ETV Bharat / bharat

বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন, রোবোটের সাহায্যে উদ্ধার প্রত্যেকেই - bandra fire

মুম্বইয়ের বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন ।

বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন, আটকে কমপক্ষে 100
author img

By

Published : Jul 22, 2019, 4:44 PM IST

Updated : Jul 22, 2019, 8:51 PM IST

মুম্বই , 22 জুলাই : মুম্বইয়ের বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 14টি ইঞ্জিন । আজ বিকেল 3টা10 মিনিটে বান্দ্রা ওয়েস্টের MTNL বিল্ডিংয়ে আগুন লাগে । বহুতলটিতে 84 জন আটকে ছিলেন । তাদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে । এই প্রথম দেশে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে ব্যবহার করা হল রোবোট ।

এই প্রথম ভারতে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রোবোট
এই প্রথম ভারতে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রোবোট

দমকল সূত্রে জানানো হয়, আগুনটি চতুর্থ স্তরের ছিল । আগুন থেকে বাঁচতে অনেকেই ছাদে চলে যায় । দমকল কর্মীরা ল্যাডার ব্যবহার করে তাদের উদ্ধারের কাজ চালায় । ঘটনার পর দমকলের মুখ্য আধিকারিক পি রাহাংদালে বলেন, "পুরো বিল্ডিং ধোঁয়ায় ছেয়ে গেছিল। উপরতলায় বেশ কয়েকজন আটকে ছিলেন । কোনও হতাহতের কোনও খবর নেই । আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি ।"

মুম্বইয়ের বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগু

গতকালই মুম্বইয়ের কোলাবার মেরি ওয়েদার রোডে তাজমহল ও ডিপ্লোম্যাট হোটেলের কাছে চার্চ চেম্বার বহুতলের চার তলায় আগুন লেগে মৃত্যু হয় একজনের । সেই ঘটনার 24 ঘণ্টা পার হতে না হতেই আবার আগুন লাগল মুম্বইতে ।

ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 14টি ইঞ্জিন
ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 14টি ইঞ্জিন

মুম্বই , 22 জুলাই : মুম্বইয়ের বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 14টি ইঞ্জিন । আজ বিকেল 3টা10 মিনিটে বান্দ্রা ওয়েস্টের MTNL বিল্ডিংয়ে আগুন লাগে । বহুতলটিতে 84 জন আটকে ছিলেন । তাদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে । এই প্রথম দেশে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে ব্যবহার করা হল রোবোট ।

এই প্রথম ভারতে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রোবোট
এই প্রথম ভারতে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রোবোট

দমকল সূত্রে জানানো হয়, আগুনটি চতুর্থ স্তরের ছিল । আগুন থেকে বাঁচতে অনেকেই ছাদে চলে যায় । দমকল কর্মীরা ল্যাডার ব্যবহার করে তাদের উদ্ধারের কাজ চালায় । ঘটনার পর দমকলের মুখ্য আধিকারিক পি রাহাংদালে বলেন, "পুরো বিল্ডিং ধোঁয়ায় ছেয়ে গেছিল। উপরতলায় বেশ কয়েকজন আটকে ছিলেন । কোনও হতাহতের কোনও খবর নেই । আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি ।"

মুম্বইয়ের বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগু

গতকালই মুম্বইয়ের কোলাবার মেরি ওয়েদার রোডে তাজমহল ও ডিপ্লোম্যাট হোটেলের কাছে চার্চ চেম্বার বহুতলের চার তলায় আগুন লেগে মৃত্যু হয় একজনের । সেই ঘটনার 24 ঘণ্টা পার হতে না হতেই আবার আগুন লাগল মুম্বইতে ।

ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 14টি ইঞ্জিন
ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 14টি ইঞ্জিন
Srinagar (JandK), July 22 (ANI): The Commander of Chinar Corps, Lt Gen KJS Dhillon, met Haj pilgrims at Haj House in Srinagar on Monday. The pilgrims are leaving for Haj today. For Haj 2019, Government of India has allocated a quota of 60,000 Haj seats to Haj Group Organisers (HGO). Haj is an annual Islamic pilgrimage to Mecca and Saudi Arabia which are the holiest city for Muslims. It is a mandatory religious duty for Muslims.
Last Updated : Jul 22, 2019, 8:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.