ETV Bharat / bharat

ইন্দোরে চালু 50টি ওলা অ্যাম্বুলেন্সের পরিষেবা

লকডাউনের কারণে অপর্যাপ্ত অ্যাম্বুলেন্স পরিষেবা । হাসপাতালে যেতে অসুবিধায় পড়ছেন রোগীরা । ব্য়বস্থা নেওয়া হল ইন্দোর জেলা প্রশাসনের তরফে ।

ola
ওলা
author img

By

Published : Apr 18, 2020, 10:35 AM IST

ইন্দোর (মধ্যপ্রদেশ) 18 এপ্রিল: লকডাউনের কারণে বন্ধ পরিবহন ব্যবস্থা । অ্যাম্বুলেন্স পরিষেবাও কম । ফলে, অসুবিধায় পড়ছেন বহু রোগী । আবার এর মধ্যে কারও কোরোনার উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ তাঁকে কোরোনা হাসপাতলে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকেও । সমস্যা লঘু করতে ওলা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল ইন্দোর জেলা প্রশাসন ।

ডিস্ট্রিক্ট কালেক্টর মানিশ সিংয়ের ব্যাবস্থাপনায় 50টি ওলা ট্যাক্সিকে অ্যাম্বুলেন্স রূপে ব্যবহার করা হবে । ইন্দোর উন্নয়ন শাখার CEO চন্দ্রমৌলি শুক্লা বলেন , "আমরা 50টি ওলা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি । চালু করার মূল কারণ হল, স্ক্রিনিংয়ের পর এই অ্যাম্বুলেন্সে করে রোগীকে গ্রিন হাসপাতাল থেকে ইয়েলো হাসপাতালে পৌঁছে দেওয়া যাবে । আমরা একটি কন্ট্রোল রুমও খুলেছি । "

কোরোনা আক্রান্ত নন এমন রোগীর চিকিৎসা গ্রিন ক্যাটেগরির হাসপাতালে হচ্ছে । অপরদিকে কোরোনা উপসর্গ নিয়ে আসা রোগীর চিকিৎসা হচ্ছে ইয়েলো ক্যাটেগরির হাসপাতালে । গতকাল পর্যন্ত নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 50 জন । এখনও পর্যন্ত ইন্দোরে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 892 ।

ইন্দোরের মুখ্য মেডিকেল ও স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রবীণ জোদিয়া জানিয়েছেন, গতকাল 50জন রোগীর সোয়াব টেস্টের পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে । এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 892 জন ।" এদিকে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত মধ্যপদ্রেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1310জন । মৃত্যু হয়েছে 69 জনের ।

ইন্দোর (মধ্যপ্রদেশ) 18 এপ্রিল: লকডাউনের কারণে বন্ধ পরিবহন ব্যবস্থা । অ্যাম্বুলেন্স পরিষেবাও কম । ফলে, অসুবিধায় পড়ছেন বহু রোগী । আবার এর মধ্যে কারও কোরোনার উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ তাঁকে কোরোনা হাসপাতলে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকেও । সমস্যা লঘু করতে ওলা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল ইন্দোর জেলা প্রশাসন ।

ডিস্ট্রিক্ট কালেক্টর মানিশ সিংয়ের ব্যাবস্থাপনায় 50টি ওলা ট্যাক্সিকে অ্যাম্বুলেন্স রূপে ব্যবহার করা হবে । ইন্দোর উন্নয়ন শাখার CEO চন্দ্রমৌলি শুক্লা বলেন , "আমরা 50টি ওলা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি । চালু করার মূল কারণ হল, স্ক্রিনিংয়ের পর এই অ্যাম্বুলেন্সে করে রোগীকে গ্রিন হাসপাতাল থেকে ইয়েলো হাসপাতালে পৌঁছে দেওয়া যাবে । আমরা একটি কন্ট্রোল রুমও খুলেছি । "

কোরোনা আক্রান্ত নন এমন রোগীর চিকিৎসা গ্রিন ক্যাটেগরির হাসপাতালে হচ্ছে । অপরদিকে কোরোনা উপসর্গ নিয়ে আসা রোগীর চিকিৎসা হচ্ছে ইয়েলো ক্যাটেগরির হাসপাতালে । গতকাল পর্যন্ত নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 50 জন । এখনও পর্যন্ত ইন্দোরে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 892 ।

ইন্দোরের মুখ্য মেডিকেল ও স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রবীণ জোদিয়া জানিয়েছেন, গতকাল 50জন রোগীর সোয়াব টেস্টের পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে । এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 892 জন ।" এদিকে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত মধ্যপদ্রেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1310জন । মৃত্যু হয়েছে 69 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.