তিরুবনন্তপুরম, 5 জুন : গুরুতর আহত অবস্থায় একটি বন্য হাতিকে উদ্ধার করলেন কেরালা বনদপ্তরের কর্মীরা । সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের নিলাম্বুর সাউথ ডিভিশনের কাছে হাতিটিকে জখম অবস্থায় তাঁরা দেখতে পান ।
কেরালার বন ও বন্যপ্রাণ সংরক্ষণ মন্ত্রী কে রাজু এই ঘটনার বিষয়ে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন । কীভাবে বনদপ্তরের আধিকারিকরা জখম হাতিটিকে উদ্ধার করলেন তাঁর বিবরণ দেন ।
হাতিটি খুব দুর্বল । কিছু খেতে পারেনি, তাই ডিহাইড্রেশনও হয়েছে । তার প্রাথমিক চিকিৎসা করেন বনদপ্তরের পশু চিকিৎসকরা । সঠিক ওষুধ দেওয়া হয় । চিকিৎসায় সাড়া দিয়েছে হাতিটি । এখন বিপদ কেটে গিয়েছে বলে বনদপ্তরের তরফে জানানো হয় ।
শরীরের ক্ষত ঠিক হয়ে গেলে এবং নিজে থেকে খেতে শুরু করলেই হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হবে । পশুচিকিৎসকরা জানিয়েছেন, হাতির গায়ে যে ক্ষত রয়েছে সেগুলি কোনও ব্যক্তির আঘাতের চিহ্ন না । অন্য হাতিদের সঙ্গে লড়াই করার ফলেই সে জখম হয়েছে । এই বিষয়েও স্পষ্টভাবেই ফেসবুক পোস্টে উল্লেখ করেন ওই মন্ত্রী ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে কেরালার পালাক্কাড়ে একটি গর্ভবতী হাতির দুঃখজনক মৃত্যুর ঘটনা সাড়া ফেলেছিল । নেটিজ়েনরা সোশাল মিডিয়ায় এই বিষয়ে নিন্দা জানিয়েছিলেন । হাতিটি বাজি ভরতি একটি আনারস খেয়ে ফেলায় গুরুতরভাবে জখম হয় । শরীরের ভিতর একাধিক ক্ষতের কারণে মৃত্যু হয়েছিল হাতিটির ।