রায়পুর, 29 মে : প্রয়াত ছত্তিশগড়ের প্রথম মুখ্য়মন্ত্রী অজিত যোগী । তাঁর বয়স হয়েছিল 74 বছর । 9 মে গুরুতর অসুস্থতা নিয়ে রায়পুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । আজ বিকেলে মৃত্যু হয় তাঁর।
9 মে বাড়িতে থাকাকালীন তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয় । তড়িঘড়ি রায়পুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি । ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি থাকে । এর মাঝেই বুধবার রাতে তাঁর আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় । এরপর তাঁকে অডিয়ো থেরাপিও দেওয়া হয়েছিল । হাসপাতালে সর্বদা তাঁর পাশে ছিলেন ছেলে অমিত যোগী ও স্ত্রী রেণু যোগী । চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন । কিন্তু শেষমেশ আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর।
-
२० वर्षीय युवा छत्तीसगढ़ राज्य के सिर से आज उसके पिता का साया उठ गया।केवल मैंने ही नहीं बल्कि छत्तीसगढ़ ने नेता नहीं,अपना पिता खोया है।माननीय अजीत जोगी जी ढाई करोड़ लोगों के अपने परिवार को छोड़ कर,ईश्वर के पास चले गए।गांव-गरीब का सहारा,छत्तीसगढ़ का दुलारा,हमसे बहुत दूर चला गया। pic.twitter.com/RPPqYuZ0YS
— Amit Jogi (@amitjogi) May 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">२० वर्षीय युवा छत्तीसगढ़ राज्य के सिर से आज उसके पिता का साया उठ गया।केवल मैंने ही नहीं बल्कि छत्तीसगढ़ ने नेता नहीं,अपना पिता खोया है।माननीय अजीत जोगी जी ढाई करोड़ लोगों के अपने परिवार को छोड़ कर,ईश्वर के पास चले गए।गांव-गरीब का सहारा,छत्तीसगढ़ का दुलारा,हमसे बहुत दूर चला गया। pic.twitter.com/RPPqYuZ0YS
— Amit Jogi (@amitjogi) May 29, 2020२० वर्षीय युवा छत्तीसगढ़ राज्य के सिर से आज उसके पिता का साया उठ गया।केवल मैंने ही नहीं बल्कि छत्तीसगढ़ ने नेता नहीं,अपना पिता खोया है।माननीय अजीत जोगी जी ढाई करोड़ लोगों के अपने परिवार को छोड़ कर,ईश्वर के पास चले गए।गांव-गरीब का सहारा,छत्तीसगढ़ का दुलारा,हमसे बहुत दूर चला गया। pic.twitter.com/RPPqYuZ0YS
— Amit Jogi (@amitjogi) May 29, 2020
1946 সালের 29 এপ্রিল বিলাসপুরে জন্মগ্রহণ করেন অজিত যোগী । 1968 সালে ভোপালের মৌলানা আজাদ কলেজ অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্বর্ণপদক পেয়ে পাশ করেন । 1974 সালে IPS ও IAS-এ পরীক্ষায় পাশ করেন তিনি । পাশাপাশি B.E, LLB, MII-এরও ডিগ্রি ছিল তাঁর । তারপর থেকে 1986 সাল পর্যন্ত অবিভক্ত মধ্যপ্রদেশের সীধী সহডোল, রায়পুর ও ইন্দোরে প্রশাসনিক পদে নিযুক্ত ছিলেন । তার মাঝেই 1975 সালের 8 অক্টোবর বিয়ে করেন তিনি । এরপর 1986 সালে কংগ্রেসের SC, ST ওয়েলফেয়ারের সদস্য হন । সেখান থেকেই শুরু হয় তাঁর রাজনৈতিক যাত্রা ।
-
वेदना की इस घड़ी में मैं निशब्द हूँ।परम पिता परमेश्वर माननीय @ajitjogi_cg जी की आत्मा को शांति और हम सबको शक्ति दे।
— Amit Jogi (@amitjogi) May 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
उनका अंतिम संस्कार उनकी जन्मभूमि गौरेला में कल होगा। pic.twitter.com/TEtAqsEFl4
">वेदना की इस घड़ी में मैं निशब्द हूँ।परम पिता परमेश्वर माननीय @ajitjogi_cg जी की आत्मा को शांति और हम सबको शक्ति दे।
— Amit Jogi (@amitjogi) May 29, 2020
उनका अंतिम संस्कार उनकी जन्मभूमि गौरेला में कल होगा। pic.twitter.com/TEtAqsEFl4वेदना की इस घड़ी में मैं निशब्द हूँ।परम पिता परमेश्वर माननीय @ajitjogi_cg जी की आत्मा को शांति और हम सबको शक्ति दे।
— Amit Jogi (@amitjogi) May 29, 2020
उनका अंतिम संस्कार उनकी जन्मभूमि गौरेला में कल होगा। pic.twitter.com/TEtAqsEFl4
1987 সালে তৎকালীন মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে । পাশাপাশি রাজ্যে SC, ST আয়োগের অধ্যক্ষ হিসেবেও নির্বাচিত হন তিনি । 1989 সালে মনিপুর নির্বাচনের জন্য কংগ্রেস তাঁকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেন । 1995 সালে সিকিম বিধানসভা নির্বাচনেও কেন্দ্রীয় পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন তিনি । দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির নির্বাচনী সদস্য ছিলেন তিনি । এরপর 1997-1999 সাল পর্যন্ত AICC ও কংগ্রেস সংসদীয় দলের মুখপাত্র ছিলেন তিনি । ছত্তিশগড়কে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার দাবিতে 1999 সালে দান্তেওয়ারার মহামায়া মন্দির ও অম্বিকাপুর মহামায়া মন্দিরের উদ্দেশে একটি মিছিল হয় । যার নেতৃত্ব দিয়েছিলেন তিনি । 2000 সালের 9 নভেম্বর নতুন রাজ্য হিসেবে ছত্রিশগড়ের আত্মপ্রকাশ ঘটে । ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী হন অজিত যোগী ।
2004-2008 সাল পর্যন্ত ছত্তিশগড়ের মাহাসামুন্দ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন । 2008 সালে ছত্তিশগড়ের মারওয়াহি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন । 2016 সালে ছত্তিশগড়ে অন্তাগড়ে উপ-নির্বাচনের সময় অজিত যোগী ও তাঁর ছেলে অমিত যোগীকে দলবিরোধীর কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করা হয় ।
অজিত যোগীর ছেলের নাম অমিত ও মেয়ের নাম অনুষা । বিখ্যাত ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির সহপাঠী ছিলেন তিনি। 2004 সালে এক পথ দুর্ঘটনায় দুটি পা বাদ যায় তাঁর ।