ETV Bharat / bharat

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন ৷ শুরু হয়েছে নেভানোর কাজ ৷

Mumbai Fire
ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Feb 8, 2020, 12:56 AM IST

Updated : Feb 8, 2020, 3:30 AM IST

মুম্বই, 8 ফেব্রুয়ারি : মুম্বইয়ের কালা চৌকিতে এক বহুতলে ভয়াবহ আগুন ৷ কালা চৌকির অভ্যুদয়া নগরের মিলান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে আগুন লাগে ৷ ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ৷ আগুন নেভানোর কাজ শুরু হয় ৷ একটি কুইক রেসপন্স গাড়িও নিয়ে আসা হয় দুর্ঘটনাস্থানে ৷

  • Mumbai: A level-II fire has broken out at Milan Industrial Estate, Abhyudaya Nagar in Kala Chowky locality. 5 fire tenders, one ambulance, one Quick Response Vehicle is present at the spot. More details awaited. pic.twitter.com/LEy15Dx6XJ

    — ANI (@ANI) February 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাত তখন 12টা ৷ মিলান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের বহুতলে আগুন দেখা যায় ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ গলগল করে ধোঁয়া বেরোতে থাকে বহুতল থেকে ৷ খবর পেয়ে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয় ৷ শেষ পাওয়া খবর, ঘটনায় কেউ হতাহত হননি ৷

কী কারণে আগুন লাগল তা জানা যায়নি ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল ৷

মুম্বই, 8 ফেব্রুয়ারি : মুম্বইয়ের কালা চৌকিতে এক বহুতলে ভয়াবহ আগুন ৷ কালা চৌকির অভ্যুদয়া নগরের মিলান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে আগুন লাগে ৷ ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ৷ আগুন নেভানোর কাজ শুরু হয় ৷ একটি কুইক রেসপন্স গাড়িও নিয়ে আসা হয় দুর্ঘটনাস্থানে ৷

  • Mumbai: A level-II fire has broken out at Milan Industrial Estate, Abhyudaya Nagar in Kala Chowky locality. 5 fire tenders, one ambulance, one Quick Response Vehicle is present at the spot. More details awaited. pic.twitter.com/LEy15Dx6XJ

    — ANI (@ANI) February 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাত তখন 12টা ৷ মিলান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের বহুতলে আগুন দেখা যায় ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ গলগল করে ধোঁয়া বেরোতে থাকে বহুতল থেকে ৷ খবর পেয়ে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয় ৷ শেষ পাওয়া খবর, ঘটনায় কেউ হতাহত হননি ৷

কী কারণে আগুন লাগল তা জানা যায়নি ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল ৷

Lucknow (UP), Feb 07 (ANI): Defence Minister Rajnath Singh on February 7 reviewed different weaponry at the DefExpo-2020 in Lucknow. He was accompanied by Uttar Pradesh Chief Minister Yogi Adityanath. Prime Minister Narendra Modi on February 05 inaugurated the Defence Expo 2020. The theme of DefExpo 2020 is 'Digital Transformation of Defence.' The expo aims to bring the leading technologies in the defence sector under one roof and provide a myriad of opportunities for private manufactures, government, startups. The event is scheduled to be held from February 5-9 in Lucknow.
Last Updated : Feb 8, 2020, 3:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.