ETV Bharat / bharat

দিল্লিতে বহুতলে আগুন, মৃত 2 শিশুসহ 6

গতরাতে দিল্লির জ়াকির নগরের একটি বহুতলে আগুন লাগে ৷

বহুতলে আগুন
author img

By

Published : Aug 6, 2019, 7:54 AM IST

Updated : Aug 6, 2019, 8:01 AM IST

দিল্লি, 6 অগাস্ট : দিল্লিতে বহুতলে আগুন ৷ দু'জন শিশুসহ মৃত পাঁচজন, আহত 11 জন ৷ দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

তখন রাত আড়াইটে ৷ দিল্লির জ়াকির নগরে জনবহুল এলাকায় একটি পাঁচতলা আবাসনে আগুন লাগে ৷ সেসময় আবাসনের বেশিরভাগ বাসিন্দাই ঘুমোচ্ছিলেন ৷ আগুন দেখে প্রাণ বাঁচাতে অনেকেই বহুতল থেকে ঝাঁপ দেন ৷ যার জেরে আহত হন প্রায় 11 জন ৷ তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আবাসনের নিচে থাকা সাতটি গাড়ি ও আটটি মোটরবাইকে আগুন লাগে ৷

fire at multi-storey building , delhi
দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল ও পুলিশ ৷ দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে ৷ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ শুরু হয় উদ্ধারকার্যও ৷ আবাসনে আটকে থাকা প্রায় 20 জনকে উদ্ধার করা হয় ৷ দমকলের তরফে জানানো হয়েছে, আবাসনেরই একটি ইলেকট্রিক বক্স থেকে আগুন লাগে ৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷

দিল্লি, 6 অগাস্ট : দিল্লিতে বহুতলে আগুন ৷ দু'জন শিশুসহ মৃত পাঁচজন, আহত 11 জন ৷ দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

তখন রাত আড়াইটে ৷ দিল্লির জ়াকির নগরে জনবহুল এলাকায় একটি পাঁচতলা আবাসনে আগুন লাগে ৷ সেসময় আবাসনের বেশিরভাগ বাসিন্দাই ঘুমোচ্ছিলেন ৷ আগুন দেখে প্রাণ বাঁচাতে অনেকেই বহুতল থেকে ঝাঁপ দেন ৷ যার জেরে আহত হন প্রায় 11 জন ৷ তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আবাসনের নিচে থাকা সাতটি গাড়ি ও আটটি মোটরবাইকে আগুন লাগে ৷

fire at multi-storey building , delhi
দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল ও পুলিশ ৷ দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে ৷ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ শুরু হয় উদ্ধারকার্যও ৷ আবাসনে আটকে থাকা প্রায় 20 জনকে উদ্ধার করা হয় ৷ দমকলের তরফে জানানো হয়েছে, আবাসনেরই একটি ইলেকট্রিক বক্স থেকে আগুন লাগে ৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷

Jaisalmer (Rajasthan), Aug 06 (ANI): The fifth edition of 'International Army Scout Masters Competition' was inaugurated in Rajasthan's Jaisalmer on Monday. Teams from 8 countries, including India, Russia and China participated in the competition. Lt Gen DS Ahuja, Chief of Staff of the Indian Army's Southern Command was present during the inaugural ceremony.
Last Updated : Aug 6, 2019, 8:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.