ETV Bharat / bharat

চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান 2

চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান 2 । আজ এই ছবি প্রকাশ করেছে ISRO । একটি টুইটে ছবি প্রকাশ করে ISRO জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 কিমি উঁচু থেকে এই ছবি তুলেছে চন্দ্রযান 2 ।

author img

By

Published : Aug 22, 2019, 7:53 PM IST

Updated : Aug 23, 2019, 2:00 AM IST

চন্দ্রযান 2-র পাঠানো ছবি, ছবি সৌজন্য : ISRO

দিল্লি, 22 অগাস্ট : চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান 2 । আজ এই ছবি প্রকাশ করেছে ISRO । একটি টুইটে ছবি প্রকাশ করে ISRO জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 কিমি উঁচু থেকে এই ছবি তুলেছে চন্দ্রযান 2 ।

ISRO জানিয়েছে, ছবিতে চাঁদের মেরি ওরিয়েন্টাল বেসিন এবং অ্যাপোলো খাঁজ চিহ্নিত করা যাচ্ছে ।

মঙ্গলবার সকাল 9টা নাগাদ চাঁদের কক্ষপথে ঢোকে চন্দ্রযান 2 । আগামী 7 সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান ।

দিল্লি, 22 অগাস্ট : চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান 2 । আজ এই ছবি প্রকাশ করেছে ISRO । একটি টুইটে ছবি প্রকাশ করে ISRO জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 কিমি উঁচু থেকে এই ছবি তুলেছে চন্দ্রযান 2 ।

ISRO জানিয়েছে, ছবিতে চাঁদের মেরি ওরিয়েন্টাল বেসিন এবং অ্যাপোলো খাঁজ চিহ্নিত করা যাচ্ছে ।

মঙ্গলবার সকাল 9টা নাগাদ চাঁদের কক্ষপথে ঢোকে চন্দ্রযান 2 । আগামী 7 সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান ।

Ranchi (Jharkhand), Aug 22 (ANI): Jharkhand Chief Minister Raghubar Das on August 22 launched 16 Business Processing Outsourcing (BPO) companies in the state. The state govt also signed MoUs with three BPO companies. The companies are expected to generate employment in the state. "Jharkhand is a state full of opportunities and there are several sectors where people can invest and generate employment," said CM Das.

Last Updated : Aug 23, 2019, 2:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.