ETV Bharat / bharat

ফোল্ডেবল ফোন থেকে হোয়াটসঅ্যাপের টিপলাইন : একনজরে তথ্যপ্রযুক্তির একবছর - হোয়াটসঅ্যাপের টিপলাইন

হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে চালু টিপলাইন (Tipline)। ফোন চুরি ঠেকাতে CEIR (Central Equipment Identity Register) তৈরির কাজ শুরু সরকারের । সবমিলিয়ে এবছরের তথ্যপ্রযুক্তির নানা তথ্য একনজরে ।

technology
টেকনোলজি
author img

By

Published : Dec 31, 2019, 1:02 PM IST

Updated : Dec 31, 2019, 1:14 PM IST

তথ্যপ্রযুক্তির ভালো ও মন্দ দু'টো দিকেরই সাক্ষী ছিল 2019 । একদিকে এ বছরে ক্রেতারা হাতে পেয়েছেন এমন স্মার্টফোন যার স্ক্রিন ভাঁজ করা সম্ভব, অন্যদিকে প্রায় 269 কোটি মেল আইডি ও পাসওয়ার্ড চুরি করে তা নেটে পোস্ট করে দিয়েছে হ্যাকাররা । বছর শেষে দেখে নেওয়া যাক তথ্যপ্রযুক্তির এমনই কিছু উল্লেখযোগ্য ঘটনা ।

জানুয়ারি, 2019


VPN ও প্রক্সি সাইট বন্ধ করল জিও। যাদের জিও কানেকশন রয়েছে, তারা জনপ্রিয় VPN অ্যাপ ও প্রক্সি সাইটগুলি যেমন, hide.me, vpnbook.com, hidester.com, proxysite.com, megaproxy, kproxy.com, proxy.toolur, zend2.com, whoer.net ইত্যাদি আর জিও নেটওয়ার্কে অ্যাকসেস করতে পারবেন না ।

technology
vpn

জানুয়ারি, 2019

মেগা লিমিটেড কোম্পানির ক্লাউড স্টোরেজে হ্যাকাররা Collection #1। আপলোড করল । এই তালিকায় রয়েছে প্রায় 269 কোটি ইমেল আইডি ও তার পাসওয়ার্ড । বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের ফোন ও কম্পিউটার হ্যাক করে এই আইডি ও পাসওয়ার্ড চুরি করা হয় ।

technology
পাসওয়ার্ড হ্যাকিং (প্রতীকী ছবি )

ফেব্রুয়ারি, 2019

20 ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রানসিসকোয় স্যামসাঙ কোম্পানি ‘Unpacked 2019’ নামে এক অনুষ্ঠানে গ্যালাক্সি ফোল্ড ফোন লঞ্চ করে । এটি বিশ্বে প্রথম স্মার্টফোন যার স্ক্রিন ভাঁজ করা সম্ভব । যদিও ফোনটি ক্রেতাদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি ।

technology
ফোল্ডেবল ফোন

মার্চ, 2019

cVIGIL অর্থাৎ citizen vigilant । নির্বাচন প্রক্রিয়ায় কোথাও কোনও গন্ডগোল হচ্ছে কি না বা আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে কি না ইত্যাদি বিষয়গুলি যদি কোনও নাগরিকের চোখে পড়ে, তবে বিষয়টি তিনি অ্যাপটির সাহায্যে নির্বাচন কমিশনকে জানাতে পারবেন ।

technology
cVIGIL

3 এপ্রিল, 2019

হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে চালু হল টিপলাইন (Tipline)। ভারতে এই পরিষেবার টোল ফ্রি নাম্বার + 91 9643000888। কোনও খবর বা ছবি ভুয়ো মনে হলে তা যাচাই করার জন্য এই নাম্বারে ফরোয়ার্ড করা যাবে ।

technology
হোয়াটসঅ্যাপের টিপলাইন

26 জুন, 2019

ভারতে ক্রমশ বেড়ে চলা ফোন চুরি ঠেকাতে সরকার CEIR (Central Equipment Identity Register) তৈরির কাজ শুরু করেছে। CEIR হল বিশেষ ডেটাবেস । ভারতে যত মোবাইল ফোন বা অন্যান্য মোবাইল ডিভাইস ব্যবহার করা হয় অর্থাৎ যে ডিভাইসগুলিতে অ্যাকটিভ সিম রয়েছে, সেগুলির IMEI নাম্বার এই ডেটাবেসে থাকবে ।

