দিল্লি, 10 জানুয়ারি : বিশেষজ্ঞরা জানিয়েছেন, 2021 সালের প্রথম সূর্যগ্রহণ হবে 10 জুন । এর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে উত্তর দিকে । দেশে এই গ্রহণ অরুণাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের মাত্র কয়েকটি জায়গা থেকে কিছুক্ষণের জন্য দেখা যাবে ।
গ্রহণের বেশি প্রভাব পড়বে যাদের উপর, সেই অ্যামেরিকা, ইউরোপ, এশিয়া, গ্রিনল্যান্ড, রাশিয়া এবং কানাডা বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারবে ।
দিল্লি নিবাসী জ্যোতিষী পঙ্কজ খান্নার মতে, 10 জুনের সূর্যগ্রহণ অর্থনীতিকে ঝিমিয়ে দেবে । তিনি আরও বলেন, এই গ্রহণের প্রভাব থাকবে দেড় বছর । 2022 সালের অগাস্ট পর্যন্ত । তারপর থেকে গ্রহণের কুপ্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে । এটা বজায় থাকবে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত ।
পঙ্কজ খান্না বলেন, “গ্রহণের তুঙ্গ মূহূর্তে শনি থাকবে মকর রাশিতে, যার জন্য অর্থনীতিতে মন্দা আসবে । শনি শক্তিশালী হয়ে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবনে সাহায্য করবে । সূর্য দুর্বল হয়ে পড়বে যার জেরে ক্ষমতাসীন সরকার ও তার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অস্বস্তি ও অস্থিরতার মধ্যে দিয়ে যাবেন ।”
সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ, পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে । সূর্যগ্রহণ হয় অমাবস্যার সময় যখন চাঁদ সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখান দিয়ে চলে যাওয়ার সময় তার ছায়া ফেলে ।
কখনও কখনও চাঁদ সূর্যের আলোর শুধু কিছুটা অংশকে ঢেকে দেয়। একে আংশিক সূর্যগ্রহণ বলে। অন্য সময় চাঁদ পুরো সূর্যের আলোটা ঢেকে দেয়। একে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।
যখন চাঁদ সূর্যের আলোকে ঢেকে দেয় তখন সে পৃথিবীর একটা অংশে তার ছায়া ফেলে। পৃথিবী আবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদের ছায়া একটা ট্রেল বা পথ তৈরি করে। একে পাথ অফ টোটালিটি বলা হয়।
যদি আপনি গ্রহণের সময় সম্পূর্ণ অন্ধকারের অভিজ্ঞতা পেতে চান, তাহলে আপনাকে পাথ অফ টোটালিটিতে থাকতে হবে । সেখানে চাঁদ কয়েক মিনিটের জন্য সূর্যের আলোকে সম্পূর্ণ ঢেকে দেয় । তখন এতটাই অন্ধকার হয়ে যায় যে ভরদুপুরেও রাতের মতো লাগে ।
আপনি যদি না জানেন যে কী ঘটছে আপনি বিভ্রান্ত হতে পারেন। পশুপাখিরাও এসময় বিভ্রান্ত হয়ে যায় ।
তবে এই সম্পূর্ণ অন্ধকার বিজ্ঞানীদের জন্য একটা সুবর্ণ সুযোগ যখন তাঁরা সৌরমণ্ডল বা করোনাকে পর্যবেক্ষণ করতে পারেন। করোনা খুবই মৃদু। সূর্যের উজ্জ্বলতার জন্য তাকে দেখা শক্ত। কিন্তু যখন চাঁদ সূর্যের আলোকে যখন গ্রহণের সময় সম্পূর্ণ ঢেকে দেয়, আপনি তখন শুধু কোরোনার আলোই দেখতে পান ।
চার ধরণের সূর্যগ্রহণ হয়:
- পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- আংশিক সূর্যগ্রহণ
- বলয়গ্রাস সূর্যগ্রহণ
- মিশ্র সূর্যগ্রহণ
যতগুলি সূর্যগ্রহণ হয়, তার মধ্যে 28 শতাংশ পূর্ণগ্রাস, 35 শতাংশ আংশিক, 32 শতাংশ বলয়গ্রাস এবং মাত্র 5 শতাংশ মিশ্র সূর্যগ্রহণ হয়ে থাকে।