আহমেদাবাদ, 6 অগাস্ট : আহমেদাবাদের নবরঙ্গপুরে শ্রে কোভিড হাসপাতালে আগুন । ঘটনায় আট রোগীর মৃত্যু হয়েছে । আজ সকালে হাসপাতালে আগুন লাগে । আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনিয়ে তিনি গুজারতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে কথা বলেছেন বলে টুইটারে জানান।
আহমেদাবাদের শ্রে হাসপাতালকে COVID-19 এর চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছিল । 50 আসন-বিশিষ্ট ওই হাসপাতালের 45 জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গতরাত তিনটে নাগাদ সেখানে আগুন লাগে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। হাসপাতালের ICU ওয়ার্ডে থাকা 5 পুরুষ রোগী ও 3 মহিলা রোগীর মৃত্যু হয়।
ঘটনার পর বাকিদের সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ অ্যান্ড সায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সংগীতা সিং তদন্তে নেতৃত্ব দেবেন । তিনদিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘটনায় মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে এবং জখমদের জন্য 50 হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে PMO-র তরফে।