ETV Bharat / bharat

আরতি, গিদ্ধা নাচে মেলানিয়াকে স্বাগত দিল্লি স্কুলে - অনুপ্রেরণামূলক

ভারত সফরের দ্বিতীয় দিনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দিল্লির নানকপুরার সর্বোদয় কো-এডুকেশন সিনিয়র সেকেন্ডারি স্কুল সফরে গেলেন ৷ তাঁকে স্বাগত জানানো হয় আরতি করে, কপালে তিলক দিয়ে ৷ তিনি স্কুলে মোট 45 মিনিট ছিলেন ৷ সেখানে ছাত্রীদের সঙ্গে হ্যাপিনেস ক্লাসেও যোগ দেন ৷

First Lady Melania Trump Visits Delhi's Sarbodaya Co-education Senior Secondary School
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
author img

By

Published : Feb 25, 2020, 6:42 PM IST

দিল্লি, 25 ফেব্রুয়ারি: ছোট একটি সবুজ চেয়ারে বসে তিনি হাসিমুখে কথা বলছেন ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে ৷ দূর থেকে দেখলে বোঝা দায় যে তিনি অ্যামেরিকার ফার্স্ট লেডি ৷ মন দিয়ে শুনলেন শিক্ষিকা ও ছাত্রীদের কথাও ৷

ভারত সফরের দ্বিতীয় দিনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দিল্লির নানকপুরার সর্বোদয় কো-এডুকেশন সিনিয়র সেকেন্ডারি স্কুল সফরে গিয়ে পড়ুয়াদের ভালোবাসায় আপ্লুত হয়ে পড়লেন ৷ জড়িয়ে ধরলেন বেশ কয়েকজন ছাত্রীকেও ৷

মেলানিয়াকে স্বাগত জানানো হয় কপালে তিলক এঁকে, গলায় মালা দিয়ে ৷ স্কুলের ছাত্রীরা তাঁর হাত ধরে নিয়ে যায় স্কুলের ভিতরে ৷ রাজস্থানি লোকনৃত্য ও পাঞ্জাবি গিদ্ধা নাচের মাধ্যমে শুরু করা হয় উদ্বোধনী অনুষ্ঠান ৷ তিনি বেশ উপভোগ করেন ৷

পড়ুয়াদের সঙ্গে মেলানিয়াও যোগ দেন ‘হ্যাপিনেস ক্লাস’-এ ৷ যাওয়ার আগে স্কুল পড়ুয়াদের পরামর্শ দেন সারাজীবন তারা যেন একে অপরের প্রতি সহানুভুতিশীল থাকে ৷ মেলানিয়া শিক্ষিকাদের ধন্যবাদ জানান ছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য ৷

নমস্তে বলে বক্তব্যের সূচনা করে তিনি বলেন,‘‘ এই প্রথমবার ভারত সফরে এসেছি আমি ৷ আমি যে কতটা খুশি, তা প্রকাশ করার ভাষা খুজে পাচ্ছি না ৷ এখানকার মানুষজন খুবই মিশুকে ও দয়ালু ৷ আমি আজই শিখলাম সর্বোদয় শব্দটির অর্থ হল সবার জন্য সমৃদ্ধি ৷ আমি যত আশে পাশে ঘুরে দেখছি, ততই এই ধারণা যে কতটা বাস্তবসম্মত, তা বুঝতে পারছি ৷’’

First Lady Melania Trump hugs a student
এক ছাত্রীকে জড়িয়ে ধরেন মেলানিয়া ট্রাম্প

2018 সালে কেজরিওয়াল সরকারের উদ্যোগে চালু করা হয় ‘হ্যাপিনেস ক্লাস’ ৷ 45 মিনিটের এই হ্যাপিনেস ক্লাসে ধ্যান, গল্প বলা ও পথনাটিকার মত নানা বিষয় অন্তর্ভুক্ত, যা শিশুদের মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে ৷

