ETV Bharat / bharat

দিল্লির পটপরগঞ্জে আগুন, মৃত 1 - Fire in Delhi's Patpargunj

আজ সকালে দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলে একটি কাগজের কারখানায় আগুন লাগে । ঘটনায় জখম বহু ।

fire
দিল্লিতে আগুন
author img

By

Published : Jan 9, 2020, 7:47 AM IST

Updated : Jan 9, 2020, 12:44 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলের একটি বহুতলে আগুন । মৃত এক । ঘটনাস্থানে দমকলের 35টি ইঞ্জিন ।

আজ ভোর রাতে পটপরগঞ্জের একটি কাগজ ছাপানোর কারখানায় আগুন লাগে । রাতেই ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 32টি ইঞ্জিন । কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । তবে, বহুতলটিতে দাহ্যবস্তু থাকার কারণে আগুন নেভার পরও ধোঁয়ার তীব্রতা এতটাই ছিল যে দমকলকে বেশ সমস্যায় পড়তে হয় ৷

আজ সকালের দিকে ধোঁয়া কম থাকায় বহুতলের ভিতর থেকে একজনকে উদ্ধার করা হয় । স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পটপরগঞ্জের কাগজের কারখানায় আগুন, দেখুন ভিডিয়ো...

এই নিয়ে গত ডিসেম্বর থেকে বেশ কয়েকবার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷ 23 ডিসেম্বর দিল্লির কিরারি এলাকার একটি বহুতলে আগুন লাগে, মৃত্যু হয় 9 জনের । 24 ডিসেম্বর ফের একটি জুতোর কারখানায় আগুন লাগে । এসবের রেশ কাটতে না কাটতেই আজ ফের আগুন ।

30 দিনের মধ্যে এতবার আগুন লাগার ঘটনা এবং এত প্রাণহানির ফলে প্রশ্নের মুখে পড়েছে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।

দিল্লি, 9 জানুয়ারি : দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলের একটি বহুতলে আগুন । মৃত এক । ঘটনাস্থানে দমকলের 35টি ইঞ্জিন ।

আজ ভোর রাতে পটপরগঞ্জের একটি কাগজ ছাপানোর কারখানায় আগুন লাগে । রাতেই ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 32টি ইঞ্জিন । কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । তবে, বহুতলটিতে দাহ্যবস্তু থাকার কারণে আগুন নেভার পরও ধোঁয়ার তীব্রতা এতটাই ছিল যে দমকলকে বেশ সমস্যায় পড়তে হয় ৷

আজ সকালের দিকে ধোঁয়া কম থাকায় বহুতলের ভিতর থেকে একজনকে উদ্ধার করা হয় । স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পটপরগঞ্জের কাগজের কারখানায় আগুন, দেখুন ভিডিয়ো...

এই নিয়ে গত ডিসেম্বর থেকে বেশ কয়েকবার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷ 23 ডিসেম্বর দিল্লির কিরারি এলাকার একটি বহুতলে আগুন লাগে, মৃত্যু হয় 9 জনের । 24 ডিসেম্বর ফের একটি জুতোর কারখানায় আগুন লাগে । এসবের রেশ কাটতে না কাটতেই আজ ফের আগুন ।

30 দিনের মধ্যে এতবার আগুন লাগার ঘটনা এবং এত প্রাণহানির ফলে প্রশ্নের মুখে পড়েছে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।

New Delhi, Jan 08 (ANI): Special screening of 'Chhapaak' was held in Mumbai. Bollywood celebrities arrived for the screening. Several acid attack victims also joined. Director Meghna Gulzar accompanied by Laxmi Agarwal reached for 'Chhapaak' screening. Dazzling like ever, 80s superstar Rekha posed for shutterbugs. Kunal Kapoor, Yami Gautam were also in attendance. Much-awaited movie 'Chhapaak' will hit theatres on January 10.

Last Updated : Jan 9, 2020, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.