ETV Bharat / bharat

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি

author img

By

Published : Jan 1, 2021, 6:16 AM IST

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিল্লি ৷ বইছে শৈত্যপ্রবাহ ৷ কনকনে ঠান্ডা ৷ উত্তর-পশ্চিম ভারতজুড়ে আগামী কয়েকদিন বইবে শৈত্যপ্রবাহ ৷

কুয়াশায় ঢেকেছে রাজধানী
কুয়াশায় ঢেকেছে রাজধানী

দিল্লি, 1 জানুয়ারি : রাজধানীর অধিকাংশ অংশই ঢাকা পড়েছে কুয়াশার চাদরে ৷ কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি ৷ বৃহস্পতিবার দিল্লির সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.3 ডিগ্রি সেলসিয়াস ৷

আইএমডি-র বুলেটিন অনুযায়ী, 1 ও 2 জানুয়ারি পুবালি বাতাসের জেরে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ এবং মধ্যপ্রদেশের পশ্চিম অংশ জুড়ে হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৷ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড , পঞ্জাব , হরিয়ানা , চণ্ডীগড় , দিল্লি , উত্তরপ্রদেশ , রাজস্থান , পশ্চিম মধ্যপ্রদেশ জুড়ে হবে শৈত্যপ্রবাহ ৷ পাশাপাশি এইসব জায়গাগুলিতে বঙ্গোপসাগরের পুবালি বাতাস এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘর্ষের কারণে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

আগামী 3 এবং 5 জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয়ের পশ্চিম ঘাটে হতে পারে তুষারপাত ৷ আজ উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশে তাপমাত্রার বিশেষ হেরফের ঘটবে না ৷ আবহাওয়া দপ্তর সুত্রে খবর , আগামী দু'দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ৷ পঞ্জাব , হরিয়ানা , চণ্ডীগড় , দিল্লি , উত্তরপ্রদেশ জুড়ে দেখা যাবে ঘন কুয়াশা ৷ উত্তরাখণ্ড , পূর্ব উত্তরপ্রদেশ , অসম , মেঘালয়েও দেখা যাবে ঘন কুয়াশা ৷

দিল্লি, 1 জানুয়ারি : রাজধানীর অধিকাংশ অংশই ঢাকা পড়েছে কুয়াশার চাদরে ৷ কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি ৷ বৃহস্পতিবার দিল্লির সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.3 ডিগ্রি সেলসিয়াস ৷

আইএমডি-র বুলেটিন অনুযায়ী, 1 ও 2 জানুয়ারি পুবালি বাতাসের জেরে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ এবং মধ্যপ্রদেশের পশ্চিম অংশ জুড়ে হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৷ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড , পঞ্জাব , হরিয়ানা , চণ্ডীগড় , দিল্লি , উত্তরপ্রদেশ , রাজস্থান , পশ্চিম মধ্যপ্রদেশ জুড়ে হবে শৈত্যপ্রবাহ ৷ পাশাপাশি এইসব জায়গাগুলিতে বঙ্গোপসাগরের পুবালি বাতাস এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘর্ষের কারণে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

আগামী 3 এবং 5 জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয়ের পশ্চিম ঘাটে হতে পারে তুষারপাত ৷ আজ উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশে তাপমাত্রার বিশেষ হেরফের ঘটবে না ৷ আবহাওয়া দপ্তর সুত্রে খবর , আগামী দু'দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ৷ পঞ্জাব , হরিয়ানা , চণ্ডীগড় , দিল্লি , উত্তরপ্রদেশ জুড়ে দেখা যাবে ঘন কুয়াশা ৷ উত্তরাখণ্ড , পূর্ব উত্তরপ্রদেশ , অসম , মেঘালয়েও দেখা যাবে ঘন কুয়াশা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.