ETV Bharat / bharat

দভিন্দর সিংয়ের গ্রেপ্তারি, কাশ্মীরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শিবসেনার - শিবসেনার মুখপত্র সামনা

জম্মু ও কাশ্মীর পুলিশের DSP দভিন্দর সিং জঙ্গিদের সঙ্গে গ্রেপ্তারির পর আজ মুখপত্র সামনায় প্রতিক্রিয়া দিল শিবসেনা । প্রশ্ন তুলল জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়েও ।

Shiv Sena
শিবসেনা
author img

By

Published : Jan 18, 2020, 1:29 PM IST

মুম্বই, 18 জানুয়ারি : হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের DSP দভিন্দর সিংয়ের গ্রেপ্তারি পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল শিবসেনা ।

দভিন্দরের গ্রেপ্তারি নিয়ে শিবসেনার মুখপত্র সামনায় আজ লেখা হয়েছে, ''কাশ্মীরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ চলছে । কাশ্মীরে থাকা পাকিস্তানি জঙ্গিদের কাঁটাতার পেরোতে সাহায্য করছে পুলিশ । রবিবার এমন অভিযোগেই হিজবুল জঙ্গিদের সঙ্গে ধরা পড়ে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জম্মু ও কাশ্মীর পুলিশের DSP দভিন্দর সিং । তার মানে সরকার কাশ্মীরে পুলিশকে অন্য কাজে ব্যবহার করছে । যদি পুলওয়ামার মতো ঘটনার সঙ্গে জড়িত কেউ ধরা পড়ে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী বলবে ।''

12 জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয় পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যান্টি-হাইজ্যাকিং স্কয়্যাডে নিযুক্ত ছিল সে ।NIA সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য দভিন্দরকে আজই নিয়ে আসা হতে পারে দিল্লিতে ।

12 তারিখ জম্মু- শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয় । ওই হিজবুল মুজাহিদিন জঙ্গিদের পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল । যাতে সাহায্য করছিল দভিন্দর । 2001 পার্লামেন্ট হামলায় যুক্ত আফজ়ল গুরুর সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে জানা যায় ।

এই সংক্রান্ত আরও খবর : জঙ্গি যোগে দভিন্দর গ্রেপ্তারের জের, CISF-এর আওতায় আসছে জম্মু ও শ্রীনগর বিমানবন্দর

এই তথ্য সামনে আসার পরই জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রদপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় জম্মু ও শ্রীনগর বিমানবন্দর দ্রুত কেন্দ্রীয় বাহিনীর আওতায় আনা হবে ।

এই সংক্রান্ত আরও খবর : দভিন্দরের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা

মুম্বই, 18 জানুয়ারি : হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের DSP দভিন্দর সিংয়ের গ্রেপ্তারি পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল শিবসেনা ।

দভিন্দরের গ্রেপ্তারি নিয়ে শিবসেনার মুখপত্র সামনায় আজ লেখা হয়েছে, ''কাশ্মীরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ চলছে । কাশ্মীরে থাকা পাকিস্তানি জঙ্গিদের কাঁটাতার পেরোতে সাহায্য করছে পুলিশ । রবিবার এমন অভিযোগেই হিজবুল জঙ্গিদের সঙ্গে ধরা পড়ে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জম্মু ও কাশ্মীর পুলিশের DSP দভিন্দর সিং । তার মানে সরকার কাশ্মীরে পুলিশকে অন্য কাজে ব্যবহার করছে । যদি পুলওয়ামার মতো ঘটনার সঙ্গে জড়িত কেউ ধরা পড়ে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী বলবে ।''

12 জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয় পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যান্টি-হাইজ্যাকিং স্কয়্যাডে নিযুক্ত ছিল সে ।NIA সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য দভিন্দরকে আজই নিয়ে আসা হতে পারে দিল্লিতে ।

12 তারিখ জম্মু- শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয় । ওই হিজবুল মুজাহিদিন জঙ্গিদের পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল । যাতে সাহায্য করছিল দভিন্দর । 2001 পার্লামেন্ট হামলায় যুক্ত আফজ়ল গুরুর সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে জানা যায় ।

এই সংক্রান্ত আরও খবর : জঙ্গি যোগে দভিন্দর গ্রেপ্তারের জের, CISF-এর আওতায় আসছে জম্মু ও শ্রীনগর বিমানবন্দর

এই তথ্য সামনে আসার পরই জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রদপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় জম্মু ও শ্রীনগর বিমানবন্দর দ্রুত কেন্দ্রীয় বাহিনীর আওতায় আনা হবে ।

এই সংক্রান্ত আরও খবর : দভিন্দরের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা

New Delhi, Jan 18 (ANI): Asha Devi on senior lawyer Indira Jaising's statement 'follow Sonia Gandhi's example and forgive convicts' angrily stated that Indira Jaising is no one to give her such suggestions, it is because of people like her that justice is not served. "Who is Indira Jaising to give me such a suggestion? Whole country wants the convicts to be executed. Just because of people like her, justice is not done with rape victims," said Asha Devi. "Indira Jaising should not give us any suggestions, she has done very wrong by tweeting it," said Nirbhaya's father.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.