ETV Bharat / bharat

কেরালায় চিতা মেরে মাংস খাওয়ার অভিযোগে ধৃত 5 - মাংস খাওয়া

চিতার শিকার এবং তাঁর মাংস খাওয়ার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল কেরালার বনদপ্তর ৷ এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য় ছড়িয়েছে ৷ কীভাবে একজন মানুষ চিতার মাংস খেতে পারে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠেছে ৷ বনদপ্তরের ওই আধিকারিক জানিয়েছেন, বিনোদ তার বাড়ির পাশেই বন্য়পশু ধরার জন্য় একটি ফাঁদ পেতেছিল ৷ সেখানেই চিতাটি ধরা পড়ে ৷ বিনোদের বাড়ি জঙ্গলের পাশে বলেই জানিয়েছে বনদপ্তর ৷ চিতাটি তাদের পাতা ফাঁদে ধরা পড়তেই, বিনোদ সহ অন্য়রা চিতাটিকে মেরে ফেলে ৷

five-held-in-kerala-for-killing-leopard-consuming-its-meat
কেরালায় চিতা মেরে, তার মাংস খেলো 5
author img

By

Published : Jan 24, 2021, 2:24 PM IST

ইদুক্কি (কেরালা), 24 জানুয়ারি : চিতা শিকার এবং তার মাংস খাওয়ার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল কেরালার বনদপ্তর ৷ 20 জানুয়ারি কেরালার ইদুক্কি জেলার মানকুলামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তদের নাম বিনোদ, কুরিয়াকোস, বিনু, কুঞ্জাপ্পান এবং ভিনসেন্ট ৷ মানকুলাম বনদপ্তরের রেঞ্জার্স উদয় সূর্যের নেতৃত্বে একটি দল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ৷

আরও পড়ুন : শবরীমালা রেলপ্রকল্পের অর্ধেক খরচ বহন করবে কেরালা সরকার

এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য় ছড়িয়েছে ৷ কীভাবে একজন মানুষ চিতার মাংস খেতে পারে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠেছে ৷ বনদপ্তরের ওই আধিকারিক জানিয়েছেন, বিনোদ তার বাড়ির পাশেই বন্য়পশু ধরার জন্য় একটি ফাঁদ পেতেছিল ৷ সেখানেই ওই চিতা ধরা পড়ে ৷ বিনোদের বাড়ি জঙ্গলের পাশে বলেই জানিয়েছে বনদপ্তর ৷ চিতাটি তাদের পাতা ফাঁদে ধরা পড়তেই, বিনোদ সহ অন্য়রা চিতাটিকে মেরে ফেলে ৷ এরপর সেই চিতার মাংস রান্না করে খায় বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ চিতার দাঁত, নখ এবং চামড়া বিক্রি করার জন্য় তারা সেগুলি সরিয়ে রেখেছিল বলে জানিয়েছেন বনদপ্তরের ওই আধিকারিক ৷

five-held-in-kerala-for-killing-leopard-consuming-its-meat
মৃত চিতার ছাল ও রান্না করা মাংস

ইদুক্কি (কেরালা), 24 জানুয়ারি : চিতা শিকার এবং তার মাংস খাওয়ার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল কেরালার বনদপ্তর ৷ 20 জানুয়ারি কেরালার ইদুক্কি জেলার মানকুলামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তদের নাম বিনোদ, কুরিয়াকোস, বিনু, কুঞ্জাপ্পান এবং ভিনসেন্ট ৷ মানকুলাম বনদপ্তরের রেঞ্জার্স উদয় সূর্যের নেতৃত্বে একটি দল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ৷

আরও পড়ুন : শবরীমালা রেলপ্রকল্পের অর্ধেক খরচ বহন করবে কেরালা সরকার

এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য় ছড়িয়েছে ৷ কীভাবে একজন মানুষ চিতার মাংস খেতে পারে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠেছে ৷ বনদপ্তরের ওই আধিকারিক জানিয়েছেন, বিনোদ তার বাড়ির পাশেই বন্য়পশু ধরার জন্য় একটি ফাঁদ পেতেছিল ৷ সেখানেই ওই চিতা ধরা পড়ে ৷ বিনোদের বাড়ি জঙ্গলের পাশে বলেই জানিয়েছে বনদপ্তর ৷ চিতাটি তাদের পাতা ফাঁদে ধরা পড়তেই, বিনোদ সহ অন্য়রা চিতাটিকে মেরে ফেলে ৷ এরপর সেই চিতার মাংস রান্না করে খায় বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ চিতার দাঁত, নখ এবং চামড়া বিক্রি করার জন্য় তারা সেগুলি সরিয়ে রেখেছিল বলে জানিয়েছেন বনদপ্তরের ওই আধিকারিক ৷

five-held-in-kerala-for-killing-leopard-consuming-its-meat
মৃত চিতার ছাল ও রান্না করা মাংস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.