ETV Bharat / bharat

ফিরোজ় শাহ কোটলা এবার জেটলির নামে - Former Finance Minister Arun Jaitley

প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী তথা দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশনের (DDCA) প্রাক্তন সভাপতি অরুণ জেটলির নামে নতুন করে নামাঙ্কিত হতে চলেছে দিল্লির আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামের ৷

ফিরোজ় শাহ কোটলা এবার জেটলির নামে
author img

By

Published : Aug 27, 2019, 6:20 PM IST

দিল্লি, 27 অগাস্ট : বদলে যাচ্ছে ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী তথা দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশনের (DDCA) প্রাক্তন সভাপতি অরুণ জেটলির নামে নতুন করে নামাঙ্কিত হতে চলেছে দিল্লির আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামের ৷

জেটলির মৃত্যুর তিনদিনের মধ্যেই ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে প্রাক্তন সভাপতির নামে করার সিদ্ধান্ত নেয় DDCA ৷ 12 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কোটলার নাম পরিবর্তন করা হবে ৷ সেই অনুষ্ঠানেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে ৷

ফিরোজ় শাহ কোটলা এবার জেটলির নামে
ফিরোজ় শাহ কোটলা এবার জেটলির নামে

এই উদ্যোগ প্রসঙ্গে DDCA সভাপতি রজত শর্মা বলেন, "অরুণ জেটলির সমর্থন ও অনুপ্রেরণায় বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্থ ছাড়াও আরও অনেক ক্রিকেটার দেশকে গর্বিত করেছেন ৷ তাই তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত । DDCA সভাপতি থাকাকালীন জেটলি কোটলা স্টেডিয়ামের পরিকাঠামো বদলে দেন ৷ আধুনিকীকরণের পর কোটলা স্টেডিয়াম দর্শক স্বাচ্ছন্দ্যে দেশের অন্যতম সেরা হয়ে ওঠে ৷ স্টেডিয়ামের দর্শকাসন বাড়ানোর পাশাপাশি ড্রেসিংরুমের চেহারাও বদলে দিয়েছিলেন তিনি ৷"

দিল্লি, 27 অগাস্ট : বদলে যাচ্ছে ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী তথা দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশনের (DDCA) প্রাক্তন সভাপতি অরুণ জেটলির নামে নতুন করে নামাঙ্কিত হতে চলেছে দিল্লির আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামের ৷

জেটলির মৃত্যুর তিনদিনের মধ্যেই ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে প্রাক্তন সভাপতির নামে করার সিদ্ধান্ত নেয় DDCA ৷ 12 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কোটলার নাম পরিবর্তন করা হবে ৷ সেই অনুষ্ঠানেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে ৷

ফিরোজ় শাহ কোটলা এবার জেটলির নামে
ফিরোজ় শাহ কোটলা এবার জেটলির নামে

এই উদ্যোগ প্রসঙ্গে DDCA সভাপতি রজত শর্মা বলেন, "অরুণ জেটলির সমর্থন ও অনুপ্রেরণায় বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্থ ছাড়াও আরও অনেক ক্রিকেটার দেশকে গর্বিত করেছেন ৷ তাই তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত । DDCA সভাপতি থাকাকালীন জেটলি কোটলা স্টেডিয়ামের পরিকাঠামো বদলে দেন ৷ আধুনিকীকরণের পর কোটলা স্টেডিয়াম দর্শক স্বাচ্ছন্দ্যে দেশের অন্যতম সেরা হয়ে ওঠে ৷ স্টেডিয়ামের দর্শকাসন বাড়ানোর পাশাপাশি ড্রেসিংরুমের চেহারাও বদলে দিয়েছিলেন তিনি ৷"

Bengaluru, Aug 27 (ANI): After allotting the portfolios for the cabinet expansion in Karnataka, Laxman Savadi reserved for Deputy Chief Minister. Karnataka cabinet will have three deputies Chief Minister. While speaking to ANI, he said, "National and state leaders made me Deputy CM, they have shown faith in me. I will make the party stronger and bring good name to the government. I did not ask for this post, senior leaders gave it to me, I accepted it."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.