ETV Bharat / bharat

অযোধ্যা রায়ের জন্য প্রথমবার সুপ্রিম কোর্টের পৃথক ওয়েবসাইট - supreme court verdict on ayodhya

দেশের প্রতিটি মানুষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নজরও ছিল রায়ের দিকে ৷

সুপ্রিম কোর্টের নতুন ওয়েবসাইট
author img

By

Published : Nov 9, 2019, 2:27 PM IST

দিল্লি, 9 নভেম্বর : ঐতিহাসিক রায় ঘোষণার আগে ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের ৷ অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ একটি পৃথক ওয়েবসাইট খোলা হয় ৷ এই ওয়েবসাইট থেকে অযোধ্যা রায়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে বলে সূত্রের খবর ৷

অযোধ্যা রায় প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে ছিল ৷ দেশের প্রতিটি মানুষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নজরও ছিল রায়ের দিকে ৷ সেই জন্যেই পৃথক ওয়েবসাইট খুলে রায়ের খুঁটিনাটি তুলে ধরা ছিল শীর্ষ আদালতের পরিকল্পনা ৷

ওয়েবসাইট থেকে রায়ের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ৷ পাশাপাশি কোন পথে রায় সেই বিষয়টিও ওয়েবসাইট থেকে জানা যাবে ৷

দিল্লি, 9 নভেম্বর : ঐতিহাসিক রায় ঘোষণার আগে ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের ৷ অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ একটি পৃথক ওয়েবসাইট খোলা হয় ৷ এই ওয়েবসাইট থেকে অযোধ্যা রায়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে বলে সূত্রের খবর ৷

অযোধ্যা রায় প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে ছিল ৷ দেশের প্রতিটি মানুষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নজরও ছিল রায়ের দিকে ৷ সেই জন্যেই পৃথক ওয়েবসাইট খুলে রায়ের খুঁটিনাটি তুলে ধরা ছিল শীর্ষ আদালতের পরিকল্পনা ৷

ওয়েবসাইট থেকে রায়ের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ৷ পাশাপাশি কোন পথে রায় সেই বিষয়টিও ওয়েবসাইট থেকে জানা যাবে ৷

New Delhi, Nov 08 (ANI): The Supreme Court will deliver its verdict in the Ram Janmabhoomi-Babri Masjid dispute on November 09. Elaborate policing is in place in Ayodhya and areas near it as precautionary measures. Uttar Pradesh Police has told the citizens to not panic irrespective of the outcome of the case. The decade-old title suit was last decided by the Allahabad Court in 2010 when the disputed site was distributed to three parties.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.