ETV Bharat / bharat

দিল্লির ESIC হাসপাতালে আগুন

দিল্লির ESIC হাসপাতালে আগুন । ঘটনাস্থানে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ।

দিল্লি
দিল্লি
author img

By

Published : Jan 9, 2020, 10:16 AM IST

Updated : Jan 9, 2020, 12:03 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : কয়েকঘণ্টার মধ্যে ফের আগুন দিল্লিতে । পটপরগঞ্জের পর এবার দিল্লির ESIC হাসপাতাল । হাসপাতালের কোন তলায় আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ।

আজ ভোর রাতে দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলের একটি বহুতলে আগুন । মৃত্য়ু হয়েছে একজনের । এই নিয়ে গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকবার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷

দিল্লির পটপরগঞ্জে আগুন, দেখুন ভিডিয়ো...

23 ডিসেম্বর দিল্লির কিরারি এলাকার একটি বহুতলে আগুন লাগে, মৃত্যু হয় 9 জনের । 24 ডিসেম্বর ফের একটি জুতোর কারখানায় আগুন লাগে । এসবের রেশ কাটতে না কাটতেই আজ আগুন লাগে দিল্লির পটপরগঞ্জে । সেই আগুন নিভতে না নিভতেই ফের আগুন ।

30 দিনের মধ্যে এতবার আগুন লাগার ঘটনা এবং এত প্রাণহানির ফলে প্রশ্নের মুখে পড়েছে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।

এই সংক্রান্ত আরও খবর : দিল্লির পটপরগঞ্জে আগুন, মৃত 1

দিল্লি, 9 জানুয়ারি : কয়েকঘণ্টার মধ্যে ফের আগুন দিল্লিতে । পটপরগঞ্জের পর এবার দিল্লির ESIC হাসপাতাল । হাসপাতালের কোন তলায় আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ।

আজ ভোর রাতে দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলের একটি বহুতলে আগুন । মৃত্য়ু হয়েছে একজনের । এই নিয়ে গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকবার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷

দিল্লির পটপরগঞ্জে আগুন, দেখুন ভিডিয়ো...

23 ডিসেম্বর দিল্লির কিরারি এলাকার একটি বহুতলে আগুন লাগে, মৃত্যু হয় 9 জনের । 24 ডিসেম্বর ফের একটি জুতোর কারখানায় আগুন লাগে । এসবের রেশ কাটতে না কাটতেই আজ আগুন লাগে দিল্লির পটপরগঞ্জে । সেই আগুন নিভতে না নিভতেই ফের আগুন ।

30 দিনের মধ্যে এতবার আগুন লাগার ঘটনা এবং এত প্রাণহানির ফলে প্রশ্নের মুখে পড়েছে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।

এই সংক্রান্ত আরও খবর : দিল্লির পটপরগঞ্জে আগুন, মৃত 1

Mumbai, Jan 08 (ANI): Actor Dalip Tahil came out in support of Citizenship Amendment Act (CAA). He said that the ongoing problem in Jawaharlal Nehru University (JNU) is linked to the Citizenship Amendment Act. "The students' protests in universities are scripted and planned," the actor further added. However, he also supported actress Deepika Padukone said that it's her democratic right.
Last Updated : Jan 9, 2020, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.