ETV Bharat / bharat

ইতিহাসে প্রথমবার, সামাজিক দূরত্বের জন্য লোকসভার সদস্যরা  বসলেন রাজ্যসভায়

এই প্রথমবার, সাংসদরা উপস্থিতি নিবন্ধন' অ্যাপের মাধ্যমে অ্যাটেনডেন্স দেন ।

পার্লামেন্ট
পার্লামেন্ট
author img

By

Published : Sep 14, 2020, 7:37 PM IST

দিল্লি, 14 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মধ্যেই আজ থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে । কোরোনা সংসদের পুরনো বেশ কিছু নিয়ম বদলাতে বাধ্য করেছে । যেমন, এই প্রথমবার অধিবেশন চলাকালীন লোকসভার কিছু সদস্য রাজ্যসভার চেম্বারে গিয়ে বসলেন ।

আজ লোকসভায় স্পিকার ওম বিড়লা বলেন, নিয়ম কানুন কিছুটা সহজ করা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকসভার সদস্যদের উচ্চ কক্ষে এবং রাজ্যসভার সদস্যদের নিম্ন কক্ষের আসনে বসার অনুমতি দেওয়া হয়েছে । এছাড়া এই প্রথমবার, সাংসদরা উপস্থিতি নিবন্ধন' অ্যাপের মাধ্যমে অ্যাটেনডেন্স দেন । স্পিকার আরও জানিয়ে দেন, এবছরের অধিবেশনে সাংসদরা নিজেদের আসনে বসেই বক্তব্য রাখতে পারবেন । অনেকেরই বসে কথা বলতে অসুবিধে হলেও সংক্রমণ ঠেকাতে এই নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়ে দেন তিনি ।

আজ কমপক্ষে 200 জন মেম্বার লোকসভার চেম্বারে উপস্থিত ছিলেন । প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও কোরোনায় মৃত্যু হওয়া এক সাংসদ ও প্রয়াত 13 জন প্রাক্তন সদস্যকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অধিবেশন । ছয় জনের বেঞ্চে তিনজনের বসার ব্যবস্থা করা হয়েছিল । বেঞ্চের সামনের অংশ প্লাস্টিক শিল্ড দিয়ে ঢেকে দেওয়া হয় । সকলের মুখে ছিল মাস্ক । কল্যাণ বন্দ্যোপাধ্যায় - এর মত বেশ কিছু জনকে ফেস শিল্ড পরতে দেখা গেছে ।

সোমবার লোকসভা অধিবেশন চলে সকাল 9 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত । রাজ্যসভার অধিবেশন শুরু হয় বিকেল 3 টে থেকে । কাল থেকে সকালে রাজ্যসভা ও বিকেলে লোকসভার অধিবেশন শুরু হবে ।

দিল্লি, 14 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মধ্যেই আজ থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে । কোরোনা সংসদের পুরনো বেশ কিছু নিয়ম বদলাতে বাধ্য করেছে । যেমন, এই প্রথমবার অধিবেশন চলাকালীন লোকসভার কিছু সদস্য রাজ্যসভার চেম্বারে গিয়ে বসলেন ।

আজ লোকসভায় স্পিকার ওম বিড়লা বলেন, নিয়ম কানুন কিছুটা সহজ করা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকসভার সদস্যদের উচ্চ কক্ষে এবং রাজ্যসভার সদস্যদের নিম্ন কক্ষের আসনে বসার অনুমতি দেওয়া হয়েছে । এছাড়া এই প্রথমবার, সাংসদরা উপস্থিতি নিবন্ধন' অ্যাপের মাধ্যমে অ্যাটেনডেন্স দেন । স্পিকার আরও জানিয়ে দেন, এবছরের অধিবেশনে সাংসদরা নিজেদের আসনে বসেই বক্তব্য রাখতে পারবেন । অনেকেরই বসে কথা বলতে অসুবিধে হলেও সংক্রমণ ঠেকাতে এই নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়ে দেন তিনি ।

আজ কমপক্ষে 200 জন মেম্বার লোকসভার চেম্বারে উপস্থিত ছিলেন । প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও কোরোনায় মৃত্যু হওয়া এক সাংসদ ও প্রয়াত 13 জন প্রাক্তন সদস্যকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অধিবেশন । ছয় জনের বেঞ্চে তিনজনের বসার ব্যবস্থা করা হয়েছিল । বেঞ্চের সামনের অংশ প্লাস্টিক শিল্ড দিয়ে ঢেকে দেওয়া হয় । সকলের মুখে ছিল মাস্ক । কল্যাণ বন্দ্যোপাধ্যায় - এর মত বেশ কিছু জনকে ফেস শিল্ড পরতে দেখা গেছে ।

সোমবার লোকসভা অধিবেশন চলে সকাল 9 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত । রাজ্যসভার অধিবেশন শুরু হয় বিকেল 3 টে থেকে । কাল থেকে সকালে রাজ্যসভা ও বিকেলে লোকসভার অধিবেশন শুরু হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.