দিল্লি, 27 অগাস্ট : বদলে যাচ্ছে ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী তথা দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশনের (DDCA) প্রাক্তন সভাপতি অরুণ জেটলির নামে নতুন করে নামাঙ্কিত হতে চলেছে দিল্লির আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামের ৷
জেটলির মৃত্যুর তিনদিনের মধ্যেই ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে প্রাক্তন সভাপতির নামে করার সিদ্ধান্ত নেয় DDCA ৷ 12 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কোটলার নাম পরিবর্তন করা হবে ৷ সেই অনুষ্ঠানেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে ৷
এই উদ্যোগ প্রসঙ্গে DDCA সভাপতি রজত শর্মা বলেন, "অরুণ জেটলির সমর্থন ও অনুপ্রেরণায় বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্থ ছাড়াও আরও অনেক ক্রিকেটার দেশকে গর্বিত করেছেন ৷ তাই তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত । DDCA সভাপতি থাকাকালীন জেটলি কোটলা স্টেডিয়ামের পরিকাঠামো বদলে দেন ৷ আধুনিকীকরণের পর কোটলা স্টেডিয়াম দর্শক স্বাচ্ছন্দ্যে দেশের অন্যতম সেরা হয়ে ওঠে ৷ স্টেডিয়ামের দর্শকাসন বাড়ানোর পাশাপাশি ড্রেসিংরুমের চেহারাও বদলে দিয়েছিলেন তিনি ৷"