ETV Bharat / bharat

লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য 1600 কোটির ত্রাণ ঘোষণা ইয়েদুরাপ্পার - Lockdown

প্রায় 1600 কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করল বিএস ইয়েদুরাপ্পা সরকার ৷ শুধু কৃষকরাই নয়, শহর ও গ্রামাঞ্চলে ধোপা, নাপিতদের মতো মানুষরাও লাভবান হবেন ৷

Five thousand rupees will be added to the account of the victims in lockdown
লকডাউনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের খাতায় পাঁচ হাজার টাকা যোগ
author img

By

Published : May 6, 2020, 5:57 PM IST

ব্যাঙ্গালুরু, 6 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ৷ তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল কর্নাটক সরকার ৷ প্রায় 1600 কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করল বিএস ইয়েদুরাপ্পা সরকার ৷ এতে কৃষক, মালি, ছোটো ও মাঝারি ব্যবসায়ীরা, তাঁতি, ধোপা, নাপিত এবং অটো ও ট্যাক্সি চালকেরা উপকৃত হবেন ৷

এই ত্রাণ প্রকল্পে ফুল চাষিরা প্রতি হেক্টর পিছু ক্ষতিপূরণস্বরূপ 25 হাজার টাকা পাবেন ৷ ধোপা, নাপিত এবং অটো ও ট্যাক্সি চালকেরা পাবেন এককালীন পাঁচ হাজার টাকা ৷ ইতিমধ্যেই নির্মাণকর্মীরা দু হাজার টাকা করে পেয়েছেন ৷ এই প্রকল্পের আওতায় তাঁরা তিন হাজার টাকা করে পাবেন ৷ তাঁতিদের ব্যাঙ্কের খাতাতেও যোগ হবে দুহাজার টাকা ৷ ছোটো ও মাঝারি ব্যবসায়ীদের দুমাসের জন্য বিদ্যুতের বিল ছাড় দেওয়া হল ৷

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানান, কোরোনার প্রকোপে শুধু কৃষকদেরই ক্ষতি হয়নি, শহর ও গ্রামাঞ্চলে ধোপা, নাপিতদের মতো মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ সরকারের এই সিদ্ধান্তে প্রায় 60,000 ধোপা এবং 2,30,000 নাপিত উপকৃত হবেন ৷

কর্নাটকের তিনটি জেলা রেড জ়োনে অন্তর্গত, তার মধ্যে বেঙ্গালুরু অন্যতম ৷ এ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 671 ও মৃতের সংখ্যা 29 ৷ তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হয় ৷ দেওয়া হয় মদ বিক্রির অনুমতি ৷ তাতে প্রথম দিনে 45 কোটি ও দ্বিতীয় দিনে 197 কোটি টাকার মদ বিক্রি হয় ৷

ব্যাঙ্গালুরু, 6 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ৷ তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল কর্নাটক সরকার ৷ প্রায় 1600 কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করল বিএস ইয়েদুরাপ্পা সরকার ৷ এতে কৃষক, মালি, ছোটো ও মাঝারি ব্যবসায়ীরা, তাঁতি, ধোপা, নাপিত এবং অটো ও ট্যাক্সি চালকেরা উপকৃত হবেন ৷

এই ত্রাণ প্রকল্পে ফুল চাষিরা প্রতি হেক্টর পিছু ক্ষতিপূরণস্বরূপ 25 হাজার টাকা পাবেন ৷ ধোপা, নাপিত এবং অটো ও ট্যাক্সি চালকেরা পাবেন এককালীন পাঁচ হাজার টাকা ৷ ইতিমধ্যেই নির্মাণকর্মীরা দু হাজার টাকা করে পেয়েছেন ৷ এই প্রকল্পের আওতায় তাঁরা তিন হাজার টাকা করে পাবেন ৷ তাঁতিদের ব্যাঙ্কের খাতাতেও যোগ হবে দুহাজার টাকা ৷ ছোটো ও মাঝারি ব্যবসায়ীদের দুমাসের জন্য বিদ্যুতের বিল ছাড় দেওয়া হল ৷

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানান, কোরোনার প্রকোপে শুধু কৃষকদেরই ক্ষতি হয়নি, শহর ও গ্রামাঞ্চলে ধোপা, নাপিতদের মতো মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ সরকারের এই সিদ্ধান্তে প্রায় 60,000 ধোপা এবং 2,30,000 নাপিত উপকৃত হবেন ৷

কর্নাটকের তিনটি জেলা রেড জ়োনে অন্তর্গত, তার মধ্যে বেঙ্গালুরু অন্যতম ৷ এ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 671 ও মৃতের সংখ্যা 29 ৷ তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হয় ৷ দেওয়া হয় মদ বিক্রির অনুমতি ৷ তাতে প্রথম দিনে 45 কোটি ও দ্বিতীয় দিনে 197 কোটি টাকার মদ বিক্রি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.