ETV Bharat / bharat

কোরোনা-যোদ্ধাদের কুর্নিশ সেনার - COVID 19 warriors

রাজধানীর আকাশে ঘুরপাক খেতে দেখা গেল সুখোই 30, মিগ 29 আর জাগুয়ারকে । ইন্ডিয়া গেট ও লালকেল্লার উপর চলল পুষ্পবৃষ্টি ।

COVID 19
ছবি
author img

By

Published : May 3, 2020, 12:55 PM IST

দিল্লি, 3 মে : চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ প্রথম সারির দেশের সকল কোরোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাল বায়ুসেনা । দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির উপর দিয়ে উড়ে গেল বায়ুসেনার যুদ্ধবিমান ও পণ্যবাহী বিমান । হাসপাতালগুলির উপর চলল পুষ্পবৃষ্টি । আজ সকাল থেকেই শ্রীনগর, দিল্লি, পঞ্চকুলা,হায়দরাবাদসহ বিভিন্ন জায়গা থেকে আজ এমন ছবিই সামনে এল । পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে একটি MI-17 হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয় কমান্ড হাসপাতালের উপরে ।

শুধুমাত্র বায়ুসেনাই নয়, কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে এগিয়ে এসেছে তিন বাহিনীই । পানাজিতে গোয়া মেডিকেল কলেজের উপরে পুষ্পবৃষ্টি করল ভারতীয় নৌসেনার বিশেষ হেলিকপ্টার । মুম্বই শহরের উপর দিয়ে উড়ে গেল বায়ুসেনার সুখোই 30 বিমান । দিল্লির রাজপথের উপর দিয়েও উড়ে গেল বায়ুসেনার বিশেষ বিমান । বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারকে উড়তে দেখা গেল বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালের বাইরেও । ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের উপরেও চলল পুষ্পবৃষ্টি । ফ্লাই পাস্ট ছাড়াও দেশের একাধিক প্রান্তে ব্যান্ড বাজিয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ভারতীয় সেনার জওয়ানরা ।

  • #WATCH IAF's Su-30 aircraft flypast in Mumbai to express gratitude towards medical professionals and all frontline workers in fighting COVID19 pic.twitter.com/aQcX1ypKbs

    — ANI (@ANI) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজকের তিন বাহিনীর এই বিশেষ কর্মসূচির কথা গত শুক্রবারই ঘোষণা করেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত । সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানরাও ।

  • #WATCH IAF chopper showers flower petals on the Police War Memorial in order to express to pay tribute to police officials for their contribution in the fight against COVID19 pandemic#Delhi pic.twitter.com/XmKDBOAtfJ

    — ANI (@ANI) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই ঘোষণা মতোই আজ রাজধানীর আকাশে ঘুরপাক খেতে দেখা গেল সুখোই 30, মিগ 29 আর জাগুয়ারকে । ইন্ডিয়া গেট ও লালকেল্লার উপর চলল পুষ্পবৃষ্টি । ওয়েস্টার্ন এয়ার কমান্ডের বিশেষ যুদ্ধ বিমান থেকে পুষ্পবৃষ্টি করতে দেখা গেল দিল্লির স্যার গঙ্গারামন হাসপাতাল, রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতালসহ একাধিক স্থানে ।

গত শুক্রবারই প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছিলেন, "আমাদের সামরিক বাহিনী দেশকে সবসময় সুরক্ষিত রেখে চলেছে । এই কঠিন পরিস্থিতিতেও আমাদের জওয়ানরা সাধারণ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে । এবার আমাদের সামরিক বাহিনীর জওয়ানরা এক অনন্য উপায়ে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন ।"

নৌসেনার ওয়েস্টার্ন কমান্ডের তরফে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত 11 টা 59 মিনিট পর্যন্ত গেটওয়ে অফ ইন্ডিয়াকে আলোকিত করবে পাঁচটি বিশেষ জাহাজ । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাবেন জওয়ানরা । কোরোনা যোদ্ধাদের প্রতি কুর্নিশ জানিয়ে ব্যানার, জাহাজের সাইরেন ও ফ্লেয়ার গান থেকে শূন্য়ে ফ্লেয়ার চালানো হবে নৌসেনার তরফে ।

  • Indian Naval Ship Jalashwa is also one of the warships being readied for the evacuation of Indian citizens from Gulf countries. https://t.co/ISnd3lIKyR

    — ANI (@ANI) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইভাবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত নৌসেনার ইস্টার্ন কমান্ডের তরফে বিশাখাপত্তনমের উপকূলে ধন্যবাদ জানানো হবে কোরোনা যোদ্ধাদের ।

দিল্লি, 3 মে : চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ প্রথম সারির দেশের সকল কোরোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাল বায়ুসেনা । দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির উপর দিয়ে উড়ে গেল বায়ুসেনার যুদ্ধবিমান ও পণ্যবাহী বিমান । হাসপাতালগুলির উপর চলল পুষ্পবৃষ্টি । আজ সকাল থেকেই শ্রীনগর, দিল্লি, পঞ্চকুলা,হায়দরাবাদসহ বিভিন্ন জায়গা থেকে আজ এমন ছবিই সামনে এল । পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে একটি MI-17 হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয় কমান্ড হাসপাতালের উপরে ।

শুধুমাত্র বায়ুসেনাই নয়, কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে এগিয়ে এসেছে তিন বাহিনীই । পানাজিতে গোয়া মেডিকেল কলেজের উপরে পুষ্পবৃষ্টি করল ভারতীয় নৌসেনার বিশেষ হেলিকপ্টার । মুম্বই শহরের উপর দিয়ে উড়ে গেল বায়ুসেনার সুখোই 30 বিমান । দিল্লির রাজপথের উপর দিয়েও উড়ে গেল বায়ুসেনার বিশেষ বিমান । বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারকে উড়তে দেখা গেল বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালের বাইরেও । ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের উপরেও চলল পুষ্পবৃষ্টি । ফ্লাই পাস্ট ছাড়াও দেশের একাধিক প্রান্তে ব্যান্ড বাজিয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ভারতীয় সেনার জওয়ানরা ।

  • #WATCH IAF's Su-30 aircraft flypast in Mumbai to express gratitude towards medical professionals and all frontline workers in fighting COVID19 pic.twitter.com/aQcX1ypKbs

    — ANI (@ANI) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজকের তিন বাহিনীর এই বিশেষ কর্মসূচির কথা গত শুক্রবারই ঘোষণা করেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত । সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানরাও ।

  • #WATCH IAF chopper showers flower petals on the Police War Memorial in order to express to pay tribute to police officials for their contribution in the fight against COVID19 pandemic#Delhi pic.twitter.com/XmKDBOAtfJ

    — ANI (@ANI) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই ঘোষণা মতোই আজ রাজধানীর আকাশে ঘুরপাক খেতে দেখা গেল সুখোই 30, মিগ 29 আর জাগুয়ারকে । ইন্ডিয়া গেট ও লালকেল্লার উপর চলল পুষ্পবৃষ্টি । ওয়েস্টার্ন এয়ার কমান্ডের বিশেষ যুদ্ধ বিমান থেকে পুষ্পবৃষ্টি করতে দেখা গেল দিল্লির স্যার গঙ্গারামন হাসপাতাল, রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতালসহ একাধিক স্থানে ।

গত শুক্রবারই প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছিলেন, "আমাদের সামরিক বাহিনী দেশকে সবসময় সুরক্ষিত রেখে চলেছে । এই কঠিন পরিস্থিতিতেও আমাদের জওয়ানরা সাধারণ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে । এবার আমাদের সামরিক বাহিনীর জওয়ানরা এক অনন্য উপায়ে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন ।"

নৌসেনার ওয়েস্টার্ন কমান্ডের তরফে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত 11 টা 59 মিনিট পর্যন্ত গেটওয়ে অফ ইন্ডিয়াকে আলোকিত করবে পাঁচটি বিশেষ জাহাজ । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাবেন জওয়ানরা । কোরোনা যোদ্ধাদের প্রতি কুর্নিশ জানিয়ে ব্যানার, জাহাজের সাইরেন ও ফ্লেয়ার গান থেকে শূন্য়ে ফ্লেয়ার চালানো হবে নৌসেনার তরফে ।

  • Indian Naval Ship Jalashwa is also one of the warships being readied for the evacuation of Indian citizens from Gulf countries. https://t.co/ISnd3lIKyR

    — ANI (@ANI) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইভাবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত নৌসেনার ইস্টার্ন কমান্ডের তরফে বিশাখাপত্তনমের উপকূলে ধন্যবাদ জানানো হবে কোরোনা যোদ্ধাদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.