দিল্লি, 2 জানুয়ারি : ফের দিল্লির জনবহুল এলাকায় আগুন । আজ ভোরে পিরাগারহি এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে । ঘটনাস্থানে দমকলের 35 টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন নেভানোর সময় ওই কারখানার একাংশ ভেঙে পড়ে । যার জেরে আটকে পড়েন 14 জন । তাঁদের মধ্যে 13 জনই দমকল কর্মী । আটকে পড়া দমকল কর্মীদের মধ্যে একজনের পরে হাসপাতালে মৃত্যু হয় ।
14 জনের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় NDRF-র কর্মীরা । তাঁরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে । এলাকায় পৌঁছায় অ্যাম্বুলেন্সও ।
এই সংক্রান্ত আরও খবর : দিল্লির মুন্ডকায় আগুন
এই নিয়ে গত ডিসেম্বর থেকে মোট চার বার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷ 23 ডিসেম্বর দিল্লির কিরারি এলাকার একটি বহুতলে আগুন লাগে, মৃত্যু হয় 9 জনের । 24 ডিসেম্বর ফের একটি জুতোর কারখানায় আগুন লাগে । এসবের রেশ কাটতে না কাটতেই আজ ফের আগুন । এবার মৃত্যু দমকল কর্মীর । 30 দিনের মধ্যে এতবার আগুন লাগার ঘটনা এবং এত প্রাণহানির ফলে প্রশ্নের মুখে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।
এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43
এই সংক্রান্ত আরও খবর : আনাজ মান্ডি যেন মৃত্যুপুরী!