ETV Bharat / bharat

370 ধারা বাতিল করার জন্যই লাদাখে এই পরিস্থিতি : আবদুল্লা

লাদাখ সীমান্তের এই পরিস্থিতির জন্য 370 ধারা বাতিলকে দায়ী করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিল করার জন্যই লাদাখ সীমান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে ।

Farooq Abdullah
Farooq Abdullah
author img

By

Published : Oct 11, 2020, 7:33 PM IST

জম্মু ও কাশ্মীর, 11 অক্টোবর : জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিল করার জেরেই লাদাখ সীমান্তের এই পরিস্থিতি । এমনই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা । এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, " উপত্যকায় ফের 370 ধারা লাগু হবে । "

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে লাদাখ সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে । ভারতীয় সীমানায় বার বার চিনা সেনারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে । লাদাখ সীমান্তের এই পরিস্থিতির জন্য 370 ধারা বাতিলকে দায়ী করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, "জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিল করার জন্যই লাদাখ সীমান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে । চিন কখনোই 370 ধারা বাতিল করে দেওয়া মেনে নিতে পারেনি । আমি আশা করি তাঁদের সহযোগীতায় উপত্যকায় আবার 370 ধারা লাগু করা হবে ।"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন যে, " আমি কখনোই চিনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাইনি । প্রধানমন্ত্রী তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ।এমনকি তাঁকে চেন্নাইয়ে নিয়ে গিয়েও তিনি একসঙ্গে খাবারও খেয়েছেন । " এদিন 370 ধারা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, " 2019 সালের 5ই অগাস্ট আচমকাই 370 ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় । যা কখনওই আমরা আশা করিনি ।"

উল্লেখ্য, গত বছর 5 অগাস্ট কাশ্মীরে বাতিল করা হয় 370ধারা । এর ফলে জম্মু-কাশ্মীর বিশেষ মর্যাদা হারায় । এই ধারা বাতিলের পরেই প্রতিবাদ করেন ফারুক আবদুল্লা, তাঁর ছেলে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ বিচ্ছিন্নতাবাদী নেতারা । এরপরেই তাঁদের গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয় ।

জম্মু ও কাশ্মীর, 11 অক্টোবর : জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিল করার জেরেই লাদাখ সীমান্তের এই পরিস্থিতি । এমনই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা । এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, " উপত্যকায় ফের 370 ধারা লাগু হবে । "

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে লাদাখ সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে । ভারতীয় সীমানায় বার বার চিনা সেনারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে । লাদাখ সীমান্তের এই পরিস্থিতির জন্য 370 ধারা বাতিলকে দায়ী করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, "জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিল করার জন্যই লাদাখ সীমান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে । চিন কখনোই 370 ধারা বাতিল করে দেওয়া মেনে নিতে পারেনি । আমি আশা করি তাঁদের সহযোগীতায় উপত্যকায় আবার 370 ধারা লাগু করা হবে ।"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন যে, " আমি কখনোই চিনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাইনি । প্রধানমন্ত্রী তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ।এমনকি তাঁকে চেন্নাইয়ে নিয়ে গিয়েও তিনি একসঙ্গে খাবারও খেয়েছেন । " এদিন 370 ধারা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, " 2019 সালের 5ই অগাস্ট আচমকাই 370 ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় । যা কখনওই আমরা আশা করিনি ।"

উল্লেখ্য, গত বছর 5 অগাস্ট কাশ্মীরে বাতিল করা হয় 370ধারা । এর ফলে জম্মু-কাশ্মীর বিশেষ মর্যাদা হারায় । এই ধারা বাতিলের পরেই প্রতিবাদ করেন ফারুক আবদুল্লা, তাঁর ছেলে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ বিচ্ছিন্নতাবাদী নেতারা । এরপরেই তাঁদের গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.