী সংস্কারে তাঁর অবদান আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলেছে ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত ৷'

  • Shri TN Seshan was an outstanding civil servant. He served India with utmost diligence and integrity. His efforts towards electoral reforms have made our democracy stronger and more participative. Pained by his demise. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি টুইট করেন, 'টি এন সেশনের মৃত্যুর খবরে শোকাহত ৷ নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছিলেন ৷ ভারতের গণতন্ত্রে তাঁর অবদান সবাই মনে রাখবে ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ৷'

  • Saddened to know about the demise of T.N. Seshan, a stalwart for free and fair elections. His legendary contribution to democracy will be always remembered. My condolences to his family and many admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Dehradun (Uttarakhand), Nov 09 (ANI): Defence Minister Rajnath Singh on November 9 urged to the countrymen to maintain peace and harmony in the country. Terming the verdict as historic and landmark, he also said that all must respect the verdict of the Supreme Court and the decision shouldn't be taken as somebody's victory or loss. "This decision will strengthen all faith harmony and relationship between people will also be better after this decision," said Singh.
Last Updated : Nov 11, 2019, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.