ETV Bharat / bharat

দিল্লির পরিবহন দপ্তরে আগুন

ছবি
ছবি
author img

By

Published : Jan 20, 2020, 9:47 AM IST

Updated : Jan 20, 2020, 11:38 AM IST

09:45 January 20

সকাল 9টা নাগাদ দিল্লির পরিবহন দপ্তরে আগুন লাগে । পরে 8 টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

দিল্লি, 20 জানুয়ারি : দিল্লির পরিবহন দপ্তরে আগুন । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 8টি ইঞ্জিন । ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।  

সকাল 9টা নাগাদ আগুন লাগে পরিবহন দপ্তরে । প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা । কিন্তু তা নিয়ন্ত্রণে আসেনি । খবর দেওয়া হয় দমকলে । পরে 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । যদিও কী কারণে আগুন লেগেছে তার কারণ এখনও জানা যায়নি । 

উল্লেখ্য, 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে আগুন লাগে । ঘটনায় 43 জনের মৃত্যু হয়েছিল । 

09:45 January 20

সকাল 9টা নাগাদ দিল্লির পরিবহন দপ্তরে আগুন লাগে । পরে 8 টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

দিল্লি, 20 জানুয়ারি : দিল্লির পরিবহন দপ্তরে আগুন । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 8টি ইঞ্জিন । ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।  

সকাল 9টা নাগাদ আগুন লাগে পরিবহন দপ্তরে । প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা । কিন্তু তা নিয়ন্ত্রণে আসেনি । খবর দেওয়া হয় দমকলে । পরে 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । যদিও কী কারণে আগুন লেগেছে তার কারণ এখনও জানা যায়নি । 

উল্লেখ্য, 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে আগুন লাগে । ঘটনায় 43 জনের মৃত্যু হয়েছিল । 

New Delhi, Jan 20 (ANI): Pro-CAA protestors were thrashed by Collector in Madhya Pradesh's Rajgarh. Former chief minister of Madhya Pradesh, Shivraj Singh Chouhan condemned the incident and said, "It is a black day for democracy, Collector slapped people who were chanting 'Bharat Mata ki jai' and holding tricolor in their hands, this is too much. We will not tolerate this at any cost, did Kamal Nath order Collector to do this?" He further said, "This will prove to be the final nail in the coffin of Congress government, we will launch a massive people's movement against this. We will register FIR against the Collector, if FIR is not registered we will go to court."
Last Updated : Jan 20, 2020, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.