ETV Bharat / bharat

বেআইনি অভিবাসনের অভিযোগে 5 রোহিঙ্গা গ্রেপ্তার তেলাঙ্গানায় - telangana news

পাঁচজন রোহিঙ্গা মুসলিমকে গ্রেপ্তার করেছে তেলাঙ্গানা পুলিশ । বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে ।

telangana
telangana
author img

By

Published : Jun 9, 2020, 9:19 PM IST

হায়দরাবাদ, 9জুন : তেলেঙ্গানায় গ্রেপ্তার হল পাঁচজন রোহিঙ্গা মুসলিম । তাদেরমধ্যে তিনজন মহিলাও রয়েছেন । অভিযোগ, ভুয়ো পরিচয় পত্র নিয়ে ভারতেবেআইনিভাবে প্রবেশ করেছে তারা । তাদের ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড জাল বলেজানিয়েছে পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে, সাঙ্গারেড্ডি জেলায় জাহ়িরাবাদে তাদেরবাড়িতে অভিযান চালায় পুলিশ । এবং পাঁচজনকে গতকাল গ্রেপ্তার করে । প্রত্যেকের বয়স 25-45 এর মধ্যে ।

দুইটি ভারতীয় পাসপোর্ট, পাঁচটি আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ । সেই পরিচয়পত্রগুলি ভুয়ো বলে জানিয়েছে পুলিশ ।

অভিযুক্ত ব্যক্তিরা কয়েকবছর আগে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতেঢোকে । প্রথমে তারা কলকাতায় ছিল । এরপর দিল্লি হয়ে হায়দরাবাদেও থাকে তারা ।বর্তমানে জ়াহিরাবাদে থাকত ওই পাঁচজন । শ্রমিক হিসেবে কাজ করত তারা । প্রত্যেকেরইআধার কার্ড ছিল । দুই ব্যক্তি ভারতীয় পাসপোর্টও জোগার করে বলে পুলিশ আধিকারিকজানান ।

ভারতীয় দণ্ডবিধির 420 ধারার ভিত্তিতে ওই পাঁচজনের বিরুদ্ধেমামলা দায়ের করা হয়েছে । আজ তাদের আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত।

হায়দরাবাদ, 9জুন : তেলেঙ্গানায় গ্রেপ্তার হল পাঁচজন রোহিঙ্গা মুসলিম । তাদেরমধ্যে তিনজন মহিলাও রয়েছেন । অভিযোগ, ভুয়ো পরিচয় পত্র নিয়ে ভারতেবেআইনিভাবে প্রবেশ করেছে তারা । তাদের ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড জাল বলেজানিয়েছে পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে, সাঙ্গারেড্ডি জেলায় জাহ়িরাবাদে তাদেরবাড়িতে অভিযান চালায় পুলিশ । এবং পাঁচজনকে গতকাল গ্রেপ্তার করে । প্রত্যেকের বয়স 25-45 এর মধ্যে ।

দুইটি ভারতীয় পাসপোর্ট, পাঁচটি আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ । সেই পরিচয়পত্রগুলি ভুয়ো বলে জানিয়েছে পুলিশ ।

অভিযুক্ত ব্যক্তিরা কয়েকবছর আগে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতেঢোকে । প্রথমে তারা কলকাতায় ছিল । এরপর দিল্লি হয়ে হায়দরাবাদেও থাকে তারা ।বর্তমানে জ়াহিরাবাদে থাকত ওই পাঁচজন । শ্রমিক হিসেবে কাজ করত তারা । প্রত্যেকেরইআধার কার্ড ছিল । দুই ব্যক্তি ভারতীয় পাসপোর্টও জোগার করে বলে পুলিশ আধিকারিকজানান ।

ভারতীয় দণ্ডবিধির 420 ধারার ভিত্তিতে ওই পাঁচজনের বিরুদ্ধেমামলা দায়ের করা হয়েছে । আজ তাদের আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.