হ্যাপিনেস ক্লাসে যোগ দেওয়ার পর মেলানিয়া বলেন, ‘‘ এই ক্লাস আমার কাছে অত্যন্ত অনুপ্রেরণামূলক ৷ বন্ধুদের গল্প বলা থেকে শুরু করে অন্যদের কথা শোনা কিংবা স্রেফ প্রকৃতির সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন- একটি দিন শুরু করার এর থেকে ভালো উপায় আর কিছু হতে পারে না ৷ ’’ তিনি হ্যাপিনেস ক্লাসকে অ্যামেরিকায় তাঁর পরিচালিত ‘‘বি বেস্ট’’ -এর সঙ্গে তুলনা করে বলেন, ‘‘আশা করছি বি বেস্ট সম্পর্কে আমার বক্তব্যের মাধ্যমে অ্যামেরিকা ও অন্যান্য দেশের নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে ৷ আমরা কেবল অ্যামেরিকা নয়, সারা বিশ্বেই পরিবর্তন আনতে চাই ৷ এই স্কুল উৎকৃষ্ট উদাহরণ কিভাবে দয়া, সহমর্মিতা ও পারস্পরিক সম্মানের শিক্ষার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সক্ষম ৷’’

তিনি বলেন, ‘‘বি বেস্টের মূল লক্ষ্য হল প্রত্যেকটি শিশুকে নিজের সেরা অংশটি তুলে ধরতে সাহায্য করা ৷ এছাড়া তাদের সামাজিক, মানসিক ও শারীরিক সুস্থতার গুরুত্ব শেখানো হয় এই উদ্যোগে ৷ বি বেস্টের তিনটি মূল স্তম্ভ হল মাদক সেবনের বিপদ, অনলাইন সুরক্ষার গুরুত্ব ও শিশুর সার্বিক উন্নতি ৷

First Lady Melania Trump
ছাত্রীদের হাতে আঁকা মধুবনী চিত্র উপহার দেওয়া হয় ফার্স্ট লেডিকে

মেলানিয়া যখন শিক্ষিকাদের সঙ্গে ক্লাসরুম পরিদর্শনে যান, তখন তাঁকে স্বাগত জানানোর জন্য ব্ল্যাকবোর্ডে লেখা ছিল, ‘‘আমরা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আমাদের আনন্দের দুনিয়ায় স্বাগত জানাচ্ছি’’ ৷ সঙ্গে ছিল ছাত্রীদের হাতে আঁকা গাছের ছবি, যার নাম দেওয়া হয়েছিল ‘‘কৃতজ্ঞতা প্রাচীর’’ ৷

স্কুল থেকে বেরোনোর আগে ছাত্রীদের হাতে আঁকা মধুবনী চিত্র উপহার দেওয়া হয় অ্যামেরিকার ফার্স্ট লেডিকে ৷

দিল্লি, 25 ফেব্রুয়ারি: ছোট একটি সবুজ চেয়ারে বসে তিনি হাসিমুখে কথা বলছেন ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে ৷ দূর থেকে দেখলে বোঝা দায় যে তিনি অ্যামেরিকার ফার্স্ট লেডি ৷ মন দিয়ে শুনলেন শিক্ষিকা ও ছাত্রীদের কথাও ৷

ভারত সফরের দ্বিতীয় দিনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দিল্লির নানকপুরার সর্বোদয় কো-এডুকেশন সিনিয়র সেকেন্ডারি স্কুল সফরে গিয়ে পড়ুয়াদের ভালোবাসায় আপ্লুত হয়ে পড়লেন ৷ জড়িয়ে ধরলেন বেশ কয়েকজন ছাত্রীকেও ৷

মেলানিয়াকে স্বাগত জানানো হয় কপালে তিলক এঁকে, গলায় মালা দিয়ে ৷ স্কুলের ছাত্রীরা তাঁর হাত ধরে নিয়ে যায় স্কুলের ভিতরে ৷ রাজস্থানি লোকনৃত্য ও পাঞ্জাবি গিদ্ধা নাচের মাধ্যমে শুরু করা হয় উদ্বোধনী অনুষ্ঠান ৷ তিনি বেশ উপভোগ করেন ৷

পড়ুয়াদের সঙ্গে মেলানিয়াও যোগ দেন ‘হ্যাপিনেস ক্লাস’-এ ৷ যাওয়ার আগে স্কুল পড়ুয়াদের পরামর্শ দেন সারাজীবন তারা যেন একে অপরের প্রতি সহানুভুতিশীল থাকে ৷ মেলানিয়া শিক্ষিকাদের ধন্যবাদ জানান ছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য ৷

নমস্তে বলে বক্তব্যের সূচনা করে তিনি বলেন,‘‘ এই প্রথমবার ভারত সফরে এসেছি আমি ৷ আমি যে কতটা খুশি, তা প্রকাশ করার ভাষা খুজে পাচ্ছি না ৷ এখানকার মানুষজন খুবই মিশুকে ও দয়ালু ৷ আমি আজই শিখলাম সর্বোদয় শব্দটির অর্থ হল সবার জন্য সমৃদ্ধি ৷ আমি যত আশে পাশে ঘুরে দেখছি, ততই এই ধারণা যে কতটা বাস্তবসম্মত, তা বুঝতে পারছি ৷’’

First Lady Melania Trump hugs a student
এক ছাত্রীকে জড়িয়ে ধরেন মেলানিয়া ট্রাম্প

2018 সালে কেজরিওয়াল সরকারের উদ্যোগে চালু করা হয় ‘হ্যাপিনেস ক্লাস’ ৷ 45 মিনিটের এই হ্যাপিনেস ক্লাসে ধ্যান, গল্প বলা ও পথনাটিকার মত নানা বিষয় অন্তর্ভুক্ত, যা শিশুদের মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে ৷

হ্যাপিনেস ক্লাসে যোগ দেওয়ার পর মেলানিয়া বলেন, ‘‘ এই ক্লাস আমার কাছে অত্যন্ত অনুপ্রেরণামূলক ৷ বন্ধুদের গল্প বলা থেকে শুরু করে অন্যদের কথা শোনা কিংবা স্রেফ প্রকৃতির সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন- একটি দিন শুরু করার এর থেকে ভালো উপায় আর কিছু হতে পারে না ৷ ’’ তিনি হ্যাপিনেস ক্লাসকে অ্যামেরিকায় তাঁর পরিচালিত ‘‘বি বেস্ট’’ -এর সঙ্গে তুলনা করে বলেন, ‘‘আশা করছি বি বেস্ট সম্পর্কে আমার বক্তব্যের মাধ্যমে অ্যামেরিকা ও অন্যান্য দেশের নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে ৷ আমরা কেবল অ্যামেরিকা নয়, সারা বিশ্বেই পরিবর্তন আনতে চাই ৷ এই স্কুল উৎকৃষ্ট উদাহরণ কিভাবে দয়া, সহমর্মিতা ও পারস্পরিক সম্মানের শিক্ষার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সক্ষম ৷’’

তিনি বলেন, ‘‘বি বেস্টের মূল লক্ষ্য হল প্রত্যেকটি শিশুকে নিজের সেরা অংশটি তুলে ধরতে সাহায্য করা ৷ এছাড়া তাদের সামাজিক, মানসিক ও শারীরিক সুস্থতার গুরুত্ব শেখানো হয় এই উদ্যোগে ৷ বি বেস্টের তিনটি মূল স্তম্ভ হল মাদক সেবনের বিপদ, অনলাইন সুরক্ষার গুরুত্ব ও শিশুর সার্বিক উন্নতি ৷

First Lady Melania Trump
ছাত্রীদের হাতে আঁকা মধুবনী চিত্র উপহার দেওয়া হয় ফার্স্ট লেডিকে

মেলানিয়া যখন শিক্ষিকাদের সঙ্গে ক্লাসরুম পরিদর্শনে যান, তখন তাঁকে স্বাগত জানানোর জন্য ব্ল্যাকবোর্ডে লেখা ছিল, ‘‘আমরা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আমাদের আনন্দের দুনিয়ায় স্বাগত জানাচ্ছি’’ ৷ সঙ্গে ছিল ছাত্রীদের হাতে আঁকা গাছের ছবি, যার নাম দেওয়া হয়েছিল ‘‘কৃতজ্ঞতা প্রাচীর’’ ৷

স্কুল থেকে বেরোনোর আগে ছাত্রীদের হাতে আঁকা মধুবনী চিত্র উপহার দেওয়া হয় অ্যামেরিকার ফার্স্ট লেডিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.