দিল্লি, 22 জুলাই : আজ ভোরে আগুন লাগে দিল্লির জনপথ রোডে অবস্থিত কিদওয়াই ভবনের পাঁচতলায় ৷ যদিও হতাহতের কোনও খবর নেই ৷
দমকল এক আধিকারিক এস কে দুয়া সংবাদমাধ্যমকে বলেন , "আমরা ভোর 4.45 নাগাদ খবর পাই কিদওয়াই ভবনের পাঁচতলায় আগুন লেগেছে ৷ ভেন্টিলেশন সংক্রান্ত সমস্যা প্রাথমিকভাবে দেখা দিলেও আমাদের কর্মীরা 6.45 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ 8টি ইঞ্জিনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ যদিও কুলিং অপারেশন চলছে ৷ ধোঁয়ার কারণে আরও কিছুক্ষণ এই অপারেশন চলবে ৷" যদিও কী ভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে ৷