technology
CEIR

তথ্যপ্রযুক্তির ভালো ও মন্দ দু'টো দিকেরই সাক্ষী ছিল 2019 । একদিকে এ বছরে ক্রেতারা হাতে পেয়েছেন এমন স্মার্টফোন যার স্ক্রিন ভাঁজ করা সম্ভব, অন্যদিকে প্রায় 269 কোটি মেল আইডি ও পাসওয়ার্ড চুরি করে তা নেটে পোস্ট করে দিয়েছে হ্যাকাররা । বছর শেষে দেখে নেওয়া যাক তথ্যপ্রযুক্তির এমনই কিছু উল্লেখযোগ্য ঘটনা ।

জানুয়ারি, 2019


VPN ও প্রক্সি সাইট বন্ধ করল জিও। যাদের জিও কানেকশন রয়েছে, তারা জনপ্রিয় VPN অ্যাপ ও প্রক্সি সাইটগুলি যেমন, hide.me, vpnbook.com, hidester.com, proxysite.com, megaproxy, kproxy.com, proxy.toolur, zend2.com, whoer.net ইত্যাদি আর জিও নেটওয়ার্কে অ্যাকসেস করতে পারবেন না ।

technology
vpn

জানুয়ারি, 2019

মেগা লিমিটেড কোম্পানির ক্লাউড স্টোরেজে হ্যাকাররা Collection #1। আপলোড করল । এই তালিকায় রয়েছে প্রায় 269 কোটি ইমেল আইডি ও তার পাসওয়ার্ড । বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের ফোন ও কম্পিউটার হ্যাক করে এই আইডি ও পাসওয়ার্ড চুরি করা হয় ।

technology
পাসওয়ার্ড হ্যাকিং (প্রতীকী ছবি )

ফেব্রুয়ারি, 2019

20 ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রানসিসকোয় স্যামসাঙ কোম্পানি ‘Unpacked 2019’ নামে এক অনুষ্ঠানে গ্যালাক্সি ফোল্ড ফোন লঞ্চ করে । এটি বিশ্বে প্রথম স্মার্টফোন যার স্ক্রিন ভাঁজ করা সম্ভব । যদিও ফোনটি ক্রেতাদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি ।

technology
ফোল্ডেবল ফোন

মার্চ, 2019

cVIGIL অর্থাৎ citizen vigilant । নির্বাচন প্রক্রিয়ায় কোথাও কোনও গন্ডগোল হচ্ছে কি না বা আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে কি না ইত্যাদি বিষয়গুলি যদি কোনও নাগরিকের চোখে পড়ে, তবে বিষয়টি তিনি অ্যাপটির সাহায্যে নির্বাচন কমিশনকে জানাতে পারবেন ।

technology
cVIGIL

3 এপ্রিল, 2019

হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে চালু হল টিপলাইন (Tipline)। ভারতে এই পরিষেবার টোল ফ্রি নাম্বার + 91 9643000888। কোনও খবর বা ছবি ভুয়ো মনে হলে তা যাচাই করার জন্য এই নাম্বারে ফরোয়ার্ড করা যাবে ।

technology
হোয়াটসঅ্যাপের টিপলাইন

26 জুন, 2019

ভারতে ক্রমশ বেড়ে চলা ফোন চুরি ঠেকাতে সরকার CEIR (Central Equipment Identity Register) তৈরির কাজ শুরু করেছে। CEIR হল বিশেষ ডেটাবেস । ভারতে যত মোবাইল ফোন বা অন্যান্য মোবাইল ডিভাইস ব্যবহার করা হয় অর্থাৎ যে ডিভাইসগুলিতে অ্যাকটিভ সিম রয়েছে, সেগুলির IMEI নাম্বার এই ডেটাবেসে থাকবে ।

technology
CEIR
Intro:Body:

tech 


Conclusion:
Last Updated : Dec 31, 2019, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.