জয়পুর, 20 মার্চ: ফের মৃত্যু কোরোনায় ৷ এবার জয়পুরে কোরোনা আক্রান্ত এক ইটালিয়ান ব্যক্তির মৃত্যু হল ৷ এই নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা পৌঁছল 5 ৷
দুই সপ্তাহ আগে ভারতে আসা এক ইটালিয়ান দম্পতি কোরোনা পরীক্ষায় পজিটিভ আসায় তারা জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ দশদিন আগে তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ও কোরোনার রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷
কিন্তু ওই ব্যক্তির শারীরিক অবস্থার ফের অবনতি হওয়ায় ও ইটালির দূতাবাসের হস্তক্ষেপে তাকে জয়পুরের ফর্টিস হাসপাতালে ভরতি করানো হয় ৷ আজ মাল্টি ওর্গ্যান ফেলিওর হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় ৷ যদিও তার স্ত্রী সম্পূর্ণরূপে সুস্থ ৷
সূত্র অনুযায়ী, ওই ব্যক্তি কোরোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগে ভুগছিলেন ৷ আজ চিকিৎসা চলাকালীনই হার্ট অ্যাটাক ও মাল্টি ওর্গ্যান ফেলিওর হয় ওই ব্যক্তির ৷
এই নিয়ে রাজস্থানে মোট 10জন ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ এই প্রথম কোরোনা আক্রান্ত হিসাবে মারা গেলেন ৷