ETV Bharat / bharat

ফের দিল্লির একই বিল্ডিংয়ে আগুন - ফের দিল্লির একই বিল্ডিংয়ে আগুন

উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানা। গতকাল ভোরে এখানেই আগুন লাগে ৷ আজ ফের আগুন লাগার খবর পাওয়া যায় । ধোঁয়া বের হতে শুরু করে বিল্ডিং থেকে । দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

fire
ছবি
author img

By

Published : Dec 9, 2019, 8:58 AM IST

দিল্লি, 9 ডিসেম্বর : ফের আগুন লাগল উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় । তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি । ঘটনাস্থানে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে ।

গতকাল ভোরে এখানেই আগুন লাগে ৷ মোট 43 জনের মৃত্যু হয় ৷ দমকলের 30 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ 59 জনকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43

দমকল সূত্রে খবর , 600 স্কয়্যার ফিটের প্লটের ভিতরে স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী মজুত ছিল ৷ ভোরে সেখানেই আগুন লাগে । শীতের সকালে আগুন জ্বালিয়ে ঘর গরম করার চেষ্টা করছিলেন শ্রমিকরা ৷ প্রাথমিক অনুমান সেখানে থেকেই আগুন লেগেছিল । তবে শর্টসার্কিটকেও আগুন লাগার কারণ হিসেবে জানানো হয়েছিল ।

আজ সেই একই জায়গা থেকেই আগুন লাগার খবর পাওয়া যায় । ধোঁয়া বের হতে শুরু করে বিল্ডিং থেকে । দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

দিল্লি, 9 ডিসেম্বর : ফের আগুন লাগল উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় । তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি । ঘটনাস্থানে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে ।

গতকাল ভোরে এখানেই আগুন লাগে ৷ মোট 43 জনের মৃত্যু হয় ৷ দমকলের 30 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ 59 জনকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43

দমকল সূত্রে খবর , 600 স্কয়্যার ফিটের প্লটের ভিতরে স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী মজুত ছিল ৷ ভোরে সেখানেই আগুন লাগে । শীতের সকালে আগুন জ্বালিয়ে ঘর গরম করার চেষ্টা করছিলেন শ্রমিকরা ৷ প্রাথমিক অনুমান সেখানে থেকেই আগুন লেগেছিল । তবে শর্টসার্কিটকেও আগুন লাগার কারণ হিসেবে জানানো হয়েছিল ।

আজ সেই একই জায়গা থেকেই আগুন লাগার খবর পাওয়া যায় । ধোঁয়া বের হতে শুরু করে বিল্ডিং থেকে । দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

Hyderabad, Dec 09 (ANI): India's first-ever women's doubles badminton tournament, The Red Bull Shuttle Up was played at the RRC Indoor Stadium in Secunderabad on December 08. Indian women's doubles shuttlers Ashwini Ponnappa and N Sikki Reddy have said that the Red Bull Shuttle Up tournament is a great platform for women shuttlers to showcase their talent. While speaking to ANI, Ashwini Ponnappa said, "There have been no women's doubles at any of the leagues. So, it's really important to promote this game, to encourage girls to play it. I'm really happy that we have entered the second edition of this tournament." "I am really glad that finally, the Red Bull has come up with this Shuttle Up tournament for women's doubles. I being a player of women's doubles know that there is not much development in the category," she added. As I have seen the first edition and I have seen that the girls have a great talent, we need more tournaments like this to bring up the talent. Ponnappa remained optimistic about the tournament and hoped that this will provide a platform for young girls."I hope this doesn't stop here. We hope to take this tournament ahead and benefit more and more talented girls and give them an opportunity to prove themselves," Ponnappa further stated.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.