ETV Bharat / bharat

দিল্লিতে ব্যাটারি কারখানায় আগুন, মৃত দমকল কর্মী - দিল্লিতে আগুন

দিল্লির পিরাগারহি এলাকায় ব্যাটারি কারখানায় আগুনের খবর পেয়ে 35 টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । আগুন নিয়ন্ত্রণে আসে বেশ কিছুক্ষণ পর । এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে ।

fire
দিল্লিতে ব্যাটারি কারখানায় আগুন
author img

By

Published : Jan 2, 2020, 5:53 PM IST

দিল্লি, 2 জানুয়ারি : ফের দিল্লির জনবহুল এলাকায় আগুন । আজ ভোরে পিরাগারহি এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে । ঘটনাস্থানে দমকলের 35 টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন নেভানোর সময় ওই কারখানার একাংশ ভেঙে পড়ে । যার জেরে আটকে পড়েন 14 জন । তাঁদের মধ্যে 13 জনই দমকল কর্মী । আটকে পড়া দমকল কর্মীদের মধ্যে একজনের পরে হাসপাতালে মৃত্যু হয় ।


14 জনের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় NDRF-র কর্মীরা । তাঁরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে । এলাকায় পৌঁছায় অ্যাম্বুলেন্সও ।

দেখুন ভিডিয়ো...

এই সংক্রান্ত আরও খবর : দিল্লির মুন্ডকায় আগুন

এই নিয়ে গত ডিসেম্বর থেকে মোট চার বার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷ 23 ডিসেম্বর দিল্লির কিরারি এলাকার একটি বহুতলে আগুন লাগে, মৃত্যু হয় 9 জনের । 24 ডিসেম্বর ফের একটি জুতোর কারখানায় আগুন লাগে । এসবের রেশ কাটতে না কাটতেই আজ ফের আগুন । এবার মৃত্যু দমকল কর্মীর । 30 দিনের মধ্যে এতবার আগুন লাগার ঘটনা এবং এত প্রাণহানির ফলে প্রশ্নের মুখে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।

এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43

এই সংক্রান্ত আরও খবর : আনাজ মান্ডি যেন মৃত্যুপুরী!

দিল্লি, 2 জানুয়ারি : ফের দিল্লির জনবহুল এলাকায় আগুন । আজ ভোরে পিরাগারহি এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে । ঘটনাস্থানে দমকলের 35 টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন নেভানোর সময় ওই কারখানার একাংশ ভেঙে পড়ে । যার জেরে আটকে পড়েন 14 জন । তাঁদের মধ্যে 13 জনই দমকল কর্মী । আটকে পড়া দমকল কর্মীদের মধ্যে একজনের পরে হাসপাতালে মৃত্যু হয় ।


14 জনের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় NDRF-র কর্মীরা । তাঁরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে । এলাকায় পৌঁছায় অ্যাম্বুলেন্সও ।

দেখুন ভিডিয়ো...

এই সংক্রান্ত আরও খবর : দিল্লির মুন্ডকায় আগুন

এই নিয়ে গত ডিসেম্বর থেকে মোট চার বার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷ 23 ডিসেম্বর দিল্লির কিরারি এলাকার একটি বহুতলে আগুন লাগে, মৃত্যু হয় 9 জনের । 24 ডিসেম্বর ফের একটি জুতোর কারখানায় আগুন লাগে । এসবের রেশ কাটতে না কাটতেই আজ ফের আগুন । এবার মৃত্যু দমকল কর্মীর । 30 দিনের মধ্যে এতবার আগুন লাগার ঘটনা এবং এত প্রাণহানির ফলে প্রশ্নের মুখে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।

এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43

এই সংক্রান্ত আরও খবর : আনাজ মান্ডি যেন মৃত্যুপুরী!

New Delhi, Jan 02 (ANI): Rajasthan Congress in-charge Avinash Pande met with party's interim president Sonia Gandhi on January 02. Speaking about the meeting, Avinash Pandey said that Congress interim president Sonia Gandhi is very curious about Kota infant deaths case. "It was a pre-scheduled meeting in which various issues were discussed. She is very serious about Kota issue (infant deaths), CM (Rajasthan) has sent a detailed report to her," said the Rajasthan Congress in-charge.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.