ETV Bharat / bharat

হাসপাতালে মারা গেলেন ফতেপুরের সেই নির্যাতিতা - uttar pradesh victim died

গত শনিবার বাড়িতে একাই ছিলেন ওই যুবতি ৷ সেই সুযোগে তাঁর কাকা ধর্ষণ করে ৷ বাধা দেওয়ার চেষ্টা করলে ধর্ষণের পর যুবতির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত ৷ অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন যুবতি ৷ স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায় ৷

Assault
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 19, 2019, 11:48 AM IST

কানপুর, 19 ডিসেম্বর : লড়াই থেমে গেল ৷ হাসপাতালে মারা গেলেন ফতেপুরের নির্যাতিতা ৷ গত 14 ডিসেম্বর ওই যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা করা হয় ৷ তাঁর শরীরের 90 শতাংশ পুড়ে যায় ৷ সেই অবস্থায় লালা লাজপত রাই হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ সকালে সেখানেই মারা যান তিনি ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল যুবতির ৷ সেকারণে মারা যান ৷

গত শনিবার বাড়িতে একাই ছিলেন ওই যুবতি ৷ সেই সুযোগে তাঁর কাকা ধর্ষণ করে ৷ বাধা দেওয়ার চেষ্টা করলে ধর্ষণের পর যুবতির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত ৷ অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন যুবতি ৷ স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায় ৷ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা ৷ অভিযোগ পত্রে জানান, তাঁর এক ভাই এই কুকর্ম করেছে ৷ যদিও যুবতির ভাই দু'বার দুরকম বয়ান দেন ৷ প্রথমবার তিনি পুলিশকে জানান, ধর্ষিত হওয়ায় তাঁর বোন নিজে গায়ে আগুন দেয় ৷ পরে তিনিই আবার বয়ান বদলান ৷ ধর্ষণ ও পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ আনেন কাকার বিরুদ্ধে ৷ নির্যাতিতা পুলিশকে জানান, ধর্ষণের পর তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে কাকা ৷

যদিও ফতেপুর জেলাশাসক সঞ্জীব সিং জানান, কাকার সঙ্গে বছর দুয়েক আগে থেকে সম্পর্ক ছিল নির্যাতিতার ৷ যা গ্রামের অনেকেই জানত ৷ দুর্ঘটনার দিন গ্রামে সভাও বসিয়েছিল মাতব্বররা ৷ সেদিন মাতব্বররা বলে, যুবতির বিয়ে না হওয়া পর্যন্ত তাঁর কাকাকে গ্রামের বাইরে থাকতে হবে ৷ তারপরই ধর্ষণ ও পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা ৷

কানপুর, 19 ডিসেম্বর : লড়াই থেমে গেল ৷ হাসপাতালে মারা গেলেন ফতেপুরের নির্যাতিতা ৷ গত 14 ডিসেম্বর ওই যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা করা হয় ৷ তাঁর শরীরের 90 শতাংশ পুড়ে যায় ৷ সেই অবস্থায় লালা লাজপত রাই হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ সকালে সেখানেই মারা যান তিনি ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল যুবতির ৷ সেকারণে মারা যান ৷

গত শনিবার বাড়িতে একাই ছিলেন ওই যুবতি ৷ সেই সুযোগে তাঁর কাকা ধর্ষণ করে ৷ বাধা দেওয়ার চেষ্টা করলে ধর্ষণের পর যুবতির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত ৷ অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন যুবতি ৷ স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায় ৷ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা ৷ অভিযোগ পত্রে জানান, তাঁর এক ভাই এই কুকর্ম করেছে ৷ যদিও যুবতির ভাই দু'বার দুরকম বয়ান দেন ৷ প্রথমবার তিনি পুলিশকে জানান, ধর্ষিত হওয়ায় তাঁর বোন নিজে গায়ে আগুন দেয় ৷ পরে তিনিই আবার বয়ান বদলান ৷ ধর্ষণ ও পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ আনেন কাকার বিরুদ্ধে ৷ নির্যাতিতা পুলিশকে জানান, ধর্ষণের পর তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে কাকা ৷

যদিও ফতেপুর জেলাশাসক সঞ্জীব সিং জানান, কাকার সঙ্গে বছর দুয়েক আগে থেকে সম্পর্ক ছিল নির্যাতিতার ৷ যা গ্রামের অনেকেই জানত ৷ দুর্ঘটনার দিন গ্রামে সভাও বসিয়েছিল মাতব্বররা ৷ সেদিন মাতব্বররা বলে, যুবতির বিয়ে না হওয়া পর্যন্ত তাঁর কাকাকে গ্রামের বাইরে থাকতে হবে ৷ তারপরই ধর্ষণ ও পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা ৷

New Delhi, Dec 14 (ANI): Spotify free and Premium users will now be able to ask Amazon Alexa to play podcasts of their choice. Until now, users were able to ask Alexa to play music, but not podcasts. As the official blog notes, the feature is currently live for Amazon Alexa users in the US. To enable the feature, ensure you set Spotify as your default podcast and music provider in the Alexa settings. Then, you can simply say "Alexa" followed by the command with the podcast name on Spotify for a hands-free listening experience. Users can also request specific podcast, restart an episode, request the latest episode, navigate by time frame and more using Alexa.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.