ETV Bharat / bharat

উত্তর দিল্লির প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থানে 22টি ইঞ্জিন - karol bagh fire

দিল্লিতে প্লাস্টিক কারখানায় আগুন। হতাহতের খবর নেই। ঘটনাস্থানে দমকলের 22টি ইঞ্জিন।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 7, 2019, 5:08 AM IST

দিল্লি, 7 এপ্রিল : উত্তর দিল্লির নারেলা শিল্পাঞ্চলে গভীররাতে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলের 22টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছেছে। হতাহতের কোনও খবর নেই। তবে, ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গতমাসেও দিল্লির বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে এমন একটি ভবনে আগুন লাগে। সেই ঘটনায় একজনের মৃত্যুও হয়। আর এর ঠিক একমাস আগে দিল্লির করোল বাগের একটি হোটেলে আগুন লেগে ১৭জনের মৃত্যু হয়।

দিল্লি, 7 এপ্রিল : উত্তর দিল্লির নারেলা শিল্পাঞ্চলে গভীররাতে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলের 22টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছেছে। হতাহতের কোনও খবর নেই। তবে, ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গতমাসেও দিল্লির বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে এমন একটি ভবনে আগুন লাগে। সেই ঘটনায় একজনের মৃত্যুও হয়। আর এর ঠিক একমাস আগে দিল্লির করোল বাগের একটি হোটেলে আগুন লেগে ১৭জনের মৃত্যু হয়।

New Delhi, Apr 07 (ANI): Massive fire broke out at a plastic factory in Narela Industrial Area in New Delhi on Saturday night. 22 fire tenders reached to the spot immediately and started fire-fighting operation which is still underway. No casualties have been reported yet
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.