ETV Bharat / bharat

মোরাদাবাদ জেলা সংশোধনাগারের 5 বন্দী কোরোনায় আক্রান্ত

মোরাদাবাদে পাঁচ বন্দীর রিপোর্টে কোরোনা পজ়িটিভ । বর্তমানে তাদের জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে । পাশাপাশি সংশোধনাগারের 10 জন কর্মীকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।

Moradabad District Jail
মোরাদাবাদ জেলা সংশোধনাগার
author img

By

Published : Apr 22, 2020, 12:15 PM IST

মোরাদাবাদ(উত্তরপ্রদেশ), 22 এপ্রিল : পাঁচ বন্দীর শরীরে মিলল কোরোনার হদিস । এই পাঁচজনই মোরাদাবাদ জেলা সংশোধনাগারের বন্দী । তাদের সংক্রমণের কথা ছড়িয়ে পড়তেই সংশোধনাগারের অন্যান্য বন্দীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে । ইতিমধ্যে ওই সংশোধনাগারের 10 জন কর্মীকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।

আক্রান্ত পাঁচ বন্দীর মধ্যে চার জনের বিরুদ্ধে মেডিকেল দলের উপর হামলা করার অভিযোগ রয়েছে । কিছু দিন জেলা সংশোধনাগারে রাখার পর তাদের অস্থায়ী সংশোধনাগারে স্থানান্তর করা হয়েছিল । অন্যদিকে আর এক আক্রান্তের বিরুদ্ধে লুটের অভিযোগ রয়েছে । তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় । বর্তমানে এই পাঁচ জনকে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে ।

সংশোধনাগারের বন্দীদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসার পরই তদন্ত শুরু করা হয়েছে । ওই বন্দীদের সংস্পর্শে আসা সংশোধানাগারের কর্মীদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সংশোধনাগারের CCTV ফুটেজ দেখে ওই বন্দীদের সংস্পর্শে আসা অন্যান্য কর্মীদের চিহ্নিত করার চেষ্টা করছে আধিকারিকরা । একইসঙ্গে এই বন্দীদের যে পুলিশকর্মী গ্রেপ্তার করেছিলেন তাঁকেও কোয়ারানটাইনে রাখা হচ্ছে । ঘটনায় ইতিমধ্যে জেলাশাসক ও SSP পরিস্থিতির খোঁজখবর নিয়েছে ।

মোরাদাবাদ(উত্তরপ্রদেশ), 22 এপ্রিল : পাঁচ বন্দীর শরীরে মিলল কোরোনার হদিস । এই পাঁচজনই মোরাদাবাদ জেলা সংশোধনাগারের বন্দী । তাদের সংক্রমণের কথা ছড়িয়ে পড়তেই সংশোধনাগারের অন্যান্য বন্দীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে । ইতিমধ্যে ওই সংশোধনাগারের 10 জন কর্মীকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।

আক্রান্ত পাঁচ বন্দীর মধ্যে চার জনের বিরুদ্ধে মেডিকেল দলের উপর হামলা করার অভিযোগ রয়েছে । কিছু দিন জেলা সংশোধনাগারে রাখার পর তাদের অস্থায়ী সংশোধনাগারে স্থানান্তর করা হয়েছিল । অন্যদিকে আর এক আক্রান্তের বিরুদ্ধে লুটের অভিযোগ রয়েছে । তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় । বর্তমানে এই পাঁচ জনকে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে ।

সংশোধনাগারের বন্দীদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসার পরই তদন্ত শুরু করা হয়েছে । ওই বন্দীদের সংস্পর্শে আসা সংশোধানাগারের কর্মীদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সংশোধনাগারের CCTV ফুটেজ দেখে ওই বন্দীদের সংস্পর্শে আসা অন্যান্য কর্মীদের চিহ্নিত করার চেষ্টা করছে আধিকারিকরা । একইসঙ্গে এই বন্দীদের যে পুলিশকর্মী গ্রেপ্তার করেছিলেন তাঁকেও কোয়ারানটাইনে রাখা হচ্ছে । ঘটনায় ইতিমধ্যে জেলাশাসক ও SSP পরিস্থিতির খোঁজখবর নিